1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

প্যারিসের শিল্পীর হাতে খড়ের তৈরি অভিজাত সজ্জা

২২ এপ্রিল ২০২২

গবাদি পশুর খাদ্য ছাড়াও খড় যে শিল্পসৃষ্টির উপকরণও হয়ে উঠতে পারে, তা ভাবা কঠিন৷ ফ্রান্সের এক স্ট্র মার্কেট্রি শিল্পী সারফেসের উপর রংবেরংয়ের খড় বসিয়ে শিল্পকর্মগুলিকে অসাধারণ রূপ দিচ্ছেন৷

ছবি: DW

লিসোঁ দ্য কোনের সৃষ্টি দেখলে চকমকে মনে হলেও আসলে খড়ের তৈরি৷ স্ট্র মার্কেট্রি বিশেষজ্ঞ হিসেবে নিজের ব্যতিক্রমী পেশা সম্পর্কে তিনি বলেন, ‘‘যখন খড় দিয়ে সারফেসের উপর কাজের সিদ্ধান্ত নিলাম, তখনো মার্কেট্রি নামের এই শিল্প তেমন পরিচিত হয়নি৷ কিন্তু আমার সেটা অসাধারণ লেগেছিল৷ ৩০ বছরেরও বেশি সময় ধরে আমি খড় নিয়ে মেতে রয়েছি৷ আমি রেস্টোরেশনের কাজ এবং নিজস্ব ডিজাইনও করি৷’’

সপ্তদশ শতাব্দীতেও স্ট্র মার্কেট্রির কৌশল চালু ছিল৷ কাঠের ভেনির বা ব্যহ্যাবরণের মতো এ ক্ষেত্রেও খড়ের অংশ কোনো সারফেসের উপর আঠা দিয়ে লাগানো হয়৷

প্যারিসে লিসোঁ দ্য কোন-এর স্টুডিওতে রঙিন খড় দিয়ে আধুনিক ডিজাইনের বস্তু সৃষ্টি করা হয়৷ সেগুলির পৃষ্ঠভাগ উজ্জ্বল দেখায়৷ লিসোঁ জানান, ‘‘আমরা আসবাবপত্র বা ওয়ালপেপার তৈরি করি৷ কখনো কখনো বিশেষ অর্ডারও আসে, যেমন এই ছোট্ট মন্দির৷ বেশ উদ্ভট নক্সার ভিত্তিতে পিয়ের মারি নামের এক শিল্পী সেটি ডিজাইন করেছেন৷ এমন কাজে বেশ আনন্দ পাই৷’’

খড় দিয়ে শিল্প তৈরি

04:17

This browser does not support the video element.

লিসোঁ যে রাইয়ের খড় ব্যবহার করেন, তা ফ্রান্সের মধ্যভাগে বারগান্ডি অঞ্চল থেকে আসে৷ সেই খড় আড়াই মিটার পর্যন্ত দীর্ঘ হতে পারে৷ ফসল তোলার পর খড় ধুইয়ে তাতে বিভিন্ন রং লাগানো হয়৷ ওয়ার্কশপে খড় ভেঙে মসৃণ করা হয়৷ খড়ের বাইরের অংশের উপর প্রাকৃতিক সিলিকনের এক স্তরের প্রলেপ দেওয়া হয়৷ ফলে সেগুলি চকচক করে৷ লিসোঁ দ্য কোন বলেন, ‘‘সিলিকন এই উপাদানকে এত অসাধারণ করে তোলে৷ ফলে পানি প্রতিরোধের ক্ষমতা যুক্ত হয়, গা থেকে পানির বিন্দু ঝরে পড়ে৷ তাছাড়া অত্যন্ত মজবুতও হয়৷ মানুষ ভাবতেই পারে না, খড় আসলে কতটা মজবুত৷’’

প্যারিসের দুই তারকাখচিত রেস্তোরাঁ ‘ল্য তাইভঁ' লিসোঁ দ্য কোন-এর কাছে খড়ের তৈরি পার্টিশন অর্ডার দিয়েছে৷ গ্রাহকদের জন্য অভিনব এক পরিবেশ সৃষ্টি করাই রেস্তোরাঁর মালিকদের উদ্দেশ্য৷ রেস্তোরাঁর মালিক বোদোয়াঁ আর্নো বলেন, ‘‘আমাদের অনেক অতিথি জানেন, যে লিসোঁ দ্য কোন এই পার্টিশনগুলি তৈরি করেছেন৷ সূর্যের আলোর কথা মনে করিয়ে দেয় বলে তাঁরা সেগুলি পছন্দ করেন৷ ভিন্ন রংয়ের এই ধরনের রেখা সূর্যের আলোর মতো এফেক্ট সৃষ্টি করে৷ এই রেস্তোরাঁয় একই ধরনের আলো রয়েছে৷’’

এ ক্ষেত্রে অসীম ধৈর্য্য না থাকলে চলে না৷ নক্সার জটিলতা অনুযায়ী মাত্র এক বর্গ মিটার সারফেস প্রস্তুত করতে সাত দিন সময় লাগতে পারে৷ এই কাজ সম্পর্কে লিসোঁ জানালেন, ‘‘সত্যি বড় একঘেয়ে৷ আঠা লাগাও, কাঁচি দিয়ে কাটো, আবার আঠা লাগাও৷ এত নিখুঁতভাবে করতে গেলে প্যাশন বা আবেগের প্রয়োজন৷ উপাদানের মান সত্যি অনুভব করতে হয় এবং সারফেসের সংবেদনশীলতা বুঝতে হয়৷ ধৈর্য্য, নিখুঁত কাজের দক্ষতা ও আবেগ থাকলে তবেই উচ্চ মান নিশ্চিত করা সম্ভব৷’’

সপ্তদশ শতাব্দীর মতো স্ট্র মার্কেট্রি আজও হাতের কাজ থেকে গেছে৷ এই শিল্পশাখায় অতি সাধারণ এক উপাদানকে মূল্যবান আলঙ্কারিক বস্তুতে রূপান্তরিত করা হয়৷

ইয়েন্স ফন লার্খার/এসবি

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ