ফ্রান্সের রাজধানী প্যারিসে নতুন করে বাড়ছে করোনা সংক্রমণ৷ পরিস্থিতি সামলাতে আবার বাধ্যতামূলক হচ্ছে মাস্ক৷
বিজ্ঞাপন
প্যারিসে বর্তমানে করোনা সংক্রমণের হার ২ দশমিক ৪ শতাংশ, যা দেশের অন্যান্য অঞ্চলের তুলনায় বেশি৷ ফ্রান্সের অন্যত্র এই হার ১ দশমিক ৬ শতাংশ৷
জুনের শেষদিকে করোনা সংক্রমণকে আয়ত্তের মধ্যে আনতে পারা গেলেও গ্রীষ্মকালীন ছুটির পর থেকেই বাড়ছে নতুন সংক্রমণ৷ এমন পরিস্থিতিতে ফরাসী কর্তৃপক্ষ রাজধানী প্যারিসের জনবহুল স্থানে ও বিশেষ করে পর্যটনের স্থানগুলিতে বাধ্যতামূলকভাবে মাস্ক পরার বিধি চালু করেছে৷
করোনার নতুন হানা যেসব দেশে
কোভিড-১৯-এ মৃত্যু সাত লাখ ছাড়িয়েছে৷ সংক্রমিতের সংখ্যা দুই কোটি ছুঁতে খুব বেশি দিন লাগবে বলে মনে হয় না৷ যেসব দেশে কমতে শুরু করেছিল, সেসব দেশেও নতুন করে শুরু হয়েছে করোনার হানা৷
ছবি: picture-alliance/dpa/M. Frankenberg
জার্মানি
জার্মানির জনস্বাস্থ্য কর্তৃপক্ষ রবার্ট কখ ইন্সটিটিউট (আরকেআই) জানাচ্ছে, দেশটিতে করোনা আবার ফিরছে এমন ইঙ্গিত দেখা দিয়েছে৷ গত তিন মাসের মধ্যে একদিনে সবচেয়ে বেশি ১০৪৫ জন করোনা পজিটিভ হয়েছেন গত বৃহস্পতিবার৷ দিনে এক হাজারের বেশি মানুষের দেহে সংক্রমণ সর্বশেষ ধরা পড়েছিল গত এপ্রিলে৷ তখন অবশ্য দিনে মোট ছয় হাজার মানুষের দেহে সংক্রমণ ধরা পড়াও ছিল প্রায় নিয়মিত ঘটনা৷
ছবি: Getty Images/AFP/T. Kienzle
ইউক্রেন
এদিকে ইউক্রেনে দিনে সবচেয়ে বেশি সংক্রমণের সব রেকর্ড ছাড়িয়েছে৷ ২৪ ঘণ্টায় ১৩১৮ জন করোনা পজিটিভ হয়েছেন এই সপ্তাহে৷ ইউক্রেনে এমনটি আগে কখনো ঘটেনি৷
ছবি: picture-alliance/dpa/TASS/A. Marchenko
পোল্যান্ড
পোল্যান্ডের পরিস্থিতিও খারাপের দিকে৷ সেখানে ৬৮০ জনের দেহে সংক্রমণ ধরা পড়েছে মঙ্গলবার৷ সংখ্যাটা শিগগিরই যে ৭০০ ছাড়াবে তাতে কোনো সন্দেহ নেই৷
ছবি: picture-alliance/NurPhoto/B. Zawrzel
বেলজিয়াম
বেলজিয়ামের একাংশ আর স্পেনেও সংক্রমণ আবার বাড়ছে৷ বেলজিয়ামের এন্টোয়ার্প প্রদেশে তাই জার্মানি থেকে ভ্রমণে যাওয়া নিরুৎসাহিত করা হয়েছে৷
ছবি: picture-alliance/NurPhoto/J. Raa
স্পেন
পশ্চিম ইউরোপের দেশগুলোর মধ্যে সবচেয়ে বেশি করোনা আক্রান্ত এখন স্পেন৷ গত শুক্রবার তারা যুক্তরাজ্যকে পেছনে ফেলেছে৷ স্পেনের বিষয়ে বিশেষ সতর্কতা জারি করেছে সুইজারল্যান্ড সরকার৷ সুইজারল্যান্ডের স্বাস্থ্য মন্ত্রী বলেছেন, কেউ স্পেন সফর করে ফিরলে তাকে অন্তত ১০ দিন কোয়ারান্টিনে থাকতে হবে৷
ছবি: imago images/ZUMA Wire/J. Sanz
আফ্রিকা
গাম্বিয়ায় করোনা সংক্রমণ হুট করে ৬০ ভাগ বেড়ে গেছে৷ আর তাই সারা দেশে তিন সপ্তাহের জন্য কারফিউ ঘোষণা করেছে সরকার৷
ছবি: picture-alliance/AP Photo/S. Sibeko
আফ্রিকা
গাম্বিয়ায় করোনা সংক্রমণ হুট করে ৬০ ভাগ বেড়ে গেছে৷ আর তাই সারা দেশে তিন সপ্তাহের জন্য কারফিউ ঘোষণা করেছে সরকার৷
ছবি: imago images/X. Zheng
ল্যাটিন অ্যামেরিকা
করোনা সংক্রমণে ইউরোপকে ছাড়াতে চলেছে ল্যাটিন অ্যামেরিকা৷ মহাদেশটিতে সংক্রমিতের সংখ্যা ইতিমধ্যে দুই লাখ আট হাজার ছাড়িয়েছে৷
ছবি: AFP/E. Valente
8 ছবি1 | 8
সোমবার থেকে চালু হওয়া এই বিধির পক্ষে এর আগের সপ্তাহেই প্যারিসের মেয়র অ্যান হিডালগো প্রস্তাব রাখেন৷
কোথায় ছড়াচ্ছে সংক্রমণ?
১১ বছরের বেশি বয়েসের প্রত্যেককে মাস্ক পরতে হবে, জানিয়েছে প্যারিস পুলিশ৷ প্যারিসের একশরও বেশি রাস্তায় জারি হয়েছে এই বিধি৷ পুলিশের পক্ষে একটি বিবৃতিতে বলা হয়, ‘‘জুলাইয়ের মাঝামাঝি থেকে এই সব অঞ্চলগুলিতে বাড়তি সংক্রমণ দেখা গেছে৷’’
বাড়তি কড়াকড়ির স্থানগুলির মধ্যে রয়েছে প্যারিসের অন্যতম গুরুত্বপূর্ণ পর্যটনের জায়গাগুলি, যেমন মঁমার্ত্র, সাক্র ক্যুর গির্জা ও সেইন নদীর আশেপাশের অঞ্চল৷
বর্তমানে, গড়ে প্রায় ৪০০জন নতুন করে সংক্রমিত হচ্ছেন এই এলাকাগুলিতে, যার মধ্যে বেশির ভাগ সংক্রমিতের বয়েস বিশ থেকে ত্রিশের মধ্যে৷
শুধু প্যারিসই নয়, বাধ্যতামূলক মাস্ক পরার বিধি জারি করা হয়েছে বেলজিয়াম, নেদারল্যান্ডস, রোমানিয়া ও স্পেনের কিছু অংশেও৷