1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান
প্যানোরামাইউরোপ

পোষা কুকুর নিয়ে আকাশে ফরাসি প্যারাগ্লাইডার

১২ জানুয়ারি ২০২৩

অনেকেই প্রকৃতির কোলে মুক্ত জীবনের স্বপ্ন দেখেন৷ ফ্রান্সের এক ব্যক্তি নিজের পোষা কুকুরকে সঙ্গে নিয়ে যাযাবরের জীবনযাত্রা বেছে নিয়েছেন৷ পাহাড়ের উপর প্যারাগ্লাইডিং তাদের নেশা হয়ে উঠেছে৷

Symbolbild | Deutschland | Sommer | Hitzewelle
ছবি: imago images/R. Traut

আদ্রিয়ঁ নিসোঁ শামস নামেই বেশি পরিচিত৷ উকা নামের পোষা কুকুরকে নিয়ে তিনি ফ্রান্সের দক্ষিণে আল্পস পর্বতের উপর গ্লাইডারে চেপে উড়ে যাচ্ছেন৷ আবহাওয়া ভালো থাকলে সপ্তাহে একবার দুজনেই আকাশ ছুঁয়ে আসে৷ শামস বলেন, ‘‘উড়াল খুব ভালো হয়েছে৷ বাতাসের মধ্যে সব কিছু শান্ত ছিল৷ উকা বেশ কৌতূহলী কুকুর, চারপাশে কী হচ্ছে সব সময়ে জানতে চায়৷ ঠিক আমারই মতো৷ আমরা মানুষের পাহাড়ে চড়া দেখি, কাছের সব দৃশ্য দেখি৷ আজও সে রকমই হয়েছে৷ একেবারে অসাধারণ!''

কুকুর ও তার মালিক একটি ভ্যানে থাকে৷ বাসযোগ্য করে তুলতে সেটির মধ্যে অনেক রদবদল করা হয়েছে৷ তবে তারা বেশিদিন কোনো একটি জায়গায় থাকে না৷ আকাশে ওড়ার আগে শামস ভালো করে আবহাওয়া খতিয়ে দেখেন৷

উকার বয়স এখন চার৷ এক বছর আগে শামস তাকে ঘরে এনেছিলেন৷ ডিজিটাল নোম্যাড হিসেবে শামস বলেন, ‘‘আমি জীবনের কঠিন এক পর্যায়ের মধ্যে দিয়ে যাচ্ছিলাম৷ একেবারেই ভালো ছিলাম না৷ গভীর অবসাদের মাঝে এমন এক সঙ্গীর খোঁজ করছিলাম, যে আমাকে সকালে ঘুম থেকে উঠতে বাধ্য করে৷ সকালে আমি কেমন বোধ করি, উকার তাতে কিছু যায় আসে না৷ প্রকৃতির ডাকে তাকে বের হতেই হয়, সে পাহাড়ে যেতে চায়৷ সেটা আমাকে সাহায্য করেছে এবং বেঁচে থাকার আনন্দ ফিরিয়ে এনেছে৷''

চার পায়ের সঙ্গীর জন্য শামস আকাশে ওড়ার বিশেষ এক সরঞ্জাম ডিজাইন করেছেন৷ ২৭ কিলো ওজনের প্রাণীটির নিরাপত্তা নিশ্চিত করা জরুরি৷ উকার তাতে কোনো আপত্তি আছে বলে মনে হয় না৷

আবার বেরিয়ে পড়ার পালা৷ লা রোশ দেজার্নোর কাছে প্রায় ৩০০ মিটার উঁচ্চতায় গন্তব্যে পৌঁছতে প্রায় আড়াই ঘণ্টা ট্রেক করতে হয়৷ সেই পথ অতিক্রম করতে সাধারণত ২০ মিনিট সময় লাগে৷

কুকুর নিয়ে আকাশে ওড়া

04:24

This browser does not support the video element.

২০১০ সালে শামস নিজের জীবনে আমূল পরিবর্তন আনেন৷ রাতারাতি সব কিছু ছেড়ে দিয়ে তিনি প্রকৃতির মধ্যে বাঁধনহীন জীবন বেছে নেন৷ এমনকি কম্পিউটার গ্রাফিক্স নিয়ে পিএইচডিও মাঝপথে ছেড়ে দেন তিনি৷ গত এক বছর ধরে প্যারাগ্লাইডার নিয়ে ওড়া অভ্যাসে পরিণত হয়েছে৷ শামস মনে করেন, ‘‘উকার সঙ্গে ওড়া মোটেই তেমন বিপজ্জনক নয়৷ প্যারাগ্লাইডিং অনেকটা সাইকেল চড়ার মতো৷ ঢালু পথে সাইকেল চালানোও বিপজ্জনক হতে পারে৷''

শামস ও উকা প্রায় দেড় হাজার মিটার উচ্চতায় নিজেদের গন্তব্যে পৌঁছে গেছে৷ উড়াল শুরু করার আগে শামস সরঞ্জাম পরীক্ষা করে নিলেন৷ নিরাপত্তা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ৷ উপত্যকার উপর প্রায় দশ মিনিট ধরে ওড়ার সুযোগ রয়েছে৷ শামস ও উকা পরস্পরের সঙ্গে সফলভাবে প্রায় ৩০টি উড়ালে অংশ নিয়েছে৷ নিজের অনুভূতি ব্যাখ্যা করে শামস বলেন, ‘‘আমার খুব ভালো লাগছে৷ অনেকে শুধু ট্রেকিং পছন্দ করেন৷ আমরা প্রথমে হাঁটি, তারপর আকাশে উড়ি৷ আমাদের কাছে সেটা অন্য যে কোনো কার্যকলাপের মতো স্বাভাবিক৷ তাছাড়া হাঁটার চেয়ে নীচে উড়ে যাওয়া অনেক বেশি আরামদায়ক৷''

দুই স্বাধীনচেতা অ্যাডভেঞ্চারার পরস্পরকে খুঁজে পেয়েছে এবং আনন্দ দিচ্ছে৷ মাত্র এক বছরের মধ্যে কুকুর ও মালিকের মধ্যে এমন ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে উঠেছে, যে আলপ্সের উপর দিয়ে ওড়ার সময়েও সুন্দর বোঝাপড়া সৃষ্টি হচ্ছে৷

কাই হর্স্টমায়ার/এসবি

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ