1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

পোশাক শিল্প

৬ সেপ্টেম্বর ২০১২

পোশাক শ্রমিকদের মজুরি বাড়ানোর আহ্বান জানাল সুইডেনের প্রখ্যাত ফ্যাশন সংস্থা এইচ-অ্যান্ড-এম৷ সংস্থার মুখ্য কর্মকর্তা কার্ল-ইওহান পেরসন তাঁর ঢাকা সফরের অবকাশে বাংলাদেশ সরকারের প্রতি এই আহ্বান জানান৷

ছবি: AP

বিশ্বের দ্বিতীয় বৃহত্তম পোশাক বিক্রয় সংস্থা হলো এইচ-অ্যান্ড-এম৷ সারা বিশ্বে তাদের শত শত বিপণী আছে৷ অপরদিকে বাংলাদেশের অর্থনীতিতে, বিশেষ করে রপ্তানির ক্ষেত্রে তৈরি পোশাক শিল্পের গুরুত্ব কাউকে বুঝিয়ে দিতে হয় না৷ গতবছর ১৯ বিলিয়ন ডলার মূল্যের পোশাক রপ্তানি করেছে বাংলাদেশ, তার মোট রপ্তানির প্রায় ৮০ ভাগ৷ দেশের শিল্পশ্রমিকদের ৪০ শতাংশ, অর্থাৎ প্রায় তিন কোটি মানুষ কাজ করে এই খাতে৷

অথচ বাংলাদেশের পোশাক শিল্পের শ্রমিকদের পারিশ্রমিক কিন্তু মাসে ৩৭ ডলারের আশেপাশে, পেরসন একটি পোশাক তৈরির কারখানা পরিদর্শন করতে গিয়ে যেমন দেখেছেন৷ পোশাক শিল্পে অশান্তি, বিক্ষোভ এবং ধর্মঘটের একটি উৎস হল এই নিম্ন বেতন ও পারিশ্রমিকের প্রশ্ন৷ অন্যদিকে, পোশাক শিল্পের লাভালাভ নির্ভর করে এই নিম্ন বেতনের উপরে৷ সরকার স্বয়ং কারখানা মালিক এবং শ্রমিক সংগঠনগুলির সঙ্গে পরামর্শের পর ন্যূনতম পারিশ্রমিক স্থির করে দেন বটে, কিন্তু সরকারের সিদ্ধান্তের পেছনে দেশের অর্থনৈতিক স্বার্থ নিয়ে চিন্তা কিছুটা কাজ করে বৈকি৷

পেরসন কিন্তু মঙ্গলবার সন্ধ্যায় ঢাকায় সাংবাদিকদের বলেছেন, ‘‘আমরা চাই যে শ্রমিকদের সঙ্গে ভালো ব্যবহার করা হোক৷ একটি দায়িত্বশীল কোম্পানি হিসেবে আমরা দেখছি যে, পোশাক শিল্পে নিম্ন বেতনের প্রশ্নটি আমাদের নাড়া দেয় এবং এটি একটি বড় উদ্বেগ৷ আমাদের দাবি যে, বাংলাদেশ সরকার ন্যূনতম পারিশ্রমিক বাড়ান এবং প্রতিবছর তা পুনর্বিবেচনা করে দেখার কথা ভাবেন৷'' পেরসন ইতিপূর্বে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে আলোচনায় মিলিত হন৷

এইচ-অ্যান্ড-এম গতবছর বাংলাদেশ থেকে ১৫০ কোটি ডলার মূল্যের পোশাক কিনেছে৷ সে হিসেবে এইচ-অ্যান্ড-এম বাংলাদেশি পণ্যের ইউরোপীয় ক্রেতাদের মধ্যে প্রথম স্থানে৷ তাঁর সংস্থা উচ্চতর মজুরিকে পণ্যক্রয়ের পূর্বশর্ত করবে কিনা, এ'প্রশ্নের জবাবে পেরসন বলেন, এইচ-অ্যান্ড-এম তার সরবরাহকারীদের সঙ্গে দীর্ঘমেয়াদি সম্পর্ক চায়, অপরদিকে শ্রমিকদের জন্য ন্যায্য মজুরি কামনা করে৷

এসি / জেডএইচ (এএফপি)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ