অবশ্য আবহাওয়াও আরেকটি কারণ বলে জানান তিনি৷ কাতারে প্রচণ্ড গরমের কারণে প্রথমবারের মতো নভেম্বর-ডিসেম্বরে বিশ্বকাপ অনুষ্ঠিত হতে যাচ্ছে৷ এই সময়টা সাধারণত ইউরোপে শীত আসার সময়৷ সে কারণে আবহাওয়াটা ঘরের বাইরে খেলা দেখার উপযুক্ত নয়৷
বার্তা সংস্থা এএফপিকে ডেপুটি মেয়র বলেন, ‘‘বিভিন্ন কারণে বড় পর্দা স্থাপনের কোনো প্রশ্নই আসেনি: এর মধ্যে প্রথমটি হলো পরিবেশগত এবং সামাজিক- উভয় দিক বিবেচনা করে যে পরিস্থিতিতে এই বিশ্বকাপের আয়োজন করা হয়েছে৷ আর দ্বিতীয় কারণ হলো বিশ্বকাপটি এবার ডিসেম্বরে হচ্ছে৷''
এর আগে ফ্রান্সের আরও কয়েকটি শহর- স্ট্রাসবুর্গ, লিল, রাঁস, মার্সেই, বর্দু ও নঁসি এমন সিদ্ধান্ত নিয়েছে বলে ফ্রান্সের পত্রিকা ল্য মোঁদ জানিয়েছে৷
কাতারে কেমন হতে পারে ফুটবল বিশ্বকাপ?
২০২২ সালে ফুটবল বিশ্বকাপ অনুষ্ঠিত হবে মধ্যপ্রাচ্যের দেশ কাতারে৷ শরিয়া আইন মানা এই দেশে কি অন্য সব আয়োজক দেশের মতোই বিশ্বকাপে মজতে পারবেন সারা বিশ্বের ফুটবল ফ্যানরা? বিস্তারিত ছবিঘরে...
ছবি: Reuters/S. Karpukhin
উৎসবের কর্তা কাতার
২০০৬ সালে এশিয়ান গেমসের আয়োজন করলেও ফুটবলের সবচেয়ে বড় উৎসব বিশ্বকাপ আয়োজনের দায়িত্ব কাতার এর আগে কখনো পায়নি৷ কিন্তু ২০২২ সালে সেই ভারই পড়েছে মধ্যপ্রাচ্যের এই দেশটির ওপর৷
ছবি: picture-alliance
কতটা নিরাপদ কাতার?
রাজনৈতিক দিক দিয়ে বরাবরই কাতার শান্তিপূর্ণ৷ সন্ত্রাসবাদের কোনো বড় ঘটনাও সেখানে ঘটেনি৷ দেশের ভেতরে অপরাধের সংখ্যাও তেমন গুরুতর নয় বলেই আয়োজকরা বেশ নিশ্চিন্ত৷ কিন্তু ফুটবল বিশ্বকাপের মতো এত বড় মাপের আয়োজন স্থানীয় কর্তৃপক্ষ কীভাবে সামলাবেন, তা নিয়ে বিশ্বের ফুটবল ফ্যানদের মধ্যে যথেষ্ট আগ্রহ দেখা যাচ্ছে৷
ছবি: picture-alliance/dpa/Stringer
আবহাওয়া কেমন হবে?
সাধারণত, ফুটবল বিশ্বকাপ অনুষ্ঠিত হয় জুন বা জুলাইয়ের মতো গ্রীষ্মকালীন মাসেই৷ কিন্তু কাতারে গ্রীষ্মকালে তাপমাত্রা বেড়ে ৫০ ডিগ্রি সেলসিয়াস হতে পারে বলেই ২০২২ সালের ফুটবল বিশ্বকাপ আয়োজিত হবে নভেম্বর বা ডিসেম্বরে৷ তখন তাপমাত্রা থাকবে আনুমানিক ২৫ থেকে ৩০ ডিগ্রির কাছাকাছি৷
ছবি: picture-alliance/dpa/Stringer
মদ পাওয়া যাবে কি?
ফুটবলের সাথে বিয়ারের সম্পর্ক ভালো করেই জানেন ইউরোপের ফুটবল ফ্যানরা৷ কিন্তু কাতারে শুধু হাতেগোনা কয়েকটি পানশালা ও হোটেলেই বিক্রি হয় মদ৷ সে কারণে বিশ্বকাপ চলাকালীন স্টেডিয়ামের ভেতরে বা বাইরে মদ পাওয়া যাবে কি না, এই নিয়ে সংশয় রয়েছে৷
ছবি: picture-alliance/dpa/Stringer
কোথায় থাকবেন ফুটবল ফ্যানরা?
এমনিতেই কাতারে রয়েছে অসংখ্য হোটেল৷ ঝাঁ চকচকে পাঁচতারা হোটেল থেকে মাঝারি বা কম বাজেটের হোটেলও সেখানে প্রচুর৷ কিন্তু বিশ্বকাপ দেখতে আসবেন সারা পৃথিবীর অসংখ্য মানুষ৷ ফলে, দেশজুড়ে এখনই শুরু হয়ে গেছে অজস্র নতুন হোটেল নির্মাণের কাজ৷
ছবি: picture-alliance/dpa/Stringer
যাতায়াত ব্যবস্থা?
কাতারের রাজধানী দোহা’র জিন চার স্টেডিয়ামেই অনুষ্ঠিত হবে ফুটবল বিশ্বকাপের বেশিরভাগ ম্যাচ৷ কিন্তু এছাড়াও আরেকটি স্টেডিয়ামে আয়োজিত হবে কয়েকটি খেলা, যার দূরত্ব শহর থেকে প্রায় ৩৫ কিলোমিটার৷ এই সমস্যার সমাধান করতে স্থানীয় কর্তৃপক্ষ ইতিমধ্যেই লেগে পড়েছেন দ্রুতগামী মেট্রোরেল, নতুন রুটের বাস ও ট্যাক্সির উদ্বোধনে৷
ছবি: Reuters/S. Karpukhin
নারীদের পোশাক?
বিদেশি নারীদের পোশাকের ওপর কোনো বাধা-নিষেধ না থাকলেও দেশের নারীরা ইসলামের রীতি মেনেই সাধারণত মাথায় কাপড় দেন৷ কেউ কেউ হিজাব বা নিকাবও পরেন৷ কিন্তু অন্য নারীদের পোশাক নিয়ে নেই কোনো বিধি৷
ছবি: Picture alliance/AP Photo/K. Jebreili
7 ছবি1 | 7
স্ট্রাসবুর্গের মেয়র যান বাসেগিয়ান বলেন, ‘‘অভিবাসী শ্রমিকদের নিপীড়ন ও শোষণের বিষয়ে বেসরকারি সংস্থাগুলোর অনেক সতর্কবার্তা উপেক্ষা করা আমাদের পক্ষে অসম্ভব৷'' এরপর তিনি বলেন, ‘‘দাবানল, খরা ও অন্যান্য দুর্যোগের কারণে জলবায়ু পরিবর্তন যখন একটি দৃশ্যমান বাস্তবতা তখন মরুভূমিতে ফুটবল টুর্নামেন্ট আয়োজন করা সাধারণ জ্ঞানকে অস্বীকার করে এবং এটি একটি পরিবেশগত বিপর্যয়ের সমান৷''
এর আগে কাতারে মানবাধিকার ভঙ্গের প্রতিবাদে বিশ্বকাপে জার্সির রং হালকা করার সিদ্ধান্ত নেয় ডেনমার্ক৷ তাদের ফুটবলাররা কালো জার্সিও পরবেন বলে জানা গেছে৷
ইংল্যান্ড ফুটবল অ্যাসোসিয়েশন বলেছে, কাতার যেন মৃত শ্রমিকদের পরিবারকে উপযুক্ত ক্ষতিপূরণ দেয়৷ যারা আহত হয়েছে, তাদেরও যেন ক্ষতিপূরণ দেয়া হয়৷
অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল ও হিউম্যান রাইটস ওয়াচও ফিফার কাছে আবেদন জানিয়ে বলেছে, তারা যেন কাতারের উপর চাপ সৃষ্টি করে৷