1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

প্যারিসে পুলিশ সদরদপ্তরে ছুরিহামলা

৩ অক্টোবর ২০১৯

প্যারিসের পুলিশ সদরদপ্তরে ছুরিহামলায় চারজন পুলিশ কর্মকর্তাসহ অন্তত পাঁচজন নিহত হয়েছেন৷ শহরটির মেয়র শোক প্রকাশ করে টুইট করেছেন৷ ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল মাক্রোঁ ঘটনাস্থল পরিদর্শন করেছেন৷

ছবি: Reuters/P. Wojazer

বৃহস্পতিবারের এ ঘটনায় থমকে গেছে ফ্রান্সের রাজধানী প্যারিস৷ ঘটনার পর শহরের মেয়র আনে হিদালগো নিজের টুইটার অ্যাকাউন্টে লিখেছেন, ‘‘পুলিশ সদরদপ্তরে দুপুরের ভয়াবহ হামলার কারণে প্যারিস আজ নিজের জন্য কাঁদছে৷'' পুলিশ বা সরকারের পক্ষ থেকে ঘটনাটি সম্পর্কে প্রাথমিকভাবে কিছু জানানো হয়নি৷ তবে পুলিশের ট্রেড ইউনিয়ন কর্মকর্তা লইক ট্র্যাভার্স সাংবাদিকদের এমন একটি ঘটনার কথা জানিয়ে বলেছেন, হামলাকারী পুলিশের গুলিতে মারা গেছেন৷ ঘটনাস্থল ঘিরে রেখেছে পুলিশ৷

ছবি: Reuters/C. Hartmann

ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল মাক্রোঁ, প্রধানমন্ত্রী এডুয়ার্দ ফিলিপে এবং স্বরাষ্ট্রমন্ত্রী ক্রিস্টোফ কাস্টনার ঘটনাস্থল পরিদর্শন করেছেন৷ পরে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, হামলাকারী ২০০৩ সাল থেকে পুলিশ সদরদপ্তরে প্রশাসনিক কাজ করে আসছিলেন৷ তবে গত ১৬ বছরে কখনো তার মধ্যে অপরাধপ্রবণতা লক্ষ্য করা যায়নি৷ প্যারিসের প্রসিকিউটর রেমি হেইৎস জানান, হামলার উদ্দেশ্য জানতে ৪৫ বছর বয়সি হামলাকারীর বাড়িতে তল্লাশি চালিয়েছে পুলিশ৷ তিনি আরো জানান, হামলায় নিহতদের একজন নারী৷

এসিবি/জেডএইচ (ডিপিএ, রয়টার্স)

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ইউরোপ