1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

পোশাক কারখানায় শিশু হত্যা

হারুন উর রশীদ স্বপন, ঢাকা২৭ জুলাই ২০১৬

নারায়ণগঞ্জের একটি পোশাক কারখানায় এক শিশুর পায়ুপথে বাতাস ঢুকিয়ে হত্যার ঘটনায় হতচকিত, বেদনাহত মানুষ৷ তাছাড়া সেখান থেকে আরো ২৭টি শিশু উদ্ধারের ঘটনা বাংলাদেশের তৈরি পোশাক শিল্পে শিশুশ্রমের ব্যবহারকে করেছে প্রশ্নবিদ্ধ৷

Bildergalerie Kinderarbeit - global Bangladesch
ছবি: AP

নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জের ‘জোবেদা টেক্সটাইল মিল'-এর শ্রমিক সাগর বর্মণ নামের ১০ বছরের শিশুটিকে হত্যা করা হয় গত রবিবার৷ অভিযোগ, মিলের প্রশাসনিক কর্মকর্তা নাজমুল হুদা নাকি পায়ু পথে বাতাস ঢুকিয়ে তাকে হত্যা করে৷ পুলিশ অবশ্য ইতিমধ্যেই নাজমুল হুদাকে গ্রেপ্তার করে জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ডে নিয়েছে৷

তবে মামলার আরো তিনজন আসামি কারখানার প্রোডাকশন ম্যানেজার হারুন অর রশিদ, সিনিয়র প্রোডাকশন অফিসার আজাহার ইমাম সোহেল ও সহকারী প্রোডাকশন অফিসার রাশেদুল ইসলাম এখনও পলাতক আছেন৷ তারা এই হত্যাকাণ্ডে সহযোগিতা করেছেন বলে মামলায় অভিযোগ করা হয়েছে৷

সুলতানা কামাল

This browser does not support the audio element.

সাগর তার বাবার সঙ্গে জোবেদা টেক্সটাইল মিলে শ্রমিক হিসেবে কাজ করতো৷ তার মাসিক বেতন ছিল ৩, ৫০০ টাকা৷

সাগরের লাশের ময়নাতদন্তকারী চিকৎসক ডা. এ কে এম শফিউজ্জামান জানান, ‘‘পায়ুপথে বাতাসের পাইপ ঢোকানোর কারণেই শিশু সাগর বর্মণের মৃত্যু হয়েছে৷ তার সমস্ত শরীর ফোলা ছিল৷''

পোশাক কারখানায় অমানবিক নির্যাতন

রূপগঞ্জ থানার এসআই ও মামলার তদন্তকারী কর্মকর্তা জসিমউদ্দিন জানান, ‘‘ঐ কারখানায় কর্মরত শিশু শ্রমিকদের নানা অজুহাতে মারধর করা হতো৷ কাজের অবহেলার অজুহাত দেখিয়ে চালানো হতো নির্যাতন৷''

মানবাধিকার নেত্রী অ্যাডভোকেট সুলতানা কামাল ডয়চে ভেলেকে বলেন, ‘‘শিশু হত্যার ব্যাপারে দৃষ্টান্তমূলক শাস্তি না হওয়ায় বাংলাদেশে শিশু হত্যা থামছে না৷ এর আগেও নির্মমভাবে শিশু হত্যার ঘটনা ঘটেছে বাংলাদেশে৷ কিন্তু এ নিয়ে কয়েকদিন হইচই হয়েছে, তারপর সব শেষ৷''

এদিকে হত্যাকাণ্ডের পর রূপগঞ্জ থানার পুলিশ ঐ টেক্সটাইল কারাখানায় অভিযান চালিয়ে আরো ২৭টি শিশুকে উদ্ধার করেছে৷ এদের বয়স ১৩ থেকে ১৬ বছরের মধ্যে৷ এরা সকলেই ঐ পোশাক কারখনার শ্রমিক বলে জানিয়েছে পুলিশ৷ শেষ পাওয়া খবর অনুযায়ী, কারাখানাটি এখন বন্ধ রয়েছে৷ শিশু হত্যার পর অধিকাংশ শ্রমিক ও কর্মচারী কাজে যোগ দিচ্ছেন না৷

শিশুশ্রম নিষিদ্ধ হলেও বন্ধ করা যায়নি

বাংলাদেশে শিশুশ্রম নিষিদ্ধ৷ আর পোশাক কারাখানাগুলোতে শিশুশ্রম শুধু নিষিদ্ধই নয়, অপরাধ হিসেবেও গণ্য করা হয়৷ এ নিয়ে আর্ন্তজাতিক সম্প্রদায়ও দীর্ঘদিন ধরে আপত্তি জানিয়ে আসছে৷ পোশাক কারাখানার মালিকরা শিশু শ্ম নেই বলে দাবি করলেও, রূপগঞ্জের ঘটনায় পোশাক কারাখানায় শিশু শ্রমিক নিয়োগ বন্ধ না হওয়ার বিষয়টি স্পষ্টতই ধরা পড়েছে৷

এ প্রসঙ্গে সুলতানা কামাল বলেন, ‘‘এখানে আইন আছে, প্রয়োগ নেই৷ আর আইন ভাঙলে শাস্তিও হয় না৷ ফলে পরিস্থিতির কোনো পরিবর্তন হচ্ছে না৷''

প্রসঙ্গত, রূপগঞ্জের সাগরের মতো ২০১৫ সালের ৩রা আগস্ট খুলনায় ১২ বছরের শিশু রাকিব হাওলাদারকে একই কায়দায় হত্যা করা হয়৷ সেই হত্যা মামলায় দু'জনের ফাঁসির হয়েছে৷

এ বিষয়ে আপনার মতামত লিখুন নীচের ঘরে৷

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ