1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ইউরোপে ইসলামপন্থি সন্ত্রাস

১৭ নভেম্বর ২০১৫

প্যারিস হামলার কুশিলবদের অনেকেরই উৎস বেলজিয়াম৷ দুই দেশেই উগ্র ইসলামপন্থিদের দৌরাত্ম্য নিয়ে নানা প্রশ্ন উঠছে৷ শেষ পাওয়া খবর অনুযায়ী, জার্মানির আখেন শহরে প্যারিস হামলার সঙ্গে যুক্ত সন্দেহে পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ৷

ছবি: Reuters/Y. Herman

বেলজিয়ামের দুর্বল রাষ্ট্রীয় কাঠামো নাকি পরিস্থিতি আরও জটিল করে তুলছে৷ প্যারিসের অন্যতম আত্মঘাতী হামলাকারী ব্রাহিম আবদেসালাম প্রায় দু'সপ্তাহ আগে ব্রাসেলস থেকে প্যারিসে এসেছিল৷ সে শহরের মোলেনবেক এলাকায় একটা বার চালাতো৷ সেখানে মাদক চক্রের কারণে স্থানীয় মেয়র সেটি বন্ধ করার নির্দেশ দেন৷ এমন প্রেক্ষাপটে প্যারিসে সন্ত্রাসী হামলার আলোকে বেলজিয়ামের রাজধানী ব্রাসেলস আলোচনার কেন্দ্রবিন্দুতে এসে পড়েছে৷ সেখানকার মোলেনবেক এলাকায় ইসলামি উগ্রবাদীদের দৌরাত্ম্য নিয়ন্ত্রণ করতে প্রশাসনের ব্যর্থতা নিয়ে তর্ক-বিতর্ক চলছে৷

জার্মানির ‘ডেয়ার স্পিগেল' পত্রিকা এক প্রতিবেদনে বেলজিয়ামের জাতিগত দ্বন্দ্বের প্রেক্ষাপটকে রাষ্ট্রের অচলাবস্থার জন্য দায়ী করেছে৷ ডাচভাষী ফ্লান্ডার্স ও ফরাসিভাষী ওয়ালোনিয়ার মধ্যে উত্তেজনার কারণে দেশটি এমন মাত্রায় ক্ষমতার বিকেন্দ্রিকরণ করতে বাধ্য হয়েছে, যে পারস্পরিক সমন্বয়ের অভাব প্রকট হয়ে পড়েছে৷ যেমন ব্রাসেলস শহরেই ১৯ জন মেয়র ও ৬টি ভিন্ন পুলিশ কর্তৃপক্ষ রয়েছে৷ বেলজিয়ামের সমস্যা নিয়ে একাধিক প্রতিবেদন শেয়ার করেছেন টুইটার ব্যবহারকারীরা৷

প্যারিস হামলার পর সার্বিকভাবে ফ্রান্স ও বেলজিয়ামের নিরাপত্তার ক্ষেত্রে নানা গাফিলতির অভিযোগ উঠছে৷ সমালোচকরা বলছেন, সব পক্ষ দক্ষতার সঙ্গে কাজ করলে হয়তো এমন এক হামলা প্রতিরোধ করা যেত অথবা অপরাধী এবং তাদের নিয়ন্ত্রণকারীদের দ্রুত চিহ্নিত করা সম্ভব হতো৷ ডেভিড মায়ার ফ্রান্সের নজরদারি অবকাঠামোর দক্ষতা নিয়ে প্রশ্ন তুলেছেন৷

দুর্বল অর্থনীতির কারণে ফ্রান্সের পক্ষে নিরাপত্তার ক্ষেত্রে ব্যয় বাড়ানোও সম্ভব নয় বলে মনে করিয়ে দিচ্ছে একাধিক সূত্র৷

ইউরোপের বুকে উগ্র ইসলামপন্থিদের দৌরাত্ম্য বিদেশি অভিবাসীদের স্বার্থের কতটা ক্ষতি করছে? নীচে মন্তব্য করুন৷

সংকলন: সঞ্জীব বর্মন

সম্পাদনা: দেবারতি গুহ

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ