1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান
অপরাধফ্রান্স

প্যারিসের রেল স্টেশনে মুসলিম নারীকে পুলিশের গুলি

১ নভেম্বর ২০২৩

পুলিশ জানিয়েছে, প্যারিসের স্টেশনে দাঁড়িয়ে মুসলিম নারী নিজেকে উড়িয়ে দেয়ার হুমকি দিচ্ছিলেন। তখন পুলিশ গুলি করে।

এই ঘটনা এমন একসময় হলো যখন মধ্যপ্রাচ্যের পরিস্থিতি নিয়ে ফ্লান্সে উত্তেজনা বাড়ছে।
এই ঘটনা এমন একসময় হলো যখন মধ্যপ্রাচ্যের পরিস্থিতি নিয়ে ফ্লান্সে উত্তেজনা বাড়ছে। ছবি: Emma Oliveras/MAXPPP/IMAGO

ওই নারীর বয়স ৩৮ বছর। তিনি ছিলেন বোরখা পরিহিতা। মাঝেমধ্যে 'আল্লাহু আকবর' বলছিলেন বলেও পুলিশ জানিয়েছে।  তিনি হুমকি দিয়ে বলছিলেন, নিজেকে উড়িয়ে দেবেন। তাতে অন্যরাও প্রাণ হারাবে।

প্যারিসের পুলিশ প্রধান নুনেজ জানিয়েছেন, ওই নারী পুলিশের নির্দেশ মানতে অস্বীকার করেন। তারপর পুলিশ তাকে গুলি করে। তার তলপেটে গুলি লেগেছে। তাকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে গুলি লাগার পর দেখা যায়, তার সঙ্গে কোনো বিস্ফোরক ছিল না।

পুলিশ প্রথমে জানিয়েছিল, একজন অফিসার একটি গুলি চালিয়েছে। পরে সরকারিভাবে বলা হয়, দুইজন অফিসার আটটি গুলি চালিয়েছে।

দুইটি তদন্তের নির্দেশ দেয়া হয়েছে। একটি ওই নারীর আচরণ নিয়ে, অন্যটা পুলিশের গুলিচালনা নিয়ে।

সরকারি মুখপাত্র জানিয়েছেন, এর আগেও টহলদারি সেনাকে হুমকি দিয়েছিলেন ওই নারী।

জিএইচ/এসজি (এএফপি, রয়টার্স)

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ