1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান
খেলাধুলাফ্রান্স

প্যারালিম্পিকে চীন একে, ভারত ১৮ নম্বরে

৯ সেপ্টেম্বর ২০২৪

ফ্রান্সে রোববার শেষ হলো প্যারালিম্পিক। পদক তালিকায় এক নম্বরে চীন, ভারত ১৮ নম্বরে, বাংলাদেশ পদক পায়নি।

ফ্রান্সে প্যারালিম্পিকের সমাপ্তি অনুষ্ঠানে বাজির আলোয় আলোকিত আকাশ।
ফাল্সে প্যারালিম্পিকের সমাপ্তি অনুষ্ঠান। ছবি: Thibaud MORITZ/AFP

প্রখ্যাত ফরাসি গাইয়েরা গান গাইলেন। ১৬৯ জন প্রতিনিধির প্যারেড হলো। বাজির আলোয় আকাশ উজ্জ্বল হলো। শেষ হলো ফ্রান্সে প্যারালিম্পিকের আসর। 

প্যারিসের মেয়র প্য়ারালিম্পিকের পতাকা তুলে দিলেন আন্তর্জাতিক প্যারালিম্পিক কমিটির প্রেসিডেন্টের হাতে। তিনি তা তুলে দিলেন লস এঞ্জেলসের মেয়রের হাতে। ২০২৮ সালে সেখানেই আবার বসবে প্যারালিম্পিকের আসর। ফ্রান্সে প্যারালিম্পিক শেষ হলো। যাবতীয় প্রতিবন্ধকতা সত্ত্বেও আবার অসাধারণ পারফরমেন্স করলেন প্রতিযোগীরা। তারা দেখিয়ে দিলেন, কীভাবে শারীরিক প্রতিবন্ধকতা জয় করা যায়।

এক নম্বরে চীন

প্যারালিম্পিকের পদক তালিকায় এক নম্বরে আছে চীন। তারা ৯৪টি সোনা জিতেছে। ২০০৪ থেকে তারাই পদক তালিকায় এক নম্বর দেশ। চীনের ত্রীড়াবিদরা ৭৬টি রুপো ও ৫০টি ব্রোঞ্জও জিতেছেন।

ফ্রান্সে শেষ হলো প্যারালিম্পিক, ২০২৮ সালে হবে অ্যামেরিকায়। ছবি: GEOFFROY VAN DER HASSELT/AFP

পদক তালিকায় দুই নম্বরে আছে যুক্তরাজ্য। ৪৯টি সোনা, ৪৪টি রুপো ও ৩১টি ব্রোঞ্জ জিতে নিয়েছেন যুক্তরাজ্যের ক্রীড়াবিদরা।

৩৬টি সোনা, ৪২টি রুপো ও ২৭টি ব্রোঞ্জ নিয়ে যুক্তরাষ্ট্র আছে তিন নম্বরে।

ভারত আছে ১৮তম স্থানে। সাতটি সোনা, নয়টি রুপো ও ১৩টি ব্রোঞ্জ জিতেছেন প্যারালিম্পিকে যোগ দেয়া ভারতীয় ক্রীড়াবিদরা। প্যারালিম্পিকে এত বেশি পদক ভারত আগে কখনো পায়নি।

বাংলাদেশ কোনো পদক জিততে পারেনি।

আয়োজক দেশ ফ্রান্স পেয়েছে ১৯টি সোনা, ২৭টি করে রুপো ও ব্রোঞ্জ। তারা আছে অষ্টম স্থানে।

জিএইচ/এসজি(এপি, এএফপি, রয়টার্স)

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ