1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

পোশাক শ্রমিকদের মজুরি খুবই কম: জার্মান মন্ত্রী

২৫ জুলাই ২০১৮

জার্মানির পররাষ্ট্র প্রতিমন্ত্রী নিলস আনেন সম্প্রতি বাংলাদেশ সফর করেছেন৷ সেই সফর নিয়ে ডয়চে ভেলেকে দেয়া সাক্ষাৎকারে তিনি রোহিঙ্গা সংকট ও পোশাক শ্রমিকদের ন্যূনতম মজুরি নিয়ে কথা বলেছেন৷

Bangladesch Besuch Niels Annen Staatsminister im Auswärtigen Amt
ছবি: AA/Büro Staatsminister Niels Annen

তিনি বলেন, বাংলাদেশেরপোশাক শ্রমিকদের বর্তমান ন্যূনতম মজুরি খুবই কম৷ তাই শ্রমিকদের আয় বাড়াতে সংশ্লিষ্ট কোম্পানি, কর্তৃপক্ষ ও এনজিওদের সঙ্গে জার্মানি কাজ করছে বলে জানান জার্মান পররাষ্ট্র প্রতিমন্ত্রী৷ তবে এক্ষেত্রে ইউরোপীয় ক্রেতাদেরও কেনাকাটার অভ্যাসে পরিবর্তন আনতে হবে, বলে মনে করেন তিনি৷

বাংলাদেশ সফরে জার্মান পররাষ্ট্র প্রতিমন্ত্রী পোশাক শিল্পের সঙ্গে সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলেন৷ রানা প্লাজা দুর্ঘটনার পর পোশাক কারখানাগুলোর কর্মপরিবেশের কিছুটা উন্নতি হলেও পরিস্থিতি এখনও সন্তোষজনক নয়, বলে মন্তব্য করেন তিনি৷

জার্মান পররাষ্ট্র প্রতিমন্ত্রী আনেন মনে করেন,রোহিঙ্গাদের মিয়ানমারে ফিরে যেতে এখনও অনেক সময় লাগতে পারে৷ তাঁরা নিরাপদে মিয়ানমারে ফিরতে পারবেন বলে এখনও মনে করেন না রোহিঙ্গারা৷ তিনি বলেন, দুর্ভাগ্যজনক হচ্ছে, রোহিঙ্গাদের ফেরার ব্যাপারে মিয়ানমার সরকার ও সাধারণ মানুষের এখনও বেশ আপত্তি আছে৷ সেটি কমাতে ভারত ও চীনের সঙ্গে জার্মানি আলোচনা করছে, বলে জানান জার্মান পররাষ্ট্র প্রতিমন্ত্রী৷

রোহিঙ্গা সংকটের বিষয়টি যেন আন্তর্জাতিক বিশ্বের চোখের আড়ালে পড়ে না যায় সেই বিষয়টি নিশ্চিত করতে চায় জার্মানি৷ জাতিসংঘের মানবাধিকার পরিষদের সদস্য এবং আগামী বছর থেকে নিরাপত্তা পরিষদের সদস্য হিসেবে জার্মানি এই বিষয়ে কাজ করবে বলে জানান আনেন৷ তিনি বলেন, বিশ্বে নতুন কোনো সংকট তৈরি হলে রোহিঙ্গাদের বিষয়টি চাপা পড়ে যেতে পারে বলে আশঙ্কায় আছে বাংলাদেশ৷

রোহিঙ্গাদের ফেরা নিশ্চিত করতে মিয়ানমারকে উপযুক্ত পরিবেশ তৈরি করতে হবে বলে মনে করেন জার্মান পররাষ্ট্র প্রতিমন্ত্রী৷ আন্তর্জাতিক বিশ্বকে এ লক্ষ্যে কাজ করতে হবে বলে জানান তিনি৷

হাও গুই/জেডএইচ

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ