একটা সময় শহরের প্রধান নদীই ছিল মাছশূন্য৷ সেই দিন আর নেই৷ প্যারিসে এখন নদী তো বটেই, এমনকি এখানে-ওখানে যে খালগুলো রয়েছে সেগুলোতেও অনেক মাছ৷ প্রতিদিন অনেকেই রাস্তায় দাঁড়িয়ে পড়ছেন মাছ ধরতে৷ বঁড়শি ফেলে তুলে নিচ্ছেন বড় মাছ৷
বিজ্ঞাপন
ফ্রান্সের রাজধানী শহরটিতে কয়েক বছর আগে সেন নদীতে মাছ ধরাও ছিল অকল্পনীয়৷ ১৯ শতকের আগে এ শহরেই ছিল জেলেদের ছড়াছড়ি৷ ফান গখের অসংখ্য ছবিতে তাঁর প্রমাণও আছে৷ কিন্তু শিল্পায়ন শুরুর পর থেকে প্যারিস থেকে জেলেরা যেমন উধাও হতে থাকেন, তেমনি সেন নদী থেকে মাছও হতে থাকে বিলুপ্ত৷ ১৯৯০ থেকে ২০০১ সাল পর্যন্ত সেন নদী এবং শহরের অন্যান্য খাল পরিষ্কার করার উদ্দেশ্যে বিশাল এক কর্মযজ্ঞ শুরু করেছিল ফরাসি সরকার৷ দশ বিলিয়ন ইউরো খরচ করে নদী আর খালে টলটলে পানি ফিরিয়ে আনার পাশাপাশি মাছ ফিরিয়ে আনারও উদ্যোগ নেয়া হয়৷ সুফলটা দেখা যাচ্ছে প্রতিদিন৷ সেন নদীতে এখন কমপক্ষে ৩০ রকমের মাছ৷ শহরে দেখা যাচ্ছে শত শত আধুনিক মাছ শিকারি৷ জিন্স আর টি শার্ট পরে, চোখে সান গ্লাসটা বসিয়েই বঁড়শি হাতে মাছ ধরতে দাঁড়িয়ে যাচ্ছেন তাঁরা৷ সহজেই মাছ উঠে আসছে বঁড়শিতে৷ ধরে আবার ছেড়েও দিচ্ছেন সেই মাছ!
মাছ খান, সুস্থ থাকুন
মাছে তেমন কোনো চর্বি নেই, রয়েছে প্রচুর প্রোটিন, যা শারীরিক ও মানসিকভাবে মানুষকে ফিট রাখতে সহায়তা করে৷ বলেন খাদ্য বিশেষজ্ঞরা৷
ছবি: DW/Sarah Wiertz
মাংসের বদলে মাছ
আজকাল প্রায়ই লক্ষ্য করা যায় অনেক জার্মানই মাংসের পরিবর্তে নানা ধরণের মাছ খেতে পছন্দ করেন৷ বিশেষকরে যাঁরা স্বাস্থ্য সচেতন তাঁরা তো অবশ্যই৷ মাছে তেমন কোনো চর্বি নেই, রয়েছে প্রচুর প্রোটিন, যা শারীরিক ও মানসিকভাবে মানুষকে ফিট রাখতে সহায়তা করে৷
ছবি: picture-alliance/dpa/T. Schamberger
খাবারের মুকুট
জার্মানিতে মাছকে বলা হয় ‘খাবারের মুকুট’৷ মাছ মস্তিষ্কের রোগ প্রতিরোধ করতে সাহায্য করে৷ জার্মান খাদ্য গবেষণা কেন্দ্রের পরামর্শ, প্রতিটি মানুষেরই সপ্তাহে অন্তত দু’দিন মাছ খাওয়া প্রয়োজন৷ মাছ হৃদরোগ ও ক্যানসার থেকেও দূরে থাকতে সাহায্য করে৷ মাছ বুদ্ধি বাড়াতে সাহায্য করে৷
ছবি: AP
নানা জাতের মাছ
জার্মানিতে নানা রকম মাছ পাওয়া যায়৷ ছোট বড়, নদীর মাছ, সামুদ্রিক মাছ, লোনা পানির মাছ, হ্রদের মাছ, তাজা মাছ, হিমায়িত, ধূমায়িত এবং টিনজাত মাছ৷
ছবি: picture alliance/Bildagentur Huber
মাছ ভাজি
জার্মানরা বেশিরভাগ ক্ষেত্রেই মাছ ভাজি খায়, আমাদের বাঙালিদের মতো রান্না করে খুবই কম খেয়ে থাকেন তাঁরা৷ ডয়চে ভেলের ক্যান্টিনে সপ্তাহে প্রায় দু’দিন মাছ দেওয়া হয়৷ ক্যান্টিনে এরকম একটি ট্রাউট মাছের ভাজির দাম ৭ ইউরো, বাইরে যার দাম প্রায় দ্বিগুণ৷
ছবি: Fotolia/Comugnero Silvana
কাটা মাছ
বাজারে পাঠানোর আগে এভাবেই মাছ ‘প্রসেস’ করা হয়৷ মাছ কেটে পরিষ্কার করে, কাঁটা বেছে ‘স্লাইস’ করে তবেই সেটা বাজারে যায়৷ তবে কিছুটা ছোট আকারের মাছ কার্প, ট্রাউট, হেরিং, সি ব্রাস ইত্যাদি মাছ আস্তই পাওয়া যায় বাজারে৷
ছবি: picture-alliance/dpa
সখের জেলে
জার্মানিতে অনেকেই সখ করে মাছ ধরেন, তবে তাঁদের অবশ্যই মাছ ধরার লাইসেন্স থাকতে হবে৷ তাছাড়া যে কোনো জায়াগায় মাছ ধরা যায় না, শুধু যেসব জায়গায় অনুমতি রয়েছে সেখানেই মাছ ধরা সম্ভব৷
ছবি: DW
তাজা মাছের বাজার
এভাবেই সুন্দর করে সাজানো থাকে মাছের বাজারে মাছগুলো৷ দেখে মনে হয়, মাছগুলো যেন মাছ-প্রেমীদের ডাকছে৷ মাছ মস্তিষ্ককে সজাগ রাখে, তাই ডাক্তাররা মাছ খেতে সবসময়ই পরামর্শ দিয়ে থাকেন, বিশেষকরে ছাত্র-ছাত্রী এবং বয়স্কদের৷ তবে সবার জন্যই মাছ খুব উপাদেয়৷
ছবি: picture-alliance/dpa
ধূমায়িত মাছ
ধূমায়িত বা ‘স্মোক্ড’ মাছ জার্মানদের কাছে বেশ প্রিয়, বিশেষ করে রুটির সাথে তাঁরা এ ধরনের বিশেষ প্রক্রিয়ায় রান্না করা মাছ খেতে পছন্দ করেন৷ ম্যাকরেল নামের এক মাছ যার মধ্যে খুব সামান্য হলেও আমাদের ইলিশের স্বাদ খুঁজে পাওয়া যায়৷ তবে সেই মাছ ‘স্মোক্ড’ অবস্থায়ই বেশি পাওয়া যায়৷
ছবি: picture-alliance/chromorange
বরফ দেওয়া মাছ
এভাবেই মাছকে যত্ন করে বরফের ওপর সুন্দর করে সাজিয়ে রাখা হয়৷ শুধুমাত্র মাছের জন্য রয়েছে আলাদা বাজার, সেখানে এ ধরনের মাছ পাওয়া যায়৷
ছবি: picture-alliance/dpa
মাছ খান, সুন্দর আর স্লিম থাকুন
মাছ খাওয়ার পরামর্শ আজকাল চারিদিকে শোনা যায়৷ ডাক্তার থেকে শুরু করে স্বাস্থ্য সচেতন যে কেউ এই পরমার্শ দেন৷ তবে ছোটবেলা থেকেই এই অভ্যাস গড়ে তোলা উচিত বলেও মনে করেন বিশেষজ্ঞরা৷ শরীরে আয়োডিনের ঘাটতিও পূরণ করে থাকে বেশ কিছু মাছ৷
ছবি: DW/Sarah Wiertz
10 ছবি1 | 10
প্যারিসের রাস্তায় দাঁড়িয়ে ছয় ফুট তিন ইঞ্চি লম্বা এক ক্যাট ফিশ ধরেছেন কুয়েন্টিন নেসপুলাস৷ এত বড় মাছ ধরে তাঁর খুশি আর ধরেনা৷ ফ্রেড মিসনার খুশি তাঁর সামনে দাঁড়ানো ছোট ছোট বাচ্চাগুলোর মাছ ধরায় দক্ষতা দেখে৷ এদের সবাইকে বিনা পয়সায় মাছ ধরা শিখিয়েছেন তিনি৷ ওরা মন দিয়ে শিখেছে, বৈধভাবে মাছ ধরার জন্য লাইসেন্স নিয়েছে এবং অবশেষে দল বেঁধে নেমে পড়েছে মাছ ধরতে৷ মিসনার জানালেন, প্যারিসের রাস্তায় মাছ ধরতে হলে লাইসেন্স থাকাটা জরুরি৷ লাইসেন্স পেয়ে গেলে একটা বঁড়শি আর কিছু মাছ ধরার টোপ নিয়ে নেমে পড়লই হলো, তখন আর মাছ ধরা ঠেকায় কে!
মিসনার আর তাঁর ছাত্র-ছাত্রীরা কেন মাছ ধরছেন? মজা করে খাওয়ার জন্য? মোটেই না৷ মিসনার বললেন, ‘‘প্যারিসে আমরা খাওয়ার জন্য মাছ ধরিনা৷ এখানে আমরা মাছ ধরি মাছ আর প্রকৃতির সঙ্গে সম্পর্ক রাখার জন্য৷'' মজার ব্যাপার হলো, ঘটা করে ধরার পরে মাছগুলো আবার পানিতেই ছেড়ে দেন মিসনার! তাঁর ছাত্র-ছাত্ররাও অনুসরণ করে তাঁকে৷