1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

প্যারিসের শেষ হাতপাখা শিল্পীর বেদনা

২৫ মার্চ ২০২২

গ্রামাঞ্চলে হাতপাখার নানা ব্যবহার হয়৷ কিন্তু নাটক, চলচ্চিত্র, নাচের মতো পারফরম্যান্সের সময়ে বাহারি ফোল্ডিং হাতপাখার আকর্ষণই আলাদা৷ লুপ্তপ্রায় এই শিল্প এখনো ধরে রেখেছেন প্যারিসের এক নারী৷

ছবি: DW

ফ্যাশনের শহর প্যারিস৷ গরমের দিনেও একটি বস্তু হাতে না থাকলে চলে না৷ সেটি হলো বাহারি ফোল্ডিং হাতপাখা৷

আন উগে ৬০ বছরেরও বেশি সময় ধরে কাপড় ও উচ্চ মানের উপকরণ দিয়ে হাতপাখা তৈরি করছেন৷ তিনি এমন এক ক্ষেত্রে দক্ষতা অর্জন করেছেন, যা ধীরে ধীরে হারিয়ে যাচ্ছে৷ ৭৫ বছর বয়সি এই নারী প্যারিসের শেষ প্রজন্মের হাতপাখা প্রস্তুতকারী৷ আন বলেন, ‘‘বিশেষ কিছু উপকরণ দিয়ে আমি পাখা তৈরি করি৷ একটি টেমপ্লেটের সাহায্যে আমি প্রয়োজন অনুযায়ী নিখুঁতভাবে কাপড় কেটে নেই৷ তৈরি করার সময় যাতে কোনো কিছু পিছলে না যায়, তা নিশ্চিত করতে নীচে খবরের কাগজ রাখি৷ তারপর সেই কাপড় এমন এক ছাঁচের মধ্যে রাখতে হয়, যাতে সেটি আরও ভালোভাবো ভাঁজ করা সম্ভব৷’’

একটি পাখা তৈরি করতে তাঁর কখনো এক ঘণ্টা, কখনো বা কয়েক মাস সময় লাগতে পারে৷ ১৯৬০ সালে তাঁর বয়স ১৪ ছোঁয়ার পর তার বাবা মেয়েকে পারিবারিক ব্যবসায় নামানোর সিদ্ধান্ত নেন৷ স্মৃতিচারণ করতে গিয়ে আন বলেন, ‘‘পাখা তৈরির কাজ শেখার কারণে স্কুলের পড়া বন্ধ করে দিতে হয়েছিল৷ সেটা আমার ভালো লাগে নি৷ পরে অবশ্য সেই কাজে আনন্দ পেয়েছিলাম৷ বাবা মারা যাবার পর এই ঐতিহ্য বাঁচিয়ে রাখার তাগিদ জন্মেছিল৷ সময়ের সঙ্গে সঙ্গে প্যাশন বা আবেগও সৃষ্টি হয়েছিল৷ কোনো পাখাই অন্যটির মতো না হওয়ায় কখনো ক্লান্তি আসে না৷ সেটা আমার সবচেয়ে ভালো লাগে৷’’

প্যারিসে হাতপাখার শিল্প ধরে রেখেছেন আন উগে

04:19

This browser does not support the video element.

লাখ লাখ মানুষ সিনেমায় একটি পাখা দেখেছেন৷ ফ্রান্সের রানি মারি অঁতোয়ানেতের উপর এক চলচ্চিত্রের জন্য হলিউডের পরিচালক সোফিয়া কপোলা ৩,০০০ ইউরো মূল্যের অনবদ্য পাখাটির অর্ডার দিয়েছিলেন৷ আন উগে বলেন, ‘‘সোফিয়া কপোলা ম্যাগাজিনে একটি পাখা দেখে পছন্দ করেছিলেন৷ কিন্তু সেটি ষোড়শ লুইয়ের সময়ের ছিল না৷ তখন আমাদের একটা আপোশ করতে হয়েছিল৷ আমরা তাঁর পছন্দের সুতোর কাজ অক্ষত রেখে অষ্টাদশ শতাব্দীর শৈলি অনুযায়ী পাখাটি তৈরি করেছিলাম৷’’

অনেক বিখ্যাত ফ্যাশন ব্র্যান্ডের জন্যও তিনি কাজ করেছেন৷ যেমন লুই ভুইতঁ-র তৎকালীন প্রধান ডিজাইনার মার্ক জেকবস এক বিজ্ঞাপনের জন্য একটি হাতপাখা তৈরি করিয়েছিলেন৷ আন বলেন, ‘‘এটা আবলুস কাঠ দিয়ে তৈরি৷ সেলাইয়ের কাজ লাক্সারি ব্র্যান্ডের প্রতীকের কথা মনে করিয়ে দেবে৷ এই মডেলে সবকিছুই সেলাই করা হয়েছে, কারণ মার্ক জেকবস কোনো আঠা চান নি৷ তিনি হাতপাখা খুব পছন্দ করতেন৷’’

তবে কার্ল লাগারফেল্ডের সঙ্গে সহযোগিতার স্মৃতি আন উগের জন্য সবচেয়ে স্মরণীয়৷ জার্মানির এই ফ্যাশন ডিজাইনার সবচেয়ে পরিচিত হাতপাখা ব্যবহারকারীদের অন্যতম৷ আন উগে বলেন, ‘‘তিনি যখন আমার কাছে আসতেন, তখন তাঁর মাথায় নির্দিষ্ট কোনো আইডিয়া থাকতো না৷ আমার সঙ্গে কথা বলতে বলতে তিনি আঁকতে শুরু করতেন৷ সেগুলির বাস্তব রূপ দেওয়া কখনো কখনো বেশ কঠিন হতো৷ কিন্তু সেই চ্যালেঞ্জই আমাকে রোমাঞ্চ দিয়েছে৷ লাগারফেল্ডের সঙ্গে কাজ করতে আমার খুব ভালো লেগেছে৷’’

নিজস্ব পেশা চালিয়ে যাওয়া আন উগের জন্য একটা মিশন৷ কারণ এই পেশা লোপ পেতে বসেছে৷ আন বলেন, ‘‘আমি নিজের জ্ঞান সানন্দে বিতরণ করতে চাই, যাতে সেটি হারিয়ে না যায়৷ এটা আমার হৃদয়ে জমে আছে৷ ফ্রান্সে এই পেশাকে সাংস্কৃতিক ঐতিহ্যের সরকারি স্বীকৃতি দেওয়া হয়েছে৷ এই ধারা হারিয়ে গেলে আমার মনে খুব কষ্ট হবে৷’’

প্যারিসের শেষ হাতপাখা শিল্পী এক ঐতিহ্য ও সাংস্কৃতিক সম্পদ বাঁচিয়ে রাখার জন্য সংগ্রাম করে চলেছেন৷ ‘সাভোয়া ভিভ্র’ বা বেঁচে থাকার ফরাসি আদর্শের অংশ সেই হাতপাখা৷

কাটিয়া ল্যার্শ/এসবি

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ