কার্যাদেশ কমায় বাংলাদেশের তৈরি পোশাক খাত বর্তমানে সক্ষমতার মাত্র ৫৫ শতাংশ কাজ করতে পারছে৷ এমন অবস্থা চলতে থাকলে কর্মী ছাঁটাইয়ের পরিস্থিতি হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন বিজিএমইএ সভাপতি রুবানা হক৷
বিজ্ঞাপন
বৃহস্পতিবার পোশাক শ্রমিকদের জন্য করোনা ভাইরাস টেস্টিং ল্যাবের উদ্বোধন উপলক্ষে ভার্চুয়াল সাংবাদিক সম্মেলন করেন তিনি৷ সেখানে এক প্রশ্নের জবাবে বিজিএমইএ সভাপতি তার এই মূল্যায়ন তুলে ধরেন বলে জানিয়েছে বাংলাদেশে ডয়চে ভেলের কনটেন্ট পার্টনার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম৷
তিনি জানান, বিজিএমইএ-র নিবন্ধিত ২২৭৪টি কারখানার মধ্যে ১৯২৬টি চালু আছে৷ ‘‘অনেকে ছাঁটাই নিয়ে প্রশ্ন করছেন৷ ছাঁটাই কিন্তু পহেলা জুন থেকে হবে আসলে৷ এটা একটা অনাকাঙ্খিত বাস্তবতা৷ কিন্তু এই মুহূর্তে কিচ্ছু করার নেই৷ কারণ, শতকরা ৫৫ ভাগ সক্ষমতায় কারখানাগুলো চললে আমাদের পক্ষে ছাঁটাই ছাড়া আর কোনো উপায় থাকবে না,’’ বলেন রুবানা হক৷ তবে পরিস্থিতি ভালোর দিকে গেলে সেই শ্রমিকরা (ছাঁটাই হওয়া) অগ্রাধিকার পাবেন বলেও আশ্বাস দেন তিনি৷
তবে ছাঁটাই প্রসঙ্গে পরবর্তীতে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে রুবানা হক বলেন, ‘‘জুনের মধ্যে ছাঁটাই হবে এমন ঘোষণা আমি দেইনি৷ এ ধরনের শিরোনাম পোশাকখাতে উসকানির একটি চেষ্টা৷ আমি বলেছি, পোশাকখাতে সামগ্রিকভাবে অর্ডার কমে গিয়ে সক্ষমতার ৫৫ শতাংশ কাজ করে চলছে জুন মাসে৷ এর ফলে ছাঁটাইয়ের মতো ঘটনা ঘটতে পারে৷’’
এফএস/এসিবি (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)
২১ মের ছবিঘর দেখুন...
ঈদের আগে বেতনের দাবিতে পোশাক শ্রমিকদের বিক্ষোভ
করোনা সংকট মোকাবেলার কঠিন এ সময়ে সামনে চলে এসেছে ঈদ। অথচ বেতন, বোনাস হয়নি। ঈদ বোনাস আর বকেয়া বেতন পরিশোধের দাবিতে তাই ঢাকার রাস্তায় নেমেছিলেন পোশাক শ্রমিকরা। দেখুন ছবিঘরে..
ছবি: bdnews24.com/M.Z. Ovi
গুলশান ও পোস্তগোলায় বিক্ষোভ
বুধবার কয়েকটি পোশাক কারখানার কয়েকশ শ্রমিক ঢাকার গুলশান এবং পোস্তগোলা এলাকায় বকেয়া বেতন ও ঈদ বোনাসের দাবিতে বিক্ষোভ করেন।
ছবি: bdnews24.com/M.Z. Ovi
রাস্তা অবরোধ
পোস্তগোলায় বুড়িগঙ্গা নদীর তীরে প্রধান সড়ক অবরোধ করেন পোশাক শ্রমিকরা।
ছবি: bdnews24.com/M.Z. Ovi
পুলিশের পিটুনি
রাস্তা থেকে সরে যাওয়ার আহ্বানে সাড়া না দেওয়ায় শ্রমিকদের উপরে প্রথমে লাঠিচার্জ করে পুলিশ।
ছবি: bdnews24.com/M.Z. Ovi
কাঁদানে গ্যাস নিক্ষেপ
শ্রমিকদের ছত্রভঙ্গ করতে একসময় কাঁদানে গ্যাস ছোড়ে পুলিশ।
ছবি: bdnews24.com/M.Z. Ovi
বিক্ষুব্ধ শ্রমিকদের ঢিল
বকেয়া বেতন পরিশোধ ও ঈদ বোনাসের দাবিতে রাস্তায় নামা শ্রমিকদের ওপর পুলিশ কাঁদানে গ্যাস ছুড়লে শ্রমিকরাও একসময় পুলিশকে লক্ষ্য করে ঢিল ছোড়েন।
ছবি: bdnews24.com/M.Z. Ovi
আরো বিক্ষোভ
এর আগে মঙ্গলবার মিরপুরে এপেক্স গ্রুপের পোশাক কারখানার শ্রমিকরাও বকেয়া বেতন ও ঈদ বোনাস পরিশোধের দাবিতে বিক্ষোভ করেন।পোশাক কারখানা কর্তৃপক্ষের পক্ষ থেকে শ্রমিকরা এখনো দাবি আদায়ের প্রতিশ্রুতি পাননি বলে জানিয়েছে ডয়চে ভেলের কনটেন্ট পার্টনার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম। (ফাইল ফটো)