1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ইউরোপ জুড়়ে তল্লাসি, সন্ত্রাসের হুমকি

১৯ জানুয়ারি ২০১৫

বেলজিয়ামের এক জিহাদি সেল-এর মুখ্য ষড়যন্ত্রকারী এখনও নিখোঁজ, এথেন্সে সে ধরা পড়েনি৷ জার্মানি ও ফ্রান্সে ইসলাম বিরোধী ব়্যালি নিষিদ্ধ করেছেন কর্তৃপক্ষ৷ এই পরিস্থিতিতে আজ ইইউ পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠক সংঘটিত হচ্ছে৷

EU Außenministerrat 19.01.2015 Brüssel
ছবি: Reuters/Y. Herman

ইইউ পররাষ্ট্রমন্ত্রীবর্গ প্রধানত যে বিষয়টি নিয়ে আলোচনা করবেন, সেটি হল: ইরাক ও সিরিয়ায় ইসলামিক স্টেট ইত্যাদি জঙ্গি গোষ্ঠীর হয়ে যুদ্ধ করার পর যে সব ইউরোপীয় তরুণ – এবং ক্ষেত্রবিশেষে তরুণীরা – দেশে ফিরছে, তাদের কী ভাবে সন্ত্রাসী কার্যকলাপ থেকে বিরত করা যায়৷ আগামী ১২ই ফেব্রুয়ারি ইইউ নেতৃবর্গের শীর্ষবৈঠকেও মূল আলোচ্য বিষয় হবে সন্ত্রাসবাদ প্রতিরোধ৷

শার্লি এব্দো হত্যাকাণ্ডের দ্বিতীয় আততায়ী, শেরিফ কুয়াশি-র বড়ভাই সঈদ কুয়াশি-কেও এবার প্যারিসের কাছে একটি অনামা কবরে গোর দেওয়া হয়েছে৷ এর আগের দিনই শেরিফ কুয়াশি-কে উত্তর-পূর্ব ফ্রান্সের ব়্যাঁস শহরে কবরস্থ করা হয়৷

ব্রাসেলসে মার্কিন দূতাবাসের সামনে প্রহরাছবি: Reuters/E. Vidal

মূল উত্তেজনা এখন যে ব্যক্তিকে নিয়ে, তার নাম আবদেলহামিদ আবাউদ৷ বেলজিয়ামে যে সন্ত্রাসী ‘সেল' পুলিশ ফাঁড়িতে ঢুকে হত্যাকাণ্ড চালানোর পরিকল্পনা করছিল, তাদের মাথা নাকি এই আবাউদ – এবং পুলিশি অভিযানে ‘সেল'-এর দু'জন সদস্য নিহত ও অন্যান্যরা ধরা পড়ার পরেও আবাউদ এখনও পলাতক৷ গ্রিসের রাজধানী এথেন্স-এ যে চারজন ব্যক্তিকে সন্ত্রাসীদের সঙ্গে যুক্ত থাকার সন্দেহে গ্রেপ্তার করা হয়েছে, তাদের মধ্যে আবাউদ ছিল না৷

জার্মানিতে বিতর্ক এখন চরমে, কেননা ইসলাম বিরোধী পেগিডা আন্দোলনের বিশিষ্টতম নেতা লুৎস বাখমান-কে হত্যার প্রচেষ্টা হতে পারে, বন্ধুসুলভ বিদেশি গুপ্তচর বিভাগের কাছ থেকে এই খবর পাওয়ার পরে ড্রেসডেন পুলিশ পেগিডা-র সোমবারের ‘ডেমো' নিষিদ্ধ করেছে – বস্তুত এই সোমবারে ড্রেসডেনে যাবতীয় সমাবেশ নিষিদ্ধ করা হয়েছে৷

এথেন্সে সন্ত্রাসী তল্লাস অভিযানছবি: Imago/Wassilis Aswestopoulos

অতঃপর জার্মানির প্রায় সব দল এবং রাজনীতিক পেগিডা-র সপক্ষে না হলেও, তাদের প্রতিবাদ সমাবেশ করার অধিকারের সপক্ষে অভিমত প্রকাশ করেছেন৷ মূল যুক্তি: সভা-সমাবেশ করে নিজের মত প্রকাশ করার সাংবিধানিক অধিকার এ ভাবে সীমিত করার জন্য কর্তৃপক্ষের কাছে প্রত্যয়যোগ্য কারণ থাকা প্রয়োজন৷ অপরদিকে পেগিডা ও এএফডি দলের প্রতিনিধিরা বলছেন, এ ভাবেই জার্মানির ‘‘ইসলামীকরণ'' ঘটছে৷

বহির্বিশ্বে, বিশেষ করে একাধিক মুসলিম অধ্যুষিত উন্নয়নশীল দেশে শার্লি এব্দো-র নতুন সংখ্যায় হজরত মোহাম্মদ (সা.)-এর চিত্রাঙ্কন নিয়ে ক্ষোভ ও রোষ চরমে পৌঁছেছে৷ আফ্রিকার নাইজার-এ দু'দিনব্যাপী দাঙ্গায় অন্তত দশজন নিহত হয়েছেন এবং একাধিক গির্জায় অগ্নিসংযোগ করা হয়েছে৷ লাহোর, করাচি ও ইসলামবাদ সহ পাকিস্তানের প্রায় সব মুখ্য শহরে প্রতিবাদ প্রদর্শন করা হয়েছে এবং ফরাসি পতাকা পোড়ানো হয়েছে৷

এসি/এসবি (এএফপি, ডিপিএ)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ