1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

পোস্টার যার হাতে শিল্প হয়ে ওঠে

২৬ সেপ্টেম্বর ২০১৭

ইওজেফ বয়েস-এর ছাত্রী কাটারিনা সিফ্যার্ডিং-এর শিল্পকলা মানে প্ল্যাকার্ড সাইজের ছবি, যেখানে আলোকচিত্র ও ছাপার হরফে কোনো না কোনো রাজনৈতিক বক্তব্য রাখা হয়েছে৷

Käthe-Kollwitz-Preis geht an Katharina Sieverding
ছবি: picture alliance/dpa/F.Gambarini

যাঁর হাতে পোস্টারই শিল্প

02:19

This browser does not support the video element.

কাটারিনা সিফ্যার্ডিং-এর শিল্পকলা আকারে বড়, খুবই বড়: কিন্তু এ ধরনের ছবিই তাঁকে খ্যাতি এনে দিয়েছে৷ তাঁর ছবির বাণী কখনো পীড়াদায়ক, আবার কখনো প্ররোচনামূলক কিংবা শুধুই অদ্ভুত৷ কাটারিনা গত ৫০ বছর ধরে সমাজকে সচেতন করে তোলার কাজে তাঁর শিল্পকলাকে ব্যবহার করছেন৷

কাটারিনা বলেন, ‘‘দুনিয়ায় যা কিছু ঘটে, আমি তা নিয়ে প্রতিদিন চিন্তাভাবনা করি৷ আমার শিল্পকলার একটা রাজনৈতিক দিক আছে বলে আমার ধারণা৷''

তাঁর সবচেয়ে পরিচিত শিল্পকর্মগুলির মধ্যে পড়ে ‘ডয়েচলান্ড ভিয়র্ট ডয়চার' – অর্থাৎ ‘জার্মানি আরো জার্মান হয়ে উঠছে'৷ ১৯৯০ সালে ‘ডি সাইট' পত্রিকার এই শীর্ষকটিকে নিয়ে ১৯৯৩ সালে কাটারিনা যে প্ল্যাকার্ডটির নকশা করেন, তাতে পুনরেকীকৃত জার্মানিতে উগ্র দক্ষিণপন্থি কার্যকলাপ বৃদ্ধির দিকে ইঙ্গিত করা হয়েছে৷ 

কাটারিনার বক্তব্য: ‘‘আমি যে এখানে স্বভাবতই রাজনৈতিক মতামত ও ধ্যানধারণার রাজত্বে এসে পড়ি, এ ধরনের শিল্পকর্মের প্রকৃতিই হলো তাই৷ অপরদিকে রাজনৈতিক প্রচারণার সঙ্গে এর কোনো সম্পর্ক নেই৷''

বার্লিনের শিল্পকলা অ্যাকাডেমিতে কাটারিনা সিফ্যার্ডিং-এর সর্বাধুনিক ইনস্টলেশনটির নাম ‘টেস্টকাট্স': এখানে যে সাদাকালো ছবিগুলি বদলে বদলে যাচ্ছে, সেগুলিতে ৭২ বছর বয়সি কাটারিনার নিজের জীবনকাহিনির একাংশ ধরা আছে৷ এককালে ইওসেফ বয়েস-এর কাছে ভাস্কর্য শিখেছিলেন কাটারিনা – তাঁর জীবনদর্শনেও যার ছাপ রয়ে গেছে৷

কাটারিনা বলেন, ‘‘মনোভাব বলতে একচেটিয়া যা কিছু, যেরকম স্বীকৃতি বা সাফল্য....তাতে আমার  কোনো আগ্রহ নেই৷ কেননা তাহলে বার বার সেই পুরনো ছকে ফিরে যেতে হয়৷''

দুনিয়া সম্পর্কে কাটারিনার অনেক আপত্তি থাকলেও তিনি নিজেকে নিয়ে সন্তুষ্ট; কাজেই তাঁর পক্ষে এই মনোভাবই স্বাভাবিক৷

ক্রিস্টিয়ান টিৎসে/এসি

 

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ