1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

নৌকা-ধানের শীষের লড়াই

হারুন উর রশীদ স্বপন, ঢাকা৩০ ডিসেম্বর ২০১৫

২০০৮ সালের পর এই প্রথম, আওয়ামী লীগ ও বিএনপি দলীয় প্রতীক নিয়ে পৌর নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করল৷ এ সময় বিচ্ছন্ন সহিংসতায় চট্টগ্রামের সাতকানিয়ায় একজন নিহত হয়৷ পাওয়া যায় জালভোটের অভিযোগ৷ এ জন্য পরস্পরকেই দায়ী করে দু’টি দল৷

Bangladesch Parlamentswahlen
ছবি: AFP/Getty Images

২৩৪টি পৌরসভার সবগুলোতেই আওয়ামী লীগের মেয়র প্রার্থীরা প্রতিদ্বন্দ্বিতা করেছেন নৌকা প্রতীক নিয়ে৷ এর বিপরীতে বিএনপির মেয়র প্রার্থীরা ধানের শীষ প্রতীকে ২২৩টি পৌরসভায় প্রতিদ্বন্দ্বিতা করেছেন৷

আওয়ামী লীগ, বিএনপি ও জাতীয় পার্টিসহ ২০টি রাজনৈতিক দলের ৬৬০ জন প্রার্থী মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করেন৷ নিবন্ধন বাতিল হওয়ায় দলীয়ভাবে এ নির্বাচনে অংশ নিতে না পারলেও, জামায়াত স্বতন্ত্র প্রার্থী দেয় বেশ কিছু পৌরসভায়৷

শান্তনু মজুমদার

This browser does not support the audio element.

নির্বাচনে ৩৫টি ভোটকেন্দ্রে ভোটগ্রহণ স্থগিত করা হয়৷ বিভিন্ন জায়গায় সংঘর্ষে একজন নিহত এবং ৫০ জন আহত হন৷ আর সহযোগিতার অভিযোগে আইন-শৃঙ্খলা বাহিনীর ২৫ সদস্যকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়৷ এছাড়া নরসিংদির মাধবদি পৌরসভার নির্বাচন বাতিল করে নির্বাচন কমিশন৷

বিএনপির অভিযোগর ২৩৪টি কেন্দ্র থেকে তাদের পোলিং এজেন্টকে বের করে দেয়া হয়েছে৷ বিএনপি নেতা রুহুল কবির রিজভী অভিযোগ করেন, ‘‘সহিংসতা এবং প্রশাসনের সহায়তায় আওয়ামী লীগের লোকজন প্রকাশ্যে নৌকা প্রতীকে সিল মেরেছে৷''

তবে প্রধানমন্ত্রীর উপদেষ্টা এইচটি ইমাম এই অভিযোগ অস্বীকার করে বলেন, ‘‘বিএনপি-জামাত নির্বাচনে সহিংসতা এবং কারচুপি করেছে৷''

অভিযোগ অবশ্য জাতীয় পার্টিরও আছে৷ তাদের অভিযোগ, জাতীয় দলের ১৭৪ জন পোলিং এজেন্টকে কেন্দ্র থেকে বের করে দেয়া হয়েছে৷

এদিকে এবারের নির্বাচন নিয়ে মন্তব্য করতে গিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়েরর রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষক ড. শান্তনু মজুমদার ডয়চে ভেলেকে বলেন, ‘‘আগের নির্বাচনের চেয়ে (২০১৪ ) এবারের নির্বাচন ভালো হয়েছে৷ তবে এটাকে ‘উত্তম' বলা যাবে না৷''

তিনি বলেন, ‘‘নির্বাচনে সহিংসতার ঘটনার বড় একটি অংশ রাজনৈতিক নয়, স্থানীয়৷ তবে এটা ইতিবাচক যে, দলগুলো নির্বাচনের ধারায় ফিরে আসছে৷''

প্রসঙ্গত , এবারই প্রথম দলীয় প্রতীকে স্থানীয় সরকার নির্বাচন হলো৷ ২০০৮ সালের জাতীয় নির্বাচনে বিএনপি সর্বশেষ দলীয় প্রতীক নিয়ে নির্বচন করে৷ ২০১৪ সালের ৫ই জানুয়ারির জাতীয় নির্বাচন বর্জন করে তারা৷ এরপর এই প্রথম কোনো নির্বাচনে আওয়ামী লীগ ও বিএনপি দলীয় প্রতীক নিয়ে মুখোমুখি হলো৷

বন্ধুরা, আপনি কি ভোট দিয়েছেন? ভোটকেন্দ্রে কোনোরকম সহিংসতা কি আপনার চোখে পড়েছে?

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

আরো সংবাদ দেখান
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ