1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান
রাজনীতিপোল্যান্ড

পোল্যান্ডে উদারপন্থি শিবিরের জয়

১৮ অক্টোবর ২০২৩

দীর্ঘ আট বছরের শাসনকালের শেষে পোল্যান্ডের চরমপন্থি ‘পিস' দলের পরাজয় ইউরোপের মূল স্রোতের রাজনৈতিক শক্তির স্বস্তির কারণ হচ্ছে৷ উদারপন্থি নেতা ডনাল্ড টুস্ক জোট সরকার গড়ার আমন্ত্রণ চাইছেন৷

ওয়ারশ’ রাজনীতিক ডোনাল্ড টুস্ক
উদারপন্থি নেতা ডনাল্ড টুস্ক জোট সরকার গড়ার আমন্ত্রণ চাইছেনছবি: Attila Husejnow/SOPA/IMAGO

সাম্প্রতিক কালে ইউরোপজুড়ে চরম দক্ষিণপন্থি শক্তির ধারাবাহিক উত্থান মূল স্রোতের রাজনৈতিক দলগুলির গভীর উদ্বেগের কারণ হয়ে উঠছে৷ পোল্যান্ড, হাঙ্গেরি, স্লোভাকিয়ার মতো দেশে এমন চরমপন্থি শক্তি ক্ষমতায় এসেছে৷ জার্মানির একাধিক আঞ্চলিক নির্বাচনে এঅফডি দলের সাফল্যও দুশ্চিন্তার কারণ হচ্ছে৷ গত রোববার পোল্যান্ডের সাধারণ নির্বাচনে পিস পার্টির পরাজয়ের পর ইউরোপের অনেক নেতা আবার কিছুটা স্বস্তির নিঃশ্বাস ফেলছেন৷ রেকর্ড ৭৪ শতাংশেরও বেশি ভোটার তাঁদের ভোটাধিকার প্রয়োগ করায় এই পরাজয় বাড়তি গুরুত্ব পাচ্ছে৷

মঙ্গলবার সরকারি ফলাফল ঘোষণার পর বিরোধী নেতা ও ইউরোপীয় সরকার পরিষদের প্রাক্তন প্রেসিডেন্ট ডনাল্ড টুস্কের নেতৃত্বে তিন দলের জোট আগামী সরকার গড়ার দাবি জানিয়েছে৷ সংসদে সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে প্রেসিডেন্ট আন্দ্রেই দুদার উদ্দেশ্যে দ্রুত সরকার গড়ার আমন্ত্রণের আহ্বান জানিয়েছেন টুস্ক৷ পরাজিত ল অ্যান্ড জাস্টিস পার্টি বা ‘পিস'-এর সহযোগী হিসেবে দুদা সেই পথে কোনো বাধা সৃষ্টি করবেন কিনা, তা এখনো স্পষ্ট নয়৷ নির্বাচনের আগেই তিনি তিন দলের জোট সরকার গড়ার ক্ষেত্রে দীর্ঘ বিলম্বের আশঙ্কা প্রকাশ করেছিলেন৷ উল্লেখ্য, সংখ্যাগরিষ্ঠতা হারালেও ‘পিস' দল সবচেয়ে শক্তিশালী দল হিসেবে সংসদে থেকে যাচ্ছে৷ তবে অন্য কোনো দল তাদের সঙ্গে জোট গড়ায় আগ্রহ দেখাচ্ছে না৷

প্রায় আট বছরের শাসনকালে ‘পিস' ও ইউরোপীয় কমিশনের মধ্যে একাধিক গুরুতর সংঘাত দেখা গেছে৷ ইউরোপীয় ইউনিয়নের মৌলিক মূল্যবোধে আঘাত হানার দায়ে ইইউ পোল্যান্ডের উপর আর্থিক নিষেধাজ্ঞা চাপিয়েছে৷ ব্রাসেলসের অভিযোগ, আইনের শাসন, সংবাদ মাধ্যমের স্বাধীনতা, সংখ্যালঘুদের অধিকার ও অভিবাসনের ক্ষেত্রে পোল্যান্ডের বিদায়ী সরকারের বিতর্কিত পদক্ষেপ গণতান্ত্রিক কাঠামোর পরিপন্থি৷ ফলে দুই পক্ষের মধ্যে আইনি সংঘাত চলছে৷ টুস্ক প্রধানমন্ত্রী হলে সেই সংঘাতের অবসান ঘটবে বলে আশা করা হচ্ছে৷

টুস্কের নেতৃত্বে জোট সত্যি সরকার গড়তে পারলেও পোল্যান্ডের অনেক চলমান সমস্যা সমাধানে বেশ বেগ পেতে হবে বলে বিশ্লেষকরা মনে করছেন৷ প্রতিবেশী ইউক্রেনের উপর রাশিয়ার হামলা থেকে শুরু করে দেশের অর্থনৈতিক সমস্যার মতো অনেক বিষয় নতুন সরকারের জন্য বড় চ্যালেঞ্জ সৃষ্টি করবে বলে ধরে নেওয়া হচ্ছে৷ তবে  অনেকের মতে, ‘পিস'-এর অনেক পদক্ষেপ বাতিল করে রাষ্ট্রীয় কাঠামোর ‘মেরামতি' সবচেয়ে দুরূহ কাজ হবে৷ পোল্যান্ডকে প্রকৃত গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা করার চ্যালেঞ্জ গ্রহণ করতে চান ডনাল্ড টুস্ক৷

এসবি/এসিবি (রয়টার্স, এএফপি)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ