1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

‘পাখির মতো আকাশে ওড়া’

মিরিয়াম ডাগান/এসি১০ মে ২০১৪

পশ্চিমি দুনিয়ায় ‘প্যারাগ্লাইডিং’ বা ‘হ্যাং-গ্লাইডিং’ ‘স্পোর্ট’ বা খেলাধুলা হিসেবেই গণ্য৷ অন্য সব স্পোর্টের মতো প্যারাগ্লাইডিং-এর প্রশিক্ষক, পেশাদার, সব কিছুই আছেন৷ যেমন ফ্রান্সের দক্ষিণে আল্পস পর্বতাঞ্চলে৷

Bildergalerie Aussichtsplattformen der Welt
ফাইল ফটোছবি: JEAN-PIERRE CLATOT/AFP/Getty Images

হ্যাং-গ্লাইডারে চড়ে আকাশে, বাতাসে ভেসে যেতে ভালো লাগে কারোলিন ব্রিইয়ে-র, মাটির পৃথিবী ছেড়ে মুক্তাকাশে৷ গত বিশ বছর ধরে আল্পস পর্বতমালার ফরাসি অংশে প্যারাগ্লাইডিং করে আসছেন ৪৬ বছর বয়সের এই মহিলা৷

শেষমেষ কারোলিন-এর নেশাই হয়ে দাঁড়িয়েছে তাঁর পেশা৷ পর্যটকদের ট্যান্ডেম ফ্লাইটে সঙ্গে নিয়ে আকাশে ওঠেন, হ্যাং-গ্লাইডিং-এর কোর্সও দেন৷ প্যারাগ্লাইডিং-এর প্রশিক্ষক কারোলিন ব্রিইয়ে বলেন, ‘‘মানুষের পাখির মতো ওড়ার সবচেয়ে সহজ পন্থা হল প্যারাগ্লাইডিং৷ তাই আমি পাখির মতো উড়তে উড়তে নীচের দৃশ্য দেখতে ভালোবাসি৷ যেন ম্যাজিক! অন্য মানুষদের সঙ্গে নিয়ে ওড়াটা একটা দারুণ অভিজ্ঞতা৷ তাদের প্রথম ওড়ার অভিজ্ঞতা৷ আমার নিজের প্রথমবার প্যারাগ্লাইডিং করার কথা মনে আছে৷ সেই আনন্দ আজ অন্যদের দেওয়াটা একটা আশ্চর্য অভিজ্ঞতা৷ দিনে একাধিকবার আমার সেই অভিজ্ঞতা হয়৷ তাই আজও আমার প্যারাগ্লাইডিং-এর নেশা কাটেনি৷''

পশ্চিমি দুনিয়ায় ‘প্যারাগ্লাইডিং’ বা ‘হ্যাং-গ্লাইডিং’ ‘স্পোর্ট’ বা খেলাধুলা হিসেবেই গণ্যছবি: DW/Kirchhoff

প্যারাগ্লাইডিং-এর ভয়-ভীতি

সকাল দশটা নাগাদ কারোলিন স্কিইং করার স্লোপের প্রান্তে প্যারাগ্লাইডারদের ওড়ার জায়গাটিতে যান৷ দেখা যায়, দিনের প্রথম গ্রাহক এখানেই তাঁর জন্য অপেক্ষা করছেন৷ যেমন সোফিয়া দালমিনা ব্রাজিল থেকে ফ্রান্সে এসেছেন ছুটি কাটাতে আর স্কিইং করতে৷ কীভাবে যেন কারোলিন আর তাঁর তিনজন কর্মী-বিশিষ্ট সংস্থার খবর পেয়ে সঙ্গে সঙ্গে ‘বুক' করেন৷ প্যারাগ্লাইডিং-এ স্টার্টের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশটি হল, কোনোরকম ভয় ছাড়া ট্রেনারের সঙ্গে দৌড়ানো৷ বাকি সব কিছুর দায়িত্ব কারোলিনের৷ কারোলিন বলেন, ‘‘সকলেরই আকাশে উঠতে ভয় করে৷ সকলের পক্ষেই ওটা একটা মানসিক চাপ, কাজেই আমার কাজের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হল এটা নিশ্চিত করা যে, মানুষজন যেন টেক-অফের আগে আরো হালকা, আরো নিশ্চিন্ত বোধ করে৷ তখন তাদের উড়তে ভালোই লাগে৷ কিন্তু যে মুহূর্তে তারা আমার কাছে আসছে, সেই মুহূর্ত থেকে টেক-অফ পর্যন্ত সময়টাই হল আসল৷''

পাহাড়ি এলাকায় প্যারাগ্লাইডিং-এর জন্য বাতাস না থাকাটাই শ্রেয়৷ সে ক্ষেত্রে পাইলট তার উড়ালপথ নিখুঁতভবে আন্দাজ করতে পারেন৷ বিশ মিনিট আকাশে থাকার পর প্যারাগ্লাইডার নীচের ভ্যালিতে ল্যান্ড করে৷ সোফিয়া দালমিনা'র অনুভূতি: ‘‘বেশ শান্তিতেই ওড়া যায়৷ বাতাস অনুভব করা যায়, নীচের অপরূপ দৃশ্য দেখা যায়, পাহাড় কিংবা শহর৷ খুবই সুন্দর৷ খুবই শান্ত, অচঞ্চল৷''

একবার ওড়ার খরচ ১০০ ইউরো

মঁ ব্লঁ পর্বতচূড়ার কাছের এলাকাটি প্যারাগ্লাইডারদের কাছে খুব প্রিয়৷ ট্যান্ডেমে প্যারাগ্লাইডিং করলেও আকাশে গতিবেগ ওঠে ঘণ্টায় ৫০ কিলোমিটার অবধি৷ ফ্রান্সে প্যারাগ্লাইডিং শেখাতে হলে লাইসেন্স থাকা দরকার৷ কারোলিন ব্রিইয়ে স্বয়ং ২২ বছর আগে প্যারিস থেকে ফরাসি আল্পসে এসেছিলেন ছুটি কাটাতে৷ প্যারাগ্লাইডিং-এর ভক্ত হয়ে পড়ে এখানেই থেকে যান৷ আজ তিনি নিজেই পর্যটকদের প্যারাগ্লাইডিং ও স্পিড-রাইডিং-এর প্রশিক্ষণ দিয়ে থাকেন৷ স্পিড-রাইডিং হল প্যারাগ্লাইডিং-এর মতোই, তবে স্কি নিয়ে৷ ‘‘একমাত্র মুশকিল হল, মানুষজন যখন সব কিছু ভুলে থমকে দাঁড়ান, কোনো কিছুতেই তাদের কোনো প্রতিক্রিয়া হয় না৷ এটা হল আমার কাজের একটা সমস্যাকর দিক৷''

প্রতিদিন কারোলিনকে একাধিকবার স্কি স্লোপে চড়তে এবং নামতে হয়৷ কিছু টুরিস্ট তাঁকে আগে থেকেই ‘বুক' করেন, আবার কেউ কেউ স্কি স্লোপে আসবার পরে৷ কারোলিনের সঙ্গে একবার ওড়ার খরচ ১০০ ইউরো৷

মঁ ব্লঁ শিখরের পাদদেশে যে উপত্যকা, তার মধ্যমণি হল শামোনি, স্কি খেলার সুবিখ্যাত স্থান৷ ১৯২৪ সালের শীতকালীন অলিম্পিক্স অনুষ্ঠিত হয়েছিল এখানেই৷ মাত্র ন'হাজার বাসিন্দার শহরটিতে শীতে জড়ো হন প্রায় ১৩ লাখ স্কি-মোদী৷

কারোলিন ব্রিইয়ে সারাক্ষণ নজর রাখেন আবহাওয়া, বিশেষ করে বাতাসের উপর৷ তিনি বলেন, ‘‘আমার রোজগার নির্ভর করে আবহাওয়ার উপর৷ কখনো-সখনো পাহাড়ের উপরে চড়ি ওড়বার আশায়, কিন্তু আবহাওয়া ততোক্ষণে বদলে গেছে৷ কাজেই আমাকে ক্লায়েন্টদের বলতে হয়, সরি, আমাদের স্কি-লিফটে চড়েই আবার নীচে নামতে হবে৷ এই আবহাওয়ায় ওড়াটা নিরাপদ হবে না৷''

আজ কিন্তু সেটা কোনো সমস্যাই নয়: কারোলিন একটির পর একটি উড়াল সম্পন্ন করেছেন৷ তাঁর কাছে প্যারাগ্লাইডিং-এর চেয়ে বেশি আনন্দদায়ক আর কিছু নেই: ‘‘আমি যখন কাজ করি না, তখনও আমি হয় প্যারাগ্লাইডিং, নয়তো স্পিড-রাইডিং কিংবা স্কিইং বা মাউন্টেনিয়ারিং গোছের কিছু একটা করি৷ এই শহরটা আমার কাজের জায়গা বটে, আবার ছুটির জায়গাও বটে৷ নভেম্বরের বড় ছুটিতে আমি মাসখানেকের জন্য অন্য কোথাও যাই, যেখানে আবহাওয়াটা ভালো৷''

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ