1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান
রাজনীতিপোল্যান্ড

পোল্যান্ডে নির্বাচনি প্রচারণায় জার্মান-বিরোধী বিজ্ঞাপন

১১ সেপ্টেম্বর ২০২৩

পোল্যান্ডের ক্ষমতাসীন দল তাদের নির্বাচনি প্রচারণার জন্য একটি রসিকতাপূর্ণ বিজ্ঞাপন তৈরি করেছে৷ এতে দেখা যাচ্ছে, অবসরের বয়স বাড়াতে ওয়ারশকে নির্দেশ দেয়ার চেষ্টা করছে জার্মান দূতাবাস৷

পোল্যান্ডের সাবেক প্রধানমন্ত্রী এবং প্রধান বিরোধীদলীয় নেতা ডোনাল্ড টুস্ককে ‘জার্মানির পুতুল' বলে সমালোচনা করা হচ্ছে৷
পোল্যান্ডের সাবেক প্রধানমন্ত্রী এবং প্রধান বিরোধীদলীয় নেতা ডোনাল্ড টুস্কছবি: Beata Zawrzel/NurPhoto/picture alliance

এর মাধ্যমে পোল্যান্ডে আগামী মাসে অনুষ্ঠিত হতে যাওয়া নির্বাচনে বিদেশি শক্তির প্রভাবের বিষয়টি উঠে এসেছে৷

ক্ষমতাসীন ল' অ্যাণ্ড জাস্টিস পার্টি বা পিআইএস সংসদে তৃতীয়বারের মতো জয় লাভ করতে জার্মান বিরোধী মনোভাবকে কাজে লাগাচ্ছে৷

পোল্যান্ডের সাবেক প্রধানমন্ত্রী এবং প্রধান বিরোধীদলীয় নেতা ডোনাল্ড টুস্ককে ‘জার্মানির পুতুল' বলে সমালোচনা করা হচ্ছে৷

বিজ্ঞাপনটিতে দেখানো হয়, জার্মান দূতাবাস থেকে এক কর্মকর্তা পিআইএস নেতা ইয়ারোস্লাভ কাচিনস্কিকে ফোন দিয়ে পোল্যান্ডের অবসরের সময়সীমা সাবেক প্রধানমন্ত্রী ডোনাল্ড টুস্কের সময়কার মতো বহাল রাখার কথা বলছেন৷

জবাবে কাচিনস্কি বলেন, ‘‘এটি পোল্যান্ডের জনগণের নিজস্ব ব্যাপার, যা তারা গণভোটের মাধ্যমে সিদ্ধান্ত নেবেন৷''

অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপের ব্যাপারে হুঁশিয়ার করে জার্মান দূতাবাসের ওই কর্মকর্তাকে বলা হয় ‘‘টুস্ক এখন ক্ষমতায় নেই এবং এই ধরণের অন্যায় হস্তক্ষেপের আর সুযোগ নেই৷''

সাবেক প্রধানমন্ত্রী ডোনাল্ড টুস্ক অবসরের সময়সীমা পুরুষদের জন্য ৬৫ থেকে ৬৭ বছর এবং নারীদের জন্য ৬০ বছর নির্ধারণ করেছিলেন৷ ল' অ্যান্ড জাস্টিস পার্টি ক্ষমতায় গিয়ে তা আবার আগের জায়গায় নিয়ে গিয়েছিল৷

এসএইচ/জেডএইচ (রয়টার্স)

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ