প্যারিস অলিম্পিকে পদক তালিকায় একে যুক্তরাষ্ট্র, দ্বিতীয় চীন
১২ আগস্ট ২০২৪
প্যারিস অলিম্পিক শেষ হলো। পদক তালিকায় শীর্ষে অ্যামেরিকা, সমান সংখ্যক সোনা জিতেও দুই নম্বরে চীন।
বিজ্ঞাপন
অলিম্পিকের পদক তালিকায় এক নম্বরে শেষ করলো যুক্তরাষ্ট্র, দ্বিতীয় চীন, তিন নম্বরে জাপান ও চারে অস্ট্রেলিয়া, পাঁচ নম্বরে আয়োজক দেশ ফ্রান্স। জার্মানি আছে ১০ নম্বর স্থানে। একটি রুপো ও পাঁচটি ব্রোঞ্জ নিয়ে ৭১তম স্থানে আছে ভারত। একটি সোনা পেয়ে পাকিস্তান আছে ৬২তম স্থানে। বাংলাদেশ কোনো পদক পায়নি।
প্যারিস অলিম্পিকের শেষ ইভেন্ট মেয়েদের বাস্কেটবলে সোনা জিতে নেয় যুক্তরাষ্ট্র। তার ফলে তাদের সোনার সংখ্যা গিয়ে দাঁড়ায় ৪০। চীনও ৪০টি সোনা জিতেছে। দুই দেশ সমানসংখ্যক সোনা জিতলেও যুক্তরাষ্ট্র ৪৪টি রুপো ও ৪২টি ব্রোঞ্জ জিতেছে। চীন সেখানে ২৭টি রুপো জিতেছে। তারা ব্রোঞ্জ জিতেছে ২৪টি। তাই চীন দ্বিতীয় স্থানে আছে।
জাপান পেয়েছে ২০টি সোনা, ১২টি রুপো ও ১৩টি ব্রোঞ্জ। অস্ট্রেলিয়া পেয়েছে ১৮টি সোনা, ১৯টি রুপো ও ১৬টি ব্রোঞ্জ। ফ্রান্সের ঝুলিতে আছে ১৬টি সোনা, ২৬টি রুপো ও ২২টি ব্রোঞ্জ।
যুক্তরাজ্য ১৪টি সোনা, ২২টি রুপো ও ২৯টি ব্রোঞ্জ পেয়ে সপ্তম স্থানে আছে। আট নম্বরে থাকা রিপাবলিক অফ কোরিয়া ১৩টি সোনা, নয়টি রুপো ও ১০টি ব্রোঞ্জ পেয়েছে। ১০ নম্বরে থাকা জার্মানি পেয়েছে ১২টি সোনা, ১৩টি রুপো ও আটটি ব্রোঞ্জ।
প্যারিস অলিম্পিক
একটা অসাধারণ অলিম্পিক সংগঠন করলো প্যারিস। সেখানে অসাধারণ কিছু মুহূর্ত তুলে ধরলেন ক্রীড়াবিদরা। প্রচুর সুখ ও দুঃখের মুহূর্ত তৈরি হলো। কিছু বিতর্কও হলো।
তবে সেসব ছাপিয়ে প্যারিসে উঠে এসেছে কিছু অ্যাথলিটের অসাধারণ সাফল্যের কাহিনি। যুক্তরাষ্ট্রের ক্রীড়াবিদ বাইলস টোকিও অলিম্পিক থেকে সরে যেতে বাধ্য হয়েছিলেন অসুস্থতার জন্য। তিনি সেই অসুস্থতা কাটিয়ে প্যারিসে তিনটি সোনা ও একটি রুপো জিতেছেন।
প্যারিসে রূপকথা তৈরি করছেন লাইলস, বাইলস, জুলিয়েনরা
প্রায় প্রতিদিনই অসাধারণ সাফল্য দেখছে প্যারিস অলিম্পিক। জন্ম হচ্ছে খেলার জগতে রূপকথার নায়ক-নায়িকাদের।
ছবি: Anadolu/picture alliance
দ্রুততম পুরুষ নোয়া লাইলস
প্যারিস অলিম্পিকে পুরুষদের একশ মিটার দৌড়ে জিতে বিশ্বের দ্রুততম পুরুষ হলেন যুক্তরাষ্ট্রের নোয়া লাইলস। সময় নিলেন নয় দশমিক ৭৯ সেকেন্ড। ফটো ফিনিশে জিতলেন তিনি। ২০০৪ সালের পর আবার যুক্তরাষ্ট্রের একজন অ্যাথলিট পুরুষদের একশ মিটার দৌড় জিতলেন। ২০০৮ থেকে ১৬ পর্যন্ত জিতেছেন জ্যামাইকার উসাইন বোল্টের। অবশ্য বোল্টের রেকর্ড ভাঙতে পারেননি লাইলস।
ছবি: Phil Noble/REUTERS
এমন দৌড় আর হয়নি
একশ মিটারে লাইলস সোনা পেয়েছেন ফটো ফিনিশে। রুপোজয়ী কিশানে থমসনের সময়ও ছিল নয় দশমিক ৭৯। এরপর এক সেকেন্ডকে এক হাজার ভাগ করা হয়। সেখানেই দশমিক শূন্য শূন্য পাঁচ সেকেন্ড আগে দৌড় শেষ করায় লাইলস সোনা জেতেন। আটজন প্রতিযোগীই দৌড় শেষ করেন ১০ সেকেন্ডের কম সময়ে। তাই এই দৌড়কে বিশ্বের অন্যতম সেরা একশ মিটারের দৌড় বলা হচ্ছে।
ছবি: Fabrizio Bensch/REUTERS
জিতে কী বললেন লাইলস
লাইলস বলেছেন, ''আমার জন্য এর থেকে বড় মুহূর্ত আর কিছু হতে পারে না। আমি প্রথম রাউন্ডে ভালো করতে পারিনি। তাই ফাইনালে আরো আগ্রাসী মনোভাব নিয়ে এসেছিলাম। আমি সেভাবেই দৌড়েছি। আমার মনে হয়, আপনাদের আমাকে পছন্দ হয়েছে। আমাকে আরো অনেক দূর যেতে হবে।''
ছবি: Kai Pfaffenbach/REUTERS
বিশ্বের দ্রুততম নারী
প্যারিস অলিম্পিকে দ্রুততম নারী হয়েছেন সেন্ট লুসিয়ার জুলিয়েন অ্যালফ্রেড। ১০ দশমিক ৭২ সেকেন্ডে তিনি একশ মিটার দৌড়েছেন এবং সোনা জিতেছেন। এই দৌড় তাকে অষ্টম দ্রুততম নারীর পরিচিতি দিয়েছে। তবে শুধু এই কারণে নয়, তিনি অলিম্পিক-রূপকথায় নাম তুলে ফেলেছেন, ক্যারিবিয়ানের ছোট দ্বীপ সেন্ট লুসিয়াকে প্রথম অলিম্পিক পদক এনে দিয়ে।
ছবি: Dylan Martinez/REUTERS
সেন্ট লুসিয়ার জুলিয়েন
সেন্ট লুসিয়ার জনসংখ্যা হলো এক লাখ ৮০ হাজার। সেখান থেকে কেউ এর আগে অলিম্পিক পদক জেতেননি। জুলিয়েন জিতলেন। ১২ বছর বয়সে বাবাকে হারানোর দুই বছর পর জ্যামাইকায় চলে যান। তারপর তার দৌড়বিদ হিসাবে প্রশিক্ষণের শুরু। যুব অলিম্পিকে রুপো পাওয়ার পর টেক্সাসে ভর্তি হন। কোচ হিসাবে পান ফ্লোরিয়ালকে। বদলে যান জুলিয়ান।
ছবি: Kai Pfaffenbach/REUTERS
বাইলসের তিন সোনা
প্যারিসে আরেক রূপকথার জন্ম দিয়েছেন বাইলস। ভল্টে তৃতীয় সোনা জিতে নিয়ে। তিনটে সোনা জিতে শুধু নয়, বাইলসের রূপকথার প্রতিটি পরতে আছে এক অনন্য় লড়াই ও মানসিক শক্তির কাহিনি। টোকিওতে মানসিক রোগে আক্রান্ত হয়ে তিনি নিজেকে সরিয়ে নিয়েছিলেন। এবার তিনিই তিনটি সোনা জিতে দেখিয়ে দিলেন, চেষ্টা করলে মানুষ সব যুদ্ধে জয় পেতে পারে। নিজেকে তুলে নিয়ে যেতে পারে এক অনন্য় উচ্চতায়।
ছবি: Anadolu/picture alliance
'টুইস্টিজ' আক্রান্ত বাইলস
টোকিওতে বাইলস মানসিক অসুখ টুইস্টিজে আক্রান্ত হন। এই অসুখে মাথা কাজ করা বন্ধ করে দেয়। অসুস্থ মানুষের সামনে শূন্যতা থাকে শুধু। বাইলস সেই অসুখ সারিয়ে প্যারিস অলিম্পিকে দিলেন ইয়ুরচেঙ্কো ডাবল পাইক ভল্ট যা এখন অনেকেই বাইলস ভল্ট বলছেন। শূন্যে ভেসে দুইবার পাক মেরে ঠিক করে ল্যান্ড করতে হয়। বাইলস করলেন। সোনা পেলেন। সবমিলিয়ে অলিম্পিকে ১০টি সোনা হয়ে গেলো তার।
ছবি: Kyodo/picture alliance
কী বললেন বাইলস?
জেতার পর সামাজিক মাধ্যমে বাইলস বলেছেন, ''অলিম্পিকে পদক জেতার পর আপনারা দয়া করে অ্যাথলিটদের এই প্রশ্ন করা বন্ধ করুন যে, এরপর কী? আমরা গোটা জীবন ধরে যে মুহূর্তটা পেতে চা্ইছি, তাকে উপভোগ করতে দিন।'' সাংবাদিক সম্মেলনে বাইলস বলেছেন, তিনি আর ইয়ুরচেঙ্কো ডাবল স্পাইক ভল্ট দেবেন না। তবে আগামী অলিম্পিক তার দেশে হবে। সেখানে নামবেন কিনা তা বলতে পারছেন না। তখন তার বয়স বেড়ে যাবে।
ছবি: Kyodo/picture alliance
কেঁদে ফেললেন জোকোভিচ
অলিম্পিক টেনিসে সোনা জিতে কেঁদে ফেললেন জোকোভিচ। ফাইনালে অলকারাজকে ৭-৬, ৭-৬-এর হারিয়ে সোনা জেতার পর এই কান্না জোকোভিচের। ২৪টি গ্র্যান্ড স্ল্যাম জেতা জোকোভিচের চোখে জল দেখে অনেকেই অবাক হয়েছেন। জোকোভিচ বলেছেন, ''৩৭ বছর বয়সে সার্বিয়ার হলে সোনা জেতা অসাধারণ অনুভূতি। আবেগ ধরে রাখতে পারছি না। আমি গর্বিত ও খুশি। এটাই আমার সেরা সাফল্য।''
ছবি: Manu Fernandez/AP/picture alliance
৫২ বছর পর
প্যারিস অলিম্পিকে হকিতে রূপকথা-সম জয় পেয়েছে ভারত। ৫২ বছর পর তারা হারাতে পেরেছে অস্ট্রেলিয়াকে। ৩-২ গোলে। ভারতীয় হকি দল এবার অলিম্পিকে ভালো খেলছে। ব্রিটেনকে হারিয়ে সেমিফাইনালেও উঠেছে তারা। একটিমাত্র ম্যাচ হেরেছে তারা বেলজিয়ামের কাছে। সেখানেও তারা ভালো খেলেছে। তবে ৫২ বছর পর অস্ট্রেলিয়াকে হারানোর ঘটনা আলোড়ন তুলেছে ভারতে।
ছবি: Adnan Abidi/REUTERS
10 ছবি1 | 10
ছেলেদের একশ মিটার দৌড়ের সব প্রতিযোগী দশ সেকেন্ডের কমে দৌড় শেষ করেছেন। এমন দৃশ্য তো এর আগে অলিম্পিকে দেখা যায়নি। কেনিয়ার কিপইয়েগন তিনটি সোনা জিতলেন। পাকিস্তানের আরশাদ নাদিম জ্যাভলিনে রেকর্ড করে সোনা জিতলেন। এ সবই প্যারিস অলিম্পিকে সাফল্যের রূপকথাসম কাহিনি হয়ে রইলো।