1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

রাস্তায় মাছ ধরার হিড়িক

২৮ জুলাই ২০১৪

একটা সময় শহরের প্রধান নদীই ছিল মাছশূন্য৷ সেই দিন আর নেই৷ প্যারিসে এখন নদী তো বটেই, এমনকি এখানে-ওখানে যে খালগুলো রয়েছে সেগুলোতেও অনেক মাছ৷ প্রতিদিন অনেকেই রাস্তায় দাঁড়িয়ে পড়ছেন মাছ ধরতে৷ বঁড়শি ফেলে তুলে নিচ্ছেন বড় মাছ৷

Fischer Fischtrawler Frankreich Archivbild 2011
ফাইল ফটোছবি: Damien Meyer/AFP/Getty Images

ফ্রান্সের রাজধানী শহরটিতে কয়েক বছর আগে সেন নদীতে মাছ ধরাও ছিল অকল্পনীয়৷ ১৯ শতকের আগে এ শহরেই ছিল জেলেদের ছড়াছড়ি৷ ফান গখের অসংখ্য ছবিতে তাঁর প্রমাণও আছে৷ কিন্তু শিল্পায়ন শুরুর পর থেকে প্যারিস থেকে জেলেরা যেমন উধাও হতে থাকেন, তেমনি সেন নদী থেকে মাছও হতে থাকে বিলুপ্ত৷ ১৯৯০ থেকে ২০০১ সাল পর্যন্ত সেন নদী এবং শহরের অন্যান্য খাল পরিষ্কার করার উদ্দেশ্যে বিশাল এক কর্মযজ্ঞ শুরু করেছিল ফরাসি সরকার৷ দশ বিলিয়ন ইউরো খরচ করে নদী আর খালে টলটলে পানি ফিরিয়ে আনার পাশাপাশি মাছ ফিরিয়ে আনারও উদ্যোগ নেয়া হয়৷ সুফলটা দেখা যাচ্ছে প্রতিদিন৷ সেন নদীতে এখন কমপক্ষে ৩০ রকমের মাছ৷ শহরে দেখা যাচ্ছে শত শত আধুনিক মাছ শিকারি৷ জিন্স আর টি শার্ট পরে, চোখে সান গ্লাসটা বসিয়েই বঁড়শি হাতে মাছ ধরতে দাঁড়িয়ে যাচ্ছেন তাঁরা৷ সহজেই মাছ উঠে আসছে বঁড়শিতে৷ ধরে আবার ছেড়েও দিচ্ছেন সেই মাছ!

প্যারিসের রাস্তায় দাঁড়িয়ে ছয় ফুট তিন ইঞ্চি লম্বা এক ক্যাট ফিশ ধরেছেন কুয়েন্টিন নেসপুলাস৷ এত বড় মাছ ধরে তাঁর খুশি আর ধরেনা৷ ফ্রেড মিসনার খুশি তাঁর সামনে দাঁড়ানো ছোট ছোট বাচ্চাগুলোর মাছ ধরায় দক্ষতা দেখে৷ এদের সবাইকে বিনা পয়সায় মাছ ধরা শিখিয়েছেন তিনি৷ ওরা মন দিয়ে শিখেছে, বৈধভাবে মাছ ধরার জন্য লাইসেন্স নিয়েছে এবং অবশেষে দল বেঁধে নেমে পড়েছে মাছ ধরতে৷ মিসনার জানালেন, প্যারিসের রাস্তায় মাছ ধরতে হলে লাইসেন্স থাকাটা জরুরি৷ লাইসেন্স পেয়ে গেলে একটা বঁড়শি আর কিছু মাছ ধরার টোপ নিয়ে নেমে পড়লই হলো, তখন আর মাছ ধরা ঠেকায় কে!

মিসনার আর তাঁর ছাত্র-ছাত্রীরা কেন মাছ ধরছেন? মজা করে খাওয়ার জন্য? মোটেই না৷ মিসনার বললেন, ‘‘প্যারিসে আমরা খাওয়ার জন্য মাছ ধরিনা৷ এখানে আমরা মাছ ধরি মাছ আর প্রকৃতির সঙ্গে সম্পর্ক রাখার জন্য৷'' মজার ব্যাপার হলো, ঘটা করে ধরার পরে মাছগুলো আবার পানিতেই ছেড়ে দেন মিসনার! তাঁর ছাত্র-ছাত্ররাও অনুসরণ করে তাঁকে৷

এসিবি/এসবি (এএফপি)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ