মাস্ক কি স্ট্যাটাসের প্রতীক? হ্যাঁ, করোনাকালে ইসরায়েলে এক গহনার দোকানে সেরকমই একটি মাস্ক তৈরি হচ্ছে যার মূল্য দেড় মিলিয়ন ডলার বা প্রায় পৌনে ১৩ কোটি টাকা!
বিজ্ঞাপন
বিশ্বের সবচেয়ে মূল্যবান মাস্ক তৈরি করতে গহনা ডিজাইনারকে দিয়েছে সাংহাইয়ের একজন চীনা ব্যবসায়ী৷ যার মূল্য হবে দেড় মিলিয়ন ডলার বা প্রায় এক দশমিক তিন মিলিয়ন ইউরো৷ বিশেষ মাস্কটি তৈরিতে ব্যবহার হবে ১৮ ক্যারেট গোল্ড এবং এতে বসানো হবে দ্যুতি ছড়ানো ৩৬০০টি হীরা৷ ইভেল কোম্পানীর কর্মী শ্যারন ক্যারো তথ্যটি জার্মান সংবাদ সংস্থাকে জানায় গত সোমবার৷ স্পেশাল মাস্ক তৈরির কাজটি করার জন্য পরিকল্পনা করা হয়েছে পঁচিশজন জুয়েলারী এবং হীরা বসানোর কাজে পারদর্শী কর্মীর৷
সোনা আর হীরাতে মোড়ানো স্পেশাল মাস্ক অর্ডার দেয়ার আগে ক্রেতা তার তিনটি বিশেষ ইচ্ছের কথা জানিয়েছেন৷ তাঁর মাস্কটি হতে হবে বিশ্বের সবচেয়ে মূল্যবান এবং আকর্ষণীয় মাস্ক৷ ৩১ ডিসেম্বরের আগেই মাস্কটি তৈরি হতে হবে৷ এবং মাস্কের ভেতর টাইপ এন ৯৯ এর ফিল্টার থাকতে হবে যা পরিবর্তন করা যাবে এবং করোনার ভাইরাস থেকে সুরক্ষা করতে পারে৷
এনএস/কেএম (ডিপিএ)
জনপ্রিয় চলচ্চিত্রে ‘মাস্ক’
পুরো মুখ ঢাকা হোক বা আংশিক অনেক চলচ্চিত্রেই মাস্ক বা মুখোশ গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে৷ জরো থেকে জোকার-চলচ্চিত্রের মুখোশগুলো পপ সংস্কৃতির আইকনে পরিণত হয়েছে৷ ছবিঘরে থাকছে এমন কয়েকটি বিখ্যাত চলচ্চিত্রের কথা৷
ছবি: picture-alliance/Keystone
জরো’র একশ বছর
সাহিত্য নির্ভর ‘দ্য মার্ক অফ জরো’ চলচ্চিত্রটি ঠিক একশ বছর আগে নির্মাণ হয়েছিল এবং অন্য সব সুপারহিরো চলচ্চিত্রের মত এই চলচ্চিত্রে জরো তার পরিচয় লুকিয়েছিলেন মুখোশের আড়ালে৷ মাস্ক পরা কোন চরিত্র নিয়ে নির্মিত এটাই প্রথম সিনেমা৷ উপরের ছবিটি ১৯৯৮ সালে আগের মুভির নতুন সংস্করণ ‘দ্য মাস্ক অব জরো’র৷
ছবি: Imago/Prod.DB
দ্য এলিফেন্ট ম্যান
ডেভিড লিঞ্চের এই ছবিটি আশির দশকে নির্মিত৷ একটি বাস্তব ঘটনার আলোকে নির্মিত মুভিতে দেখা যায় মানুষের টিপ্পনি থেকে বাঁচতে একজন সাধারণ মানুষ তার ত্রুটি ঢাকতে বেছে নেয় হাতির মুখোশ৷ একটি লিনেন কাপড়ে পুরো মাথা ঢাকা৷ কেবল শ্বাসপ্রশ্বাসের জন্য আছে একটি ফুটো৷
ছবি: picture-alliance/United Archives/IFTN
সুপারহিরো মিথ: ব্যাটম্যান কোম্পানি
আধুনিক বেশিরভাগ কমিক বইতে সুপারহিরোদের মুখোশ থাকে৷ যে মুখোশের আড়ালে থেকে তারা ভালো কাজ করেন৷ জরো, ব্যাটম্যান ডিসি কমিকদের সবচেয়ে জনপ্রিয় চরিত্র, যাদের মুখের কেবল উপরের অংশ ঢাকা থাকে৷ ১৯৯৭ সালের এই মুভিতে জর্জ ক্লুনি হয়েছেন ব্যাটম্যান৷
ছবি: picture-alliance/dpa/Warner Bros.
মুখোশের আড়ালে নারী: ক্যাট ওম্যান
ব্যাটম্যানের প্রেয়সী এবং বিরোধী এই নারী মুখোশের আড়ালে নিজের পরিচয় লুকিয়ে রাখেন৷ ২০০৪ সালে অ্যান্টি-হিরোইন ক্যাট ওম্যান চরিত্রে অভিনয় করেছিলেন হ্যালি বেরি৷
ছবি: picture-alliance Everett Collection
‘দ্য ম্যান ইন দ্য আয়রন মাস্ক’
আলেকসান্দার দ্যুমার ১৮৪৪ সালে লেখা বিখ্যাত ক্লাসিক ‘দ্য থ্রি মাস্কেটিয়ার্স’ নিয়ে বেশ কয়েকটি চলচ্চিত্র হয়েছে৷ এর সিক্যুয়াল ‘ভিকমতে ডি ব্রাগেলনে’ ‘দ্য ম্যান ইন দ্য আয়রন মাস্কের’ মত বেশ কয়েকটি চলচ্চিত্রের জন্ম দিয়েছে৷ এখানে লিওনার্দো ডি ক্যাপ্রিওকে দেখা যাচ্ছে নিজের মাস্কের দিকে তাকিয়ে থাকতে৷
ছবি: imago
স্ক্রিম অ্যান্ড কোম্পানির হরর মাস্ক
রহস্যময় সিরিয়াল কিলারদের হরর সিনেমাগুলোতে নানা মাস্ক ব্যবহার করতে দেখা যায়৷ ১৯৯৬ সালের ‘স্ক্রিম’ ছবির দৃশ্য এটি৷
গ্যাংস্টার মুভিগুলোতেও মাস্কের ব্যবহার লক্ষ্য করা যায়৷ বেশিরভাগ সময় তিন ছিদ্রের ডাকাতি মুখোশ বালাক্লাভা পরতে দেখা যায়৷ ২০১৫ সালের জার্মান মুভি ভিক্টোরিয়ার দৃশ্য এটি৷
ছবি: picture-alliance/dpa/Senator Film
ভি ফর ভেনদেত্তা
১৬০৫ সালে ব্রিটিশ পার্লামেন্ট বোমা মেরে উড়িয়ে দেয়ার পরিকল্পনা ছিলো ক্যাথলিক মৌলবাদী গাই ফকস এর৷ এই মুখোশটি তার নামে পরিচিত৷ ২০০৫ সালে ‘ভি ফর ভেনেদেত্তা’ ছবিতে এই মাস্ক দেখা যায়৷ এরপর তা বিভিন্ন সময় প্রতিবাদে ব্যবহার হয়েছে, যা এখন আইকনে পরিণত হয়েছে৷