1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান
সমাজফ্রান্স

প্যারিস মাতালেন জেমস

২৮ জুন ২০২২

প্যারিসে হয়ে গেল ফ্রাঙ্কো-বাংলাদেশ ফ্রেন্ডশিপ ফেস্টিভাল, ২০২২৷ এই উৎসবে ফ্রান্সপ্রবাসী বাংলাদেশিদের জন্য সবচেয়ে বড় আকর্ষণ ছিল জনপ্রিয় ব্যান্ড শিল্পী জেমসের কনসার্ট৷

প্যারিসে হয়ে গেল ফ্রাঙ্কো-বাংলাদেশ ফ্রেন্ডশিপ ফেস্টিভাল, ২০২২৷ এই উৎসবে ফ্রান্সপ্রবাসী বাংলাদেশিদের জন্য সবচেয়ে বড় আকর্ষণ ছিল জনপ্রিয় ব্যান্ড শিল্পী জেমসের কনসার্ট৷
ফাইল ছবিছবি: Givaga/Zoonar/picture alliance

দুপুর না গড়াতেই প্যারিসের উপশহর ‘স্তা’ স্টেডিয়ামমুখী বাংলাদেশিরা৷ তাদের প্রিয় শিল্পী জেমস আসছেন শিল্প-সাহিত্য আর সংস্কৃতির শহরে৷ তিনি মঞ্চে উঠবেন সেই রাত ৯ টার দিকে৷ কিন্তু বিকাল ৩টা থেকেই প্রবাসীরা জড়ো হতে থাকেন ছোট উপশহর স্তায়!

রোববার ছিল ফ্রান্স-বাংলাদেশ বন্ধুত্বের অর্ধশত বছরপূর্তি৷ এছাড়াও ওফিওরা প্রফেশনাল সার্ভিসের দশ বছরপূর্তিকে উদযাপন করবার লক্ষ্যে সংগীত অনুরাগী প্রবাসী বাংলাদেশিদের এমন স্রোত স্টেডিয়াম অভিমুখে৷ বাঁধভাঙা উচ্ছাস ছড়িয়ে পড়ে উৎসব এলাকা ঘিরে৷

২০১৪ সালে জার্মানির ফ্রাঙ্কফুর্টে বাংলা নববর্ষ উপলক্ষে প্রবাসীদের আয়োজিত কনসার্টে জেমসছবি: DW/Arafatul Islam

এই আয়োজনের উদ্যোক্তা ফ্রান্সের তরুণ রাজনীতিবিদ এবং স্থানীয়  মিউনিসিপ্যালে নির্বাচিত কাউন্সিলর বাংলাদেশি বংশোদ্ভূত ফরাসি কৌশিক রাব্বানী খান৷ ফ্রান্স এবং বাংলাদেশের মধ্যকার পঞ্চাশ বছর পূর্তি উৎসব পালনে সহযোগিতায় ছিল প্যারিসের বাংলাদেশ দূতাবাস এবং স্থানীয় স্তা শহরের মেয়র এবং মেইরি৷ 

নানা আয়োজন থাকলেও উদযাপনের মূল আকর্ষণ ছিলেন নগর বাউল জেমস৷ পাশাপাশি জনপ্রিয় ব্যান্ডদল শিরোনামহীনও মাতিয়েছেন প্রবাসীদের৷ যুক্তরাষ্ট্র থেকে এসেছেন সাম্প্রতিককালের ‘আইলারে নয়া দামান’ খ্যাত শিল্পী মুজা৷ এই আয়োজনে জড়ো হন পাঁচ থেকে ছয় হাজার বাংলাদেশি৷ 

সাংস্কৃতিক অনুষ্ঠানের শুরুতে আয়োজক রাব্বানী খানের সঞ্চালনায় বক্তব্য রাখেন ফ্রান্সে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত খন্দকার এম তালহা, স্থানীয় স্তা শহরের মেয়র তাইবি আজিদিন৷ 

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

আরো সংবাদ দেখান
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ