1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

প্যারিস শহরের দৈন্য যখন শূন্যে ভাসে

২০ ডিসেম্বর ২০১৮

নগরায়নের চাপে অনেক শহরেরই পুরানো রূপ লোপ পাচ্ছে৷ প্যারিসের এক ফটোগ্রাফার অভিনব পদ্ধতিতে প্রাচীন ভগ্রপ্রায় বাড়িগুলিকে বিমূর্ত রূপ দিয়ে ভবিষ্যতের জন্য ধরে রাখছেন৷ দরিদ্র পাড়ার মানুষগুলিকেও ভুলে যাননি তিনি৷

Frankreich Nationalfeiertag in Paris
ছবি: Reuters/E. Laurent

লোরঁ শেয়ের একাধারে স্বপ্নদর্শক, টাইম ট্র্যাভেলার ও জাদুকর৷ কারণ, তাঁর বাড়িগুলি শূন্যে ভাসতে পারে৷ তিনি নিজে বলেন, ‘‘সময়ের ছাপ রয়ে গেছে৷ যেমন জং ধরা জানালার শাটার৷ মৃতপ্রায় বাড়ি অথবা যে বাড়ির পুনর্জন্ম হচ্ছে, সেগুলি নিয়ে আমার আগ্রহ বেশি৷ সংস্কারের ঠিক আগের মুহূর্ত আমি ধরে রাখার চেষ্টা করি৷ তারপর আমার আগ্রহ চলে যায়৷''

প্যারিসের নামিদামি রাজপথ থেকে দূরে সাধারণ মানুষের বাড়িঘর ফটোগ্রাফার হিসেবে তাঁর কাছে অনেক বেশি আকর্ষণীয়৷ ফটোশপের মাধ্যমে তিনি সেই বাড়ি শূন্যে ভাসিয়ে দেন৷ অসাধারণ সেই ছবির মধ্যে পরাবাস্তব জাদু ও হালকা, ওজনহীন এক মেজাজ রয়েছে৷ প্যারিসের লুপ্তপ্রায় রূপ তাতে ধরা পড়ে৷ লোরঁ বলেন, ‘‘রোব্যার দোয়ানো বা উইলি রোনিস-এর মতো ফটোগ্রাফার আমাকে অত্যন্ত প্রভাবিত করেন৷ তাঁদের ছবি বড় কাব্যময়৷ আমি ভাবতাম, কোথায় সেই কবিতা, আমার তো চোখে পড়ছে না! আমি তার সন্ধান শুরু করলাম৷ তারপর আগে দেখা পুরানো এক চিমনি, একটা ছাদ, পথের দৃশ্য চোখে পড়লো৷''

অতীত যুগের প্রতি আকুল আকাঙ্ক্ষার বশে লোরঁ শেয়ের প্যারিসের পূর্বদিকে মেলিনমোতঁ-বেলভিল নামের পাড়া ঘুরে দেখেন৷ সেখানে নানা সম্প্রদায়ের মানুষের বসবাস৷ তিনি বলেন, ‘‘এমন জায়গা সত্যি বিরল৷ দুই বছর পর আবার এখানে এলে দেখবেন, সবকিছু কেমন বদলে গেছে৷ সেই প্রক্রিয়া শুরুও হয়ে গেছে৷ ডানদিকে সংস্কার শেষ হয়েছে, ছোট বুটিক ও ডিজাইনার স্টুডিও খোলা হয়েছে৷''

দ্রুত উন্নয়নের মুখে লোরঁ শেয়ের এই পাড়ার চরিত্র ক্যামেরার লেন্সে ধরে রেখেছেন৷ স্থাপত্য, প্রাচীর, তার উপর লেখা, গ্রাফিটি – এসব নথিভুক্ত করা হয়েছে৷ প্রথমে পেন্সিলের আঁচড়ে তিনি নিজের তোলা ছবির অংশ জুড়ে বাড়ি সৃষ্টি করেন৷ সেই সৃষ্টি নিজস্ব এক সত্তা পেয়ে যায়৷ লোরঁ শেয়ের বলেন, ‘‘বাড়িটিকে তার চারিপাশের পরিবেশ থেকে বিচ্ছিন্ন করা যায় কিনা, এই স্কেচের মধ্যেই সঙ্গে সঙ্গে তা দেখা যায়৷''

চলচ্চিত্র জগতেও এমন দৃষ্টান্ত খুঁজে পেয়েছেন লোরঁ শেয়ের৷ যেমন, ফেডেরিকো ফিলেনি, ভিম ভেন্ডার্স বা আলবেয়ার লামোরিস-এর ছবিতে৷ ১৯৫৫ সালে বেলভিলে ‘লাল বেলুন' নামের একটি গোটা ছবির শুটিং হয়েছিল৷ তবে শিল্পী হিসেবে লোরঁ শুধু অতীতেই আবদ্ধ নেই৷

তাঁর তৈরি ফটোমন্টাজে সেইসব মানুষের কাহিনিও তুলে ধরা হয়, যাঁরা সেই এলাকায় বসবাস করেন৷ লোরঁ বলেন, ‘‘আফ্রিকা, আলজেরিয়া, চীনসহ গোটা বিশ্বের মানুষ এখানে এসেছেন৷ এ যেন বাবেল টাওয়ার৷ এটাই এই পাড়ার শক্তি, তার সমৃদ্ধির কারণ৷ খুব নিজস্ব মনে করি বলে আমি শুধু সুখ্যাতিই করছি, যদিও আমি মোটেই সরল নই৷ এই বাঁকা বাড়িটির নাম রেখেছি ‘বিশাল বিভ্রম'৷ যেসব শরণার্থী ভূমধ্যসাগর পেরিয়ে এখানে আসেন, তাঁদের স্বপ্ন ও আশা নিয়েই এই সৃষ্টি৷ প্যারিসের দারিদ্র্য ও দৈন্য লুকিয়ে রাখার জন্যও বেলভিলের প্রয়োজন রয়েছে৷''

কখনো কখনো প্রায় ৩০০ ফটোর সমন্বয়ে লোরঁ তাঁর বাড়ি সৃষ্টি করেন৷ কম্পিউটারে পাজল খেলার মতো সৃষ্টিকর্ম চূড়ান্ত রূপ পায়৷ এবার বইয়ের আকারেও তাঁর ছবির সংগ্রহ প্রকাশিত হয়েছে৷ তার মধ্যে বেলভিল পাড়ার একটি বাড়িও স্থান পেয়েছে৷ প্যারিস শহরের পুরানো রূপ কখনো লোপ পাবে না৷ লোরঁ শেয়ের আগেভাগেই সেই সম্পদ নিরাপদে আকাশে ভাসিয়ে দিয়েছেন৷

সুসানা শ্যুরমান্স/এসবি

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ