1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

প্যারিসে জেলেনস্কির সঙ্গে বৈঠকে মাক্রোঁ, শলৎস

৯ ফেব্রুয়ারি ২০২৩

জেলেনস্কিকে ফের সবরকম সাহায্যের আশ্বাস দুই প্রতিবেশী দেশের রাষ্ট্রপ্রধানের। রাশিয়ার পরাজয় অবশ্যম্ভাবী, জানিয়েছেন মাক্রোঁ।

ইউক্রেন
ছবি: Thibault Camus/AP Photo/picture alliance

যুদ্ধের মধ্যেই প্যারিসে বৈঠক করতে গেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। বুধবার প্যারিসের প্রেসিডেন্ট প্যালেসে ফরাসি প্রেসিডেন্ট এমানুয়েল মাক্রোঁ এবং জার্মান চ্যান্সেলর ওলফ শলৎসের সঙ্গে দীর্ঘ বৈঠক হয়েছে তার। সেখানেই জেলেনস্কিকে ফের সবরকম সাহায্যের আশ্বাস দিয়েছেন দুই রাষ্ট্রপ্রধান। জার্মানি জানিয়েছে, যতদিন যুদ্ধ চলবে, ততদিন জার্মানি ইউক্রেনকে সাহায্য করে যাবে। অন্যদিকে মাক্রোঁ বলেছেন, রাশিয়া কোনোভাবেই এই যুদ্ধ জিততে পারবে না। ফ্রান্স সবসময় ইউক্রেনের পাশে থাকবে।

জার্মান চ্যান্সেলর বলেছেন, প্রায় এক বছর আগে ইউক্রেন যুদ্ধ শুরু হয়েছিল। তখন থেকেই ইউক্রেনকে সবরকম সাহায্য পাঠানো হচ্ছে। মানবিক এবং সামরিক সাহায্য। জার্মানি যুদ্ধের শেষদিন পর্যন্ত এভাবেই ইউক্রেনের পাশে থাকবে।

বৃহস্পতিবার ব্রাসেলসে ইউরোপীয় ইউনিয়নের বৈঠক হওয়ার কথা। তার আগে শলৎস জানিয়েছেন, ইউক্রেন ইউরোপীয় ইউনিয়নের গুরুত্বপূর্ণ অংশ। গোটা ইইউ ইউক্রেনের পাশে আছে। বৃহস্পতিবার ইইউ এ নিয়ে গুরুত্বপূর্ণ বিবৃতি জারি করতে পারে বলে মনে করা হচ্ছে।

অন্যদিকে জেলেনস্কি জানিয়েছেন, যুদ্ধের প্রথম দিন থেকে জার্মানি এবং ফ্রান্স ইউক্রেনকে সাহায্য করছে। অত্যাধুনিক যুদ্ধবিমান এবং অস্ত্র দিয়ে ইউক্রেনকে সাহায্য করা হয়েছে। ভবিষ্যতেও এভাবেই ইউক্রেনের পাশে দাঁড়ানো হবে বলে তিনি আশাবাদী। একইসঙ্গে জেলেনস্কি জানিয়েছেন, রাশিয়া ভাবতে পারেনি এতদিন ধরে তাদের যুদ্ধ চালিয়ে যেতে হবে। রুশ বাহিনী বুঝে গেছে, এই যুদ্ধ তাদের পক্ষে আর জেতা সম্ভব নয়।

এসজি/জিএইচ (রয়টার্স, এপি, এএফপি)

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ