1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

প্যারিসে ছুরি হামলায় দুইজন নিহত

২৩ আগস্ট ২০১৮

প্যারিসের উপকণ্ঠ ট্রাপেসে এক ব্যক্তি নিজের মা ও বোনকে ছুরি দিয়ে কুপিয়ে হত্যা করেছে৷ পুলিশের গুলিতে নিহত হয়েছে আক্রমণকারী৷

ছবি: Reuters/P. Wojazer

ফ্রান্সের রাজধানী থেকে ৩০ কিলোমিটার দূরের শহরে ঘটা এ ঘটনায় আরো একজন গুরুতর আহত হয়েছেন বলেও জানিয়েছে পুলিশ৷ আহত ব্যক্তি পথচারী বলে জানিয়েছে কর্তৃপক্ষ৷

আক্রমণের কারণ সম্পর্কে এখনো নিশ্চিত নয় পুলিশ৷ এ বিষয়ে তদন্ত চলছে৷ অভিযান শেষ জানিয়ে টুইট করেছে তারা৷

নিরাপত্তাবাহিনীর দ্রুত তৎপরতায় ব্যবস্থা গ্রহণের প্রশংসা জানিয়ে টুইট করেছেন ফ্রান্সের স্বরাষ্ট্রমন্ত্রী গেরার্ড কোলোম্ব৷

এদিকে, হামলার দায় স্বীকার করেছে ইসলামিক স্টেট (আইএস)৷ তাদের দাবি, হামলাকারী আইএসের সদস্য ছিল৷ তবে দাবির সপক্ষে কোনো প্রমাণ দেখায়নি জঙ্গি গোষ্ঠীটি৷

সম্পদশালী এলাকা ভার্সাইয়ের পাশেই অবস্থিত অপেক্ষাকৃত দরিদ্র শহর ট্রাপিস৷ ৩০ হাজার জনসংখ্যার শহরটিতে প্রায়ই নানা ধরনের সহিংসতার খবর পাওয়া যায়৷

এডিকে/এসিবি (রয়টার্স, এপি, এএফপি, ডিপিএ)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ