1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

পৌর নির্বাচন: ঘুরে দাড়াল বিএনপি

১৯ জানুয়ারি ২০১১

পৌর নির্বাচনে মূলত আওয়ামী লীগ ও বিএনপি হাড্ডা-হাড্ডি লড়াই করছে৷ তবে গত জাতীয় নির্বাচনের তুলনায় বিএনপি তার অবস্থান সংহত করেছে৷ আর আওয়ামী লীগ চেষ্টা করেছে তাদের অবস্থান ধরে রাখতে৷

আসল জরিপ হল ভোট (ফাইল ফটো)ছবি: Mustafiz Mamun

মঙ্গলবার চট্টগ্রাম ও সিলেট বিভাগের ৫৮টি পৌরসভার নির্বাচনে ৫৪টির ফলাফলে বিএনপি এগিয়ে আছে৷ বিএনপির প্রার্থীরা মেয়রপদে ২৫টি পৌরসভায় জয়ী হয়েছে৷ আর আওয়ামী লীগের প্রার্থীরা জয়ী হয়েছে ২১টি পৌরসভায়৷ নির্বাচনে কারচুপি ও ভোটকেন্দ্র দখলের অভিযোগে বুধবার বৃহত্তর নোয়াখালী এলাকায় সকাল-সন্ধ্যা হরতাল পালন করছে বিএনপি৷

দেশের ৭টি বিভাগের ২৩৬টি পৌরসভার নির্বাচনের ফলাফলে এককভাবে বিএনপি সর্বোচ্চ ৯২ এবং বিদ্রোহী মিলিয়ে ১০৩টি পৌরসভায় মেয়রপদে জয়ী হয়েছে৷ আর আওয়ামী লীগ এককভাবে ৮৮ এবং বিদ্রোহী মিলিয়ে ১১০ পৌরসভার মেয়র পদে বিজয়ী হয়েছে৷ স্বতন্ত্রসহ অন্যান্যরা জয়ী হয়েছেন ২৩ পৌরসভায়৷

এই পৌর নির্বাচন সরকারের জন্য একটি সিগন্যাল বলে মনে করেন বিশ্লেষকরা৷ রাজনীতির বিশ্লেষক ড. আসিফ নজরুল জানান, নির্বাচনকে সরকার যদি মধ্যবর্তী নির্বাচনের মত বিবেচনায় নিয়ে ভবিষ্যৎ কর্মপরিকল্পনা ঠিক করে তাহলে শাসক দল আওয়ামী লীগ এবং সরকার উভয়ের জন্য মঙ্গল৷ কারণ আর কেউ নয়, সাধারণ মানুষ সরকারকে তাদের মনোভাব জানিয়েছে৷ তিনি বলেন, এই নির্বাচনে দু'একটি ঘটনা বাদ দিলে নির্বাচন কমিশন তার দক্ষতা ও নিরপেক্ষতার পরিচয় দিয়েছে৷ আইন-শৃংখলা বাহিনীসহ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ভূমিকা প্রশংসার দাবী রাখে বলে তিনি মত দিয়েছেন৷

অন্যদিকে সরকারের মধ্যবর্তী সময়ে এই হোঁচট স্বাভাবিক বলে মনে করেন আওয়ামী লীগ নেতা এবং বিশ্লেষক সুভাষ সিংহ রায়৷ তাঁর মতে সরকারের সব উদ্যোগের ফল এখনো দৃশ্যমান নয়৷ এর জন্য সময় লাগবে৷ প্রধানমন্ত্রী জাতির উদ্দেশ্যে তাঁর দেয়া ভাষণে এ বিষয়টি স্পষ্ট করেছেন৷ সুভাষ সিংহ রায়ের মতে সরকারের সব পদক্ষেপের ফলাফল যখন দৃশ্যমান হবে তখনই সরকারের সাফল্য বোঝা যাবে৷

প্রতিবেদন: হারুন উর রশীদ স্বপন, ঢাকা

সম্পাদনা: অরুণ শঙ্কর চৌধুরী

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ