1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান
ব্যবসা-বাণিজ্য

পোশাক খাতে ‘ডিজিটাল ম্যাপ'

৩১ জুলাই ২০১৭

নানা দুর্ঘটনার কারণে বাংলাদেশের তৈরি পোশাক শিল্পের উপর আন্তর্জাতিক চাপ বাড়ছে৷ শ্রমিক অধিকার নিশ্চিত করা সহ বিভিন্ন বিষয়ে নজর দিতে বলছেন আন্তর্জাতিক ক্রেতা ও শ্রম অধিকার নিয়ে কাজ করা বিভিন্ন আন্তর্জাতিক সংগঠন৷

Bangladesch Arbeiter in der Textilbranche
ছবি: DW/S. Burman

এ সব সংগঠনের অভিযোগ, বাংলাদেশে বড় তৈরি পোশাক কারখানার সাব-কন্ট্রাক্ট পাওয়া ছোট প্রতিষ্ঠানগুলো সম্পর্কে বিস্তারিত তথ্য পাওয়া সহজ নয়৷ সাব-কন্ট্রাক্ট পাওয়া এ সব প্রতিষ্ঠান সম্পর্কে তথ্য দেয়ার ক্ষেত্রে বড় পোশাক নির্মাতারা স্বচ্ছতা অবলম্বন করেনা৷ ফলে সেসব প্রতিষ্ঠানে কর্মরত শ্রমিকদের দিয়ে দীর্ঘসময় কাজ করানো ও তাদের কম মজুরি দেয়ার অভিযোগ রয়েছে৷

এসব অভিযোগের প্রেক্ষিতে ‘ডিজিটাল আরএমজি ফ্যাক্টরি ম্যাপিং ইন বাংলাদেশ' বা ডিআরএফএম-বি নামে একটি প্রকল্প শুরু হয়েছে৷ এর আওতায় দেশের সব পোশাক কারখানার বিস্তারিত তথ্য নিয়ে একটি ‘ডিজিটাল ম্যাপ' তৈরি করা হবে৷ সবার জন্য উন্মুক্ত এই ম্যাপের সাহায্যে যে কেউ সহজেই অনলাইনে কোনো পোশাক নির্মাতা সম্পর্কে নানান তথ্য পাবেন৷

এ সমস্ত তথ্যের মধ্যে রয়েছে, কারখানার নাম, স্থান, কর্মকর্তা-কর্মচারী ও শ্রমিকদের সংখ্যা, উৎপাদনকারী পণ্যের ধরন, যে সব দেশে পণ্য রপ্তানি করা হয় সেগুলোর নাম, যেসব ব্র্যান্ড পোশাক কিনে থাকে তাদের নাম, কারখানা ভবনের ধরন, কাছাকাছি হাসপাতাল ও ফায়ার সার্ভিস স্টেশন, ট্রেড ইউনিয়নের তথ্য ইত্যাদি৷

প্রকল্পের প্রধান পারভিন এস হুদা বলেন, সাব-কন্ট্রাক্টরদের সম্পর্কে যে অভিযোগগুলো রয়েছে তা দূর করা হবে এই প্রকল্পের একটি অন্যতম উদ্দেশ্য৷

পোশাক কারখানার মালিকদের সংগঠন বিজিএমইএ কার্যালয়ে শনিবার প্রকল্পের উদ্বোধন করেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ৷ প্রকল্পের মেয়াদ ২০২১ সালের মার্চ পর্যন্ত৷ এর আওতায় ২০১৮ সালে ঢাকা অঞ্চলের কারখানাগুলোর তথ্য নিয়ে ডিজিটাল মানচিত্রটি চালু করা হবে৷ এরপর পর্যায়ক্রমে বাকি জেলার কারখানার তথ্য অন্তর্ভুক্ত করা হবে৷ সংশ্লিষ্ট তথ্যগুলো সঠিক ও হালনাগাদ রাখার জন্য ‘ক্রাউডসোর্চ' পদ্ধতি ব্যবহার করা হবে৷

সিঅ্যান্ডএ ফাউন্ডেশনের অর্থায়নে ও বিজিএমইএর সহায়তায় প্রকল্প বাস্তবায়ন করছে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের উদ্যোক্তা উন্নয়ন কেন্দ্র (সিইডি)৷

জেডএইচ/ডিজি (থমসন রয়টার্স ফাউন্ডেশন)

 

ডিজিটাল ম্যাপিং কি পোশাক কারখানার অবস্থার উন্নতি ঘটাতে সাহায্য করবে? লিখুন নিচের ঘরে৷ 

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ