1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

যন্ত্র নেবে পোশাকের মাপ

২১ নভেম্বর ২০১২

নতুন এক প্রযুক্তির মাধ্যমে অনলাইন দোকানে জামাকাপড় কেনার কাজ অনেক সহজ হয়ে যাবে৷ ওয়েবক্যাম কাজে লাগিয়ে নিখুঁত ত্রিমাত্রিক মাপের ভিত্তিতে সঠিক মাপের পোশাক বেছে নিতে পারবেন ক্রেতারা৷

ছবি: Tom Phillipson

জামাকাপড় কেনা মানেই সঠিক মাপের ব্যাপার৷ মাপ ভুল হলে হয় দোকানে গিয়ে বদলাতে হয়, কিংবা দর্জির কাছে গিয়ে জামাকাপড় প্রয়োজনমতো ছোট বা বড় করিয়ে নিতে হয়৷ দোকানে গেলে তাও কেনার সময় জামাকাপড় পরে দেখে নেওয়া যায়, মাপ ঠিক আছে কি না৷ কিন্তু ইন্টারনেটে জামাকাপড় কিনলে তাও সম্ভব নয়৷ পর্দায় জামাকাপড়ের ছবি দেখে নিখুঁতভাবে আন্দাজ করা কঠিন৷ সাইজ লেখা থাকলেও তো পোশাক সম্পর্কে হুবহু আন্দাজ পাওয়া সম্ভব নয়৷

সাধারণ ওয়েবক্যামই হয়ে উঠতে পারে পোশাকের মাপ নেওয়ার যন্ত্রছবি: Fotolia/Alterfalter

এই সমস্যার সমাধান করতে এগিয়ে এসেছেন ব্রিটেনের গবেষকরা৷ তারা এমন এক ‘বড়ি-স্ক্যানার' তৈরি করেছেন, যার সামনে দাঁড়ালেই যে কোনো মানুষের সঠিক মাপজোক জানা যায়৷ ঘরে বসেই এই কাজ করা যাবে৷ কারণ নামে স্ক্যানার হলেও যে কোনো ওয়েবক্যামের মাধ্যমেই বিশেষ প্রযুক্তি কাজে লাগিয়ে নিখুঁত ত্রিমাত্রিক ছবি তোলা যাবে৷

তারপর সেই তথ্য পাঠিয়ে দেওয়া যায় অনলাইন দোকানে৷ তাদের কাছে সেই মাপ অনুযায়ী যে সব পোশাক রয়েছে, আপনি শুধু সেগুলিই দেখতে পারবেন৷ তারপর পছন্দ করে বেছে নিলেই হলো৷ ইন্টারনেটে সম্ভাব্য ক্রেতাদের মনে এই দ্বন্দ্ব কীভাবে দূর করা যায়, তাই নিয়ে অনেক কাল ভাবনা-চিন্তা চলছিল৷ এবার এই স্ক্যানারকে মুশকিল আসান হিসেবে দেখা হচ্ছে৷ আশা করা হচ্ছে, এর ব্যবহার শুরু হলে অনলাইন পদ্ধতিতে জামাকাপড় বিক্রি হুহু করে বেড়ে যাবে৷

বিমানবন্দরে নিরাপত্তার কাজে ব্যবহার করা হচ্ছে বডি স্ক্যানারছবি: picture-alliance/dpa

মার্কিন যুক্তরাষ্ট্রে ‘কমস্কোর' নামের এক সংস্থার সূত্র অনুযায়ী, চলতি বছরে জুন মাস পর্যন্ত অনলাইনে যে পরিমাণ কেনাবেচা হয়েছে, তার মধ্যে পোশাক-আসাকের অংশ ছিল মাত্র ১৪ শতাংশ৷ তার উপর অনলাইন পদ্ধতিতে কেনা জামাকাপড়ের প্রায় ৩০ থেকে ৬০ শতাংশই আবার ফেরত পাঠানো হয় বলে অনুমান করছেন লন্ডন কলেজ অফ ফ্যাশনের গবেষক ফিলিপ ডেলামোর৷ তিনি লক্ষ্য করেছেন, অনেক ক্রেতা নিশ্চিত হতে না পারায় একাধিক মাপের পোশাক কেনেন, তারপর সঠিকটি রেখে বাকিগুলি ফেরত পাঠিয়ে দেন৷

এলসিএফ, সারে বিশ্ববিদ্যালয়ের ভিডিও ইমেজিং গবেষক দল ও বডিমেট্রিক্স নামের একটি সংস্থা নতুন এই স্ক্যানার তৈরি করেছে৷ বডিমেট্রিক্স এর আগেই নানা ধরণের স্ক্যানার তৈরি করেছে, যার মধ্যে একটি মাইক্রোসফটের এক্সবক্স ভিত্তিক গেমসে কাজে লাগানো হয়৷ তবে আলাদা স্ক্যানার যন্ত্র নয়, ওয়েবক্যামকেই স্ক্যানিংয়ের কাজে লাগানো হয়৷ বার্লিনের আপক্লাউড নামের এক সংস্থাও এমন প্রযুক্তি তৈরি করেছে৷ তবে লন্ডনের গবেষকদের দাবি, নতুন এই মাপজোকের স্ক্যানার এত নিখুঁতভাবে মাপ নিতে পারবে, যেমনটা আগে কখনো সম্ভব হয় নি৷

এসবি/ডিজি (রয়টার্স)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ