1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

রাস্তা থেকে শরণার্থীদের অপসারণ

৭ জুলাই ২০১৭

সাম্প্রতিক সময়ে ইউরোপে অভিবাসনপ্রত্যাশীদের আগমন বেড়েছে৷ ফ্রান্সের রাজধানী প্যারিসের রাস্তার পাশে আবার জমতে শুরু করেছে ভিড়৷ পরিস্থিতি সামাল দিতে রাস্তা থেকে ২৮০০ অভিবাসনপ্রত্যাশীকে সরিয়ে নিয়েছে পুলিশ৷

Paris Migranten Eiffelturm
ছবি: picture-alliance/NurPhoto/A. Widak

শুক্রবার প্যারিসের রাস্তা থেকে অভিবাসনপ্রত্যাশীদের সরিয়ে নেয়ার অভিযান শুরু করে পুলিশ৷ এ অভিযানে অনেক অভিবাসনপ্রত্যাশীই খুশি, কারণ, রাস্তার পাশ থেকে সরিয়ে তাদের অস্থায়ী আশ্রয় শিবিরে নিয়ে যাওয়ার আশ্বাস দিয়েছে কর্তৃপক্ষ৷ ফলে কেউ কেউ খুশিমনে আকস্মিক এ স্থানান্তরকে মেনে নিয়ে বলছিলেন, ‘‘আমরা মর্যাদা চাই৷'' প্যারিস নগর কর্তৃপক্ষ বলছে, অস্থায়ী আশ্রয় শিবিরে নিয়ে গিয়ে অভিবাসনপ্রত্যাশীদের স্বাস্থ্য পরীক্ষাসহ আরো কিছু সুযোগ-সুবিধা দেয়া হবে৷

সাম্প্রতিক সময়ের শরণার্থীদের স্রোত প্যরিসবাসীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি করেছে৷ স্থানীয়দের কেউ কেউ ভিনদেশি অতিথিদের সহায়তায় এগিয়ে এলেও অনেকে বিরক্তিও প্রকাশ করছেন৷ শরণার্থীদের আগমনে ক্ষুব্ধদের অনেকেই নিরাপত্তা এবং নিজেদের স্বাস্থ্য ঝুঁকি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন৷

চলতি গ্রীষ্মে ইউরোপে মূলত আফ্রিকা এবং মধ্যপ্রাচ্য থেকে অভিবাসনপ্রত্যাশীদের আগমন আবার আশঙ্কাজনক হারে বেড়েছে৷ সমুদ্র পথে আসতে গিয়ে এ পর্যন্ত অন্তত দুই হাজার মানুষ মারা গেছেন৷

সাম্প্রতিক সময়ে সবচেয়ে বেশি অভিবাসনপ্রত্যাশী এসেছে ইটালিতে৷ এ বছরের প্রথম ছয় মাসেই দেশটিতে এসেছে মোট ৮৫ হাজার আর ৮৫ হাজারের মধ্যে ১০ হাজার অভিবাসনপ্রত্যাশীই এসেছে গত এক মাসে৷ এ পরিস্থিতিতে ইটালিকে আর্থিক সহায়তা দেয়ার বিষয়টি বিবেচনা করছে ই্উরোপীয় ইউনিয়ন৷

এসিবি/ ডিজি (এপি, এএফপি)

 

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ