1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

পোশাক কারখানা তদারকিতে আরএসসি

৫ সেপ্টেম্বর ২০১৯

শ্রমিকদের নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করাসহ বাংলাদেশের পোশাক কারখানাগুলো তদারকিতে আরএমজি সাসটেইনেবল কাউন্সিল (আরএসসি) গঠনে চূড়ান্ত ঐক্যমতে পৌঁছেছে সব পক্ষ৷

Bangladesch Textilarbeiterinnen in Dhaka
ছবি: AP

কারখানা মালিক, বিদেশি ক্রেতা ও শ্রমিক নেতাদের নিয়ে ঢাকায় টানা দুদিন ত্রিপক্ষীয় বৈঠকের পর গত মঙ্গলবার এই কাউন্সিল গঠনের বিষয়ে সিদ্ধান্ত চূড়ান্ত হয়৷

আন্তর্জাতিক শ্রমিক সংগঠনের জোট ইডাস্ট্রিয়াল বাংলাদেশ কাউন্সিল বা আইবিসির নির্বাহী সদস্য জেড এম কামরুল আনাম জানান, আগামী ২৫ নভেম্বরের মধ্যে আরএসসি আনুষ্ঠানিক যাত্রা শুরু করবে৷ আর ২০২০ সালের জানুয়ারিতে কারখানাগুলোতে পরিদর্শন, সংস্কার পরামর্শ ও অন্যান্য কাজ শুরু করবে তারা৷

বিজিএমইএ সভাপতি রুবানা হক বলেন, "আমরা ত্রিপক্ষীয় আলোচনায় সর্বসম্মতভাবে সিদ্ধান্তে উপনীত হয়েছি৷ আন্তর্জাতিক শ্রমিক সংগঠন আইএলও আমাদের এই সমঝোতায় বিভিন্নভাবে সহায়তা দিয়েছে৷ নতুন এই কাউন্সিল একটি অলাভজনক প্রতিষ্ঠান হবে৷ এটি আইনি বাধ্যবাধকতার মধ্যে থাকবে৷''

২০১৩ সালে সাভারের রানা প্লাজা ধসের পর বাংলাদেশের তৈরি পোশাক শিল্পের কর্মপরিবেশ নিয়ে ক্রেতা দেশগুলোর মধ্যে উদ্বেগ দেখা দেয়৷ তার পরিপ্রেক্ষিতে কারখানা পরিদর্শনে ইউরোপীয় ২২৮টি ক্রেতার সমন্বয়ে গঠিত হয় অ্যাকর্ড অন ফায়ার অ্যান্ড বিল্ডিং সেফটি ইন বাংলাদেশ বা অ্যাকর্ড৷ ২০১৮ সালের মে মাসে অ্যাকর্ডের কার্যকারিতার মেয়াদ শেষ হওয়ার কথা ছিল৷

একই সময়ে একই লক্ষ্যে গঠিত আমেরিকার ক্রেতাদের জোট অ্যালায়েন্স নির্দিষ্ট সময়ের পর ফিরে গেলেও কাজ শেষ হয়নি বলে আরও তিন বছর সময় বাড়ানোর উদ্যোগ নেয় অ্যাকর্ড৷ মালিক ও শ্রমিকপক্ষের বিরোধিতার কারণে অ্যাকর্ডের মেয়াদ বৃদ্ধির ওই উদ্যোগ আদালতে গড়ালে অ্যাকর্ড ও বিজিএমইএ যৌথভাবে গত ৮ মে আরও ২৮১ কর্মদিবস কাজ করতে একটি সমঝোতা চুক্তিতে সই করে৷

এসআই/ (রয়টার্স, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

বাংলাদেশ