1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

পোশাক কারখানা পরিদর্শন

হারুন উর রশীদ স্বপন, ঢাকা২৭ ডিসেম্বর ২০১৩

রাজনৈতিক অস্থিরতা এবং অবরোধ-হরতালের কারণে বাংলাদেশের তৈরি পোশাক কারখানার নিরাপত্তা এবং কর্ম পরিবেশ উন্নয়নের কাজ ব্যাহত হচ্ছে বলে জানা গেছে৷

ছবি: DW/Harun Ur Rashid Swapan

গত বছর তাজরিন ফ্যাশনস-এ আগুন লাগার ঘটনার পর চলতি বছরের এপ্রিলে সাভারের রানা প্লাজা ধসে সহস্রাধিক পোশাক শ্রমিকের মৃত্যুর পর বাংলাদেশের পোশাক কারাখানার নিরাপত্তা ব্যবস্থা চরম সমালোচনার মুখে পড়ে৷

সেটা কাটিয়ে উঠতে সরকার পোশাক কারখানাগুলোর নিরাপত্তা উন্নয়নের জন্য ২৪ মিলিয়ন ডলারের একটি কর্মসূচি হাতে নেয়৷ এর আওতায় প্রায় ১,৫০০ কারখানা পরিদর্শনের পরিকল্পনা গ্রহণ করা হয়েছে৷

পরিকল্পনা অনুযায়ী জানুয়ারি মাসের প্রথম দিকের মধ্যে ২০০ কারখানা পরিদর্শনের কথা থাকলেও মাত্র ৭৫টি কারখানায় কাজ শেষ করা গেছে৷ পরিদর্শক দলের সমম্বয়কারী মেহেদী আহমেদ আনসারি জানিয়েছেন, রাজনৈতিক অস্থিরতার কারণে পরিদর্শকরা কারখানা পরিদর্শন করতে পারছেন না৷ ফলে তাঁদের কাজও এগোচ্ছে না৷

শ্রম সচিব মিকাইল শিপার'ও পরিদর্শনের কাজে ধীরগতির কথা স্বীকার করেন৷ তিনি বলেন নিরাপত্তার কারণে পরিদর্শকরা ঢাকার বাইরে যেতে পারছেন না৷ আগামী বছর আগস্টের মধ্যে এক হাজার কারখানা পরিদর্শনের কাজ শেষ হওয়ার কথা, বলে জানান শ্রম সচিব৷ কিন্তু এখন সেটা সম্ভব হবে বলে মনে করেন না তিনি৷

বিজিএমইএ-এর সহ সভাপতি সিদ্দিকুর রহমান জানান আগস্টের নির্ধারিত সময়ের মধ্যে কারখানার নিরাপত্তা উন্নয়নের পরিদর্শনের কাজ শেষ করা না গেলে পরবর্তী কাজ এগোবে না৷ ফলে ক্রেতাদের কাছ থেকে তারা চাপের মুখে পড়বেন৷ তিনি বলেন রাজনৈতিক অস্থিরতার কারণে একদিকে যেমন উৎপাদন ও রপ্তানি ক্ষতিগ্রস্ত হচ্ছে, অন্যদিকে নিরাপত্তা উন্নয়নের কাজ বাধাগ্রস্ত হচ্ছে৷ ফলে তাঁরা এখন সংকটের মধ্যে আছেন৷

এদিকে, সরকার যে দেড় হাজার কারখানা পরিদর্শনের উদ্যোগ নিয়েছে তার বাইরে আরও ২,০০০ কারখানা পরিদর্শন করতে চুক্তিবদ্ধ হয়েছে যুক্তরাষ্ট্র ও ইউরোপের রিটেলাররা৷

তহবিল গঠন

তৈরি পোশাক প্রস্তুতকারক প্রতিষ্ঠান ও শ্রমিক সংগঠনদের সঙ্গে মিলে চারটি আন্তর্জাতিক রিটেলার রানা প্লাজা ধসে ক্ষতিগ্রস্ত শ্রমিকদের ক্ষতিপূরণ দিতে ৪০ মিলিয়ন ডলারের একটি তহবিল গঠনে সম্মত হয়েছে৷

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ