1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

প্যারট ফিশ

হলগার ত্রেচাক/এআই৩০ জুন ২০১৫

প্রবাল প্রাচীরের সঙ্গে প্যারট ফিশের কি কোনো সম্পর্ক আছে? বিজ্ঞানীরা বলছেন আছে৷ বিশ্বের কিছু অঞ্চলে প্যারট ফিশের পরিমাণ কমে যাওয়ায় ধ্বংস হয়ে যাচ্ছে প্রবাল প্রাচীর৷ আর তাই প্রয়োজন মাছ বাঁচিয়ে রাখা, প্রকৃতির স্বার্থে৷

Teaser Papageifisch ohne Logo
ছবি: Ronaldo Francini-Filho

জুসন কাজুয়েরো, যারা ডাক নাম জা, দু'ঘণ্টা চেষ্টা করে অল্প কিছু মাছ ধরেছেন৷ দুঃখের বিষয় সবগুলো মাছই ছোট, একটিও প্রাপ্তবয়স্ক নয়৷ এগুলো বেচে তার নৌকার তেল খরচ উঠবে কিনা সন্দেহ আছে৷

প্যারট ফিশ ধরা জা-এর জন্য অন্য মাছ ধরার চেয়ে তিনগুন বেশি লাভজনক৷ এগুলোর মাংস বেশি নরম নয়, ফিলেট হিসেবে চমৎকার৷ এসব মাছের মাংস ছাড়া বাকিটা তার দরকার হয়না৷

তবে পরিবেশবিদরা উদ্বিগ্ন৷ গত এক দশক ধরে কনসারভেশন ইন্টারন্যাশনাল গবেষণা করছে, কেন প্রবাল প্রাচীর ব্যাপক ক্ষতির শিকার হচ্ছে৷ দীর্ঘ সময় এটা ভাবা হয়েছিল পানির পিএইচ লেভেলের কারণে হয়ত এটা হচ্ছে৷ কিন্তু এখন দেখা যাচ্ছে শুধুমাত্র প্যারট ফিশের অভাবের কারণে এটা হচ্ছে৷

ব্রাজিলের শীর্ষ রিফ বিশেষজ্ঞরা এখন বুঝতে পেরেছেন প্রবাল প্রাচীর রক্ষা করতে চাইলে প্যারট ফিশও বাঁচাতে হবে৷ ১০০ কিলোমিটার লম্বা আব্রোলোস হচ্ছে দক্ষিণ আমেরিকার সবচেয়ে বড় প্রবাল প্রাচীর৷ এই ট্যুরে দু'টো প্রাচীর পরীক্ষা করা হচ্ছে৷ এদের একটিতে মাছ ধরা যায়৷ অন্যটিতে নিষিদ্ধ৷

রোনাল্ডো ফ্রান্চিনি এখনকার পানি মনিটর করছেন৷ তিনি মাছের প্রজাতি, প্রবাল শ্রেণি এবং শ্যাওলার ঘনত্বের হিসেব রাখছেন৷ তিনি স্পষ্ট দেখতে পাচ্ছেন, যে এখানে সম্প্রতি ব্যাপক হারে মাছ ধরা হয়েছে৷

প্যারট ফিশ জা-এর মতো জেলেদের জীবনে সচ্ছলতা এনে দিয়েছে৷ এখন তারা এটা হারাতে চান না৷ তারা এখন তাদের নৌকার জন্য ইঞ্জিন কিনতে পারেন৷ ফলে দ্রুত তীরে ফিরে আসা যায়৷ ১৫ বছর আগে জা-এর বাবা ইউসুফ প্রথম প্যারট ফিশ ধরা শুরু করেন৷ তিনি বলেন, শুরুর দিকে পর্যাপ্ত বড় মাছ ছিল৷ পরবর্তীতে সেগুলো খাওয়া ফ্যাশনে পরিণত হয়৷

অন্যদের মতো জা-ও জানেন ৫০ সেন্টিমিটার বড় না হওয়া পর্যন্ত এ সব মাছ প্রজনন ক্ষমতা অর্জন করে না৷ তবে বাকি সবার মতো তিনিও মনে করেন, মাছ ধরায় নিষেধাজ্ঞা মোটেই সমাধান হতে পারে না৷ তবে শেষ পর্যন্ত নিষেধাজ্ঞা আসতেও পারে৷ গবেষকরা এমন এক জায়গায় গিয়েছেন যেখানে পাঁচ বছর আগে মাছ শিকার নিষিদ্ধ হয়৷ শুরুতে তারা বড় মাছ দেখেননি৷ কিন্তু পরে বুঝতে পারেন পরিস্থিতি বদলাচ্ছে৷ এখানে প্রাপ্তবয়স্ক মাছ রয়েছে৷ নিষেধাজ্ঞায় মনে হচ্ছে কাজ হয়েছে৷

স্বাস্থ্যবান প্রবাল প্রাচীর দেখতে সুন্দর৷ এটা এমন জায়গা যেখানে প্যারট ফিশ নিরাপদে বাড়তে পারে৷ সব জায়গা এমন করতে চাইলে অনেক কাজ এবং ধৈর্য্য প্রয়োজন৷ আর সে কাজ পানির চেয়ে মাটিতে বেশি৷

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ