প্যারিস অলিম্পিকের আগে শত শত অভিবাসীকে সরিয়ে নিচ্ছে পুলিশ
১৮ এপ্রিল ২০২৪
জুলাইয়ে প্যারিসে অনুষ্ঠিত হতে যাওয়া অলিম্পিক গেমসের আগে শহরটিতে বসবাসরত অভিবাসীদের সরিয়ে নিতে বিভিন্ন পদক্ষেপ নিয়েছে প্যারিস পুলিশ৷
বিজ্ঞাপন
অভিবাসীদের জনসাধারণের দৃষ্টি থেকে সরিয়ে নেয়ার পদক্ষেপের অংশ হিসেবে শহরের অভিবাসী ক্যাম্পগুলো ফাঁকা করা হচ্ছে৷
তবে মানবাধিকার সংস্থাগুলো আশঙ্কা করছে, এতে করে উচ্ছেদকৃতরা আরও প্রতিকূল পরিস্থিতির মুখোমুখি হতে পারে৷
বুধবার (১৭ এপ্রিল) অলিম্পিক গেমস শুরু হওয়ার ঠিক ১০০ দিন আগে প্যারিসের পুলিশ শহরের দক্ষিণ উপকণ্ঠের 'ভিট্রি-সুখ-সেইন' এলাকার একটি বড় অভিবাসী ক্যাম্প উচ্ছেদ করেছে৷
একটি পরিত্যক্ত বাস কোম্পানির কার্যালয়ের সামনে খালি জায়গায় স্থাপিত অস্থায়ী ক্যাম্পটিতে প্রায় ৪৫০ জন অভিবাসী ছিলেন৷ যাদের বেশির ভাগই ছিলেন যুবক যুবতী৷ তবে তাদের সঙ্গে কয়েকজন মা ও শিশু ছিলেন বলে জানা গেছে৷
মানবাধিকার সংস্থাগুলো বলছে উচ্ছেদকৃত বেশিরভাগ অভিবাসীর থাকার বৈধ অনুমোদন রয়েছে৷ তারা সামাজিক আবাসন প্রকল্পের আওতায় বাড়ি বরাদ্ধের জন্য অপেক্ষা করছিলেন৷
২৬ জুলাই থেকে ১১ আগস্ট পর্যন্ত অনুষ্ঠিত অলিম্পিক গেমসের আগে শহরটিকে ‘পরিষ্কার' করার উদ্দেশে যাদের এখন বের করে দেয়া হচ্ছে, দীর্ঘমেয়াদে তাদের আবাসন খুঁজে পেতে সমস্যায় পড়তে হবে বলে আশঙ্কা করছে সংস্থাগুলো৷
গ্রিসে জ্বললো প্যারিস অলিম্পিকের মশাল
শুরু থেকে চলে আসা নিয়ম মেনে ১৭ এপ্রিল অলিম্পিকের জন্মভূমি গ্রিসে জ্বালানো হয়েছে অলিম্পিক মশাল৷গ্রিস প্রদক্ষিণ করে মশাল যাবে ২০২৪ অলিম্পিকের আয়োজক দেশ ফ্রান্সে৷ ছবিঘরে অলিম্পিক মশাল প্রজ্জ্বলন অনুষ্ঠানের বিস্তারিত...
ছবি: Angelos Tzortzinis/AFP
জ্বলে ওঠার আগে
গ্রীসের অলিম্পিয়ায় আনুষ্ঠানিকতা শুরুর আগে অলিম্পিক মশাল এবং মশাল জ্বালানোর কলড্রন বা কড়াই৷
ছবি: Alkis Konstantinidis/REUTERS
যার হাতে জ্বললো মশাল
প্রাচীন প্রথা অনুযায়ী এবারও গ্রিসের অলিম্পিয়ায় মশাল জ্বালানোর অনুষ্ঠানে পুরোহিতের ভূমিকা পালন করেন একজন নারী৷ এবার এ ভূমিকায় ছিলেন গ্রিসের অভিনেত্রী ম্যারি মিনা৷ছবিতে আনুষ্ঠানিকতা শুরুর আগে অলিম্পিক শিখা হাতে ম্যারি মিনা৷
ছবি: Alkis Konstantinidis/REUTERS
১০০ দিন আগে...
২০২৪ অলিম্পিক শুরু হবে ২৬ জুলাই৷ বরাবরের মতো এবারও আসর শুরুর ঠিক ১০০ দিন আগে অলিম্পিয়ায় জ্বালানো হলো মশাল৷ ছবিতে অনুষ্ঠানের অন্য পারফর্মারদের সঙ্গে পুরোহিতের ভূমিকা পালন করা ম্যারি মিনা (প্রথম সারির ডান দিকে)৷
ছবি: Alkis Konstantinidis/REUTERS
নৃত্যানুষ্ঠান
মশাল জ্বালানোর অনুষ্ঠানে ম্যারি মিনা এবং সহশিল্পীদের দৃষ্টিনন্দন নাচ৷
ছবি: Angelos Tzortzinis/AFP
সেই মুহূর্ত
অলিম্পিয়ায় মশাল জ্বালালেন ম্যারি মিনা৷এই মুহূর্তটির পরই আসলে শুরু হয়ে যায় অলিম্পিক গেমসের কাউন্টডাউন৷ এবারও তাই হয়েছে৷ শুরু হয়ে গেছে ১০০, ৯৯... এভাবে ২৬ জুলাইয়ের আগমনের ক্ষণ গণনা৷
ছবি: Alkis Konstantinidis/REUTERS
এ আলো ছড়িয়ে যাবে...
অলিম্পিয়ায় অলিম্পিক মশালের হাতবদল৷ গ্রিসের রোয়ার স্তেফানোস ন্তোউসকসের হাতে মশাল তুলে দিচ্ছেন ম্যারি মিনা৷
ছবি: Louisa Gouliamaki/REUTERS
গ্রিস থেকে মশাল যাবে ফ্রান্সে
আগামী ২৬ এপ্রিল অলিম্পিক ২০২৪-এর আয়োজক ফ্রান্স অলিম্পিক অ্যাসোসিয়েশনের কর্মকর্তাদের হাতে তুলে দেয়া হবে মশাল৷ তার আগে টানা ১১ দিন গ্রিসে ঘুরে বেড়াবে অলিম্পিকের এই শিখা৷ ছবিতে মশাল জ্বালানোর অনুষ্ঠানে নৃত্যানুষ্ঠানের এক মুহূর্ত৷
ছবি: Louisa Gouliamaki/REUTERS
১১ দিনে ৫০০ কিলোমিটার
১৭ এপ্রিল অলিম্পিয়ায় ম্যারি মিনার কাছ থেকে মশাল গ্রহণ করার পর ছুটে যাচ্ছেন স্তেফানোস ন্তোউসকস৷ তার হাত থেকে মশাল যাবে দ্বিতীয় জনের কাছে৷ এভাবে নানা জনের হাত ঘুরে ঘুরে ১১ দিনে গ্রিসের ৫০০ কিলোমিটার পথ পরিভ্রমণ করবে অলিম্পিক মশাল৷
ছবি: Louisa Gouliamaki/REUTERS
8 ছবি1 | 8
মানবিক সংগঠন 'মেদিসি দু মোন্দ' এর সদস্য পল আলুজি বলেন, ‘‘ফ্রান্সে স্কু ছিল সবচেয়ে বড় অভিবাসী ক্যাম্প৷ অলিম্পিকের জন্য গত এক বছরে এর আকার প্রায় দ্বিগুণ হয়েছে৷ নগর কর্তৃপক্ষ অলিম্পিক ভিলেজের পার্শ্ববর্তী এলাকা থেকে অভিবাসীদের সরিয়ে দেয়৷ অনেক গৃহহীন মানুষ এখানে আশ্রয় নেয়৷''
কর্তৃপক্ষ জানিয়েছে, আরও কয়েক দিন ধরে উচ্ছেদ অভিযান চালু থাকবে৷
বুধবার (১৭ এপ্রিল) প্রায় ৩০০ জনকে জোরপূর্বক সরিয়ে নেয়া হয়৷ আগের রাতে আরও ১৫০ জন অন্যত্র চলে যায়৷ উচ্ছেদকৃতদের অনেককে ফ্রান্সের অন্যান্য শহরে আনার জন্য বাসে তোলা হয়েছিল৷
কিছু গোষ্ঠী উদ্বেগ প্রকাশ করে বলেছে, এই উচ্ছেদ অভিযান স্কু থেকে উৎখাত করা স্কুল পড়ুয়া শিশুদের মানসিক স্বাস্থ্যের উপর নেতিবাচক প্রভাব ফেলবে৷