1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

প্যারিস হামলা আর উদ্বাস্তু সংকট

২২ নভেম্বর ২০১৫

সব দক্ষিণপন্থি নেতা ও গোষ্ঠী, ফ্রান্সের ল্য পেন থেকে শুরু করে হাঙ্গেরির ওর্বান অথবা জার্মানির পেগিডা আন্দোলন, সকলেরই বক্তব্য এক: উদ্বাস্তুদের স্রোতে মিশে ইউরোপে আসছে সন্ত্রাসীরা৷ জাতিসংঘ অবশ্য এই ধারণার বিরোধিতা করেছে৷

Slowenien Flüchtlinge
ছবি: Getty Images/J. Mitchell

ফ্রান্সের দক্ষিণপন্থি ‘ন্যাশানাল ফ্রন্ট' দলের নেতা মারিন ল্য পেন গত সোমবারেই দাবি তোলেন যে, ফ্রান্সে যাবতীয় অভিবাসী গ্রহণ অবিলম্বে বন্ধ করতে হবে৷ ল্য পেন একটি বিবৃতিতে বলেন যে, শুক্রবার প্যারিসের আক্রমণে সংশ্লিষ্ট এক সন্ত্রাসী গতমাসে গ্রিসে এসে পৌঁছায়৷

হাঙ্গেরির প্রধানমন্ত্রী ভিক্টর ওর্বান সোমবার বুদাপেস্ট সংসদে বলেন যে, উদ্বাস্তু সংকটের ফলে ইউরোপীয় ইউনিয়ন ‘‘দুর্বল, অনিশ্চিত ও অক্ষম'' হয়ে পড়েছে৷ এছাড়া ইইউ-এর সদস্যদেশগুলির মধ্যে উদ্বাস্তুদের বেঁটে নেওয়ার পরিকল্পনা বেআইনি ও তার ফলে ‘‘ইউরোপে সন্ত্রাসবাদ ছড়াবে''৷

জার্মানিতে দক্ষিণপন্থি পেগিডা আন্দোলন – যাদের নামই হল ‘প্রতীচ্যের ইসলামীকরণের বিরুদ্ধে দেশপ্রেমী ইউরোপীয়দের' জোট – যথারীতি তাদের সোমবারের ‘ডেমো' অব্যাহত রেখেছে৷ ড্রেসডেন শহরে দশ হাজার পেগিডা সমর্থকদের সামনে পেগিডা নেতা সিগফ্রিড ড্যাব্রিটৎস বলেন যে, প্যারিসের আক্রমণ ছিল ‘‘এমন একটি অভিবাসন নীতির পরিণাম, যা পুরোপুরি বিদেশি সংস্কৃতির সম্পূর্ণ ভিন্ন মূল্যবোধ সংযুক্ত মানুষদের এমন সব দেশে ও অঞ্চলে নিয়ে আসে, যেখানকার সংস্কৃতি এই অভিবাসীরা ঘৃণার চক্ষে দেখে''৷

জাতিসংঘ উদ্বাস্তুদের সন্ত্রাসবাদীদের পর্যায়ে ফেলার বিরোধিতা করেছে৷ জাতিসংঘের মুখপাত্র স্তেফানে জুয়ারিচ সোমবারেই বলেন, ‘‘বিপন্ন মানুষ, যারা নিজেরাই সহিংসতা থেকে পালাচ্ছে, তাদের দোষী করাটা সঠিক পন্থা হবে না''৷ জার্মানির প্রতিরক্ষামন্ত্রী উর্সুলা ফন ডেয়ার লাইয়েন সোমবার একটি জার্মান পত্রিকার সাক্ষাৎকারে বলেন, ‘‘উদ্বাস্তুদের সন্ত্রাসবাদীর পর্যায়ে ফেলার মতো ভুল করা উচিত নয়''৷

জার্মান চ্যান্সেলর আঙ্গেলা ম্যার্কেলের মিত্র জার্মান রাজনীতিক মিশায়েল ফুক্স ডিডাব্লিউ টেলিভিশনের অনুষ্ঠানে সঞ্চালক টিম সেবাস্টিয়ানকে বলেন, ‘‘উদ্বাস্তুরা যে পিছনে মূল কারণ, এ কথা ঠিক নয়৷''

Michael Fuchs on Conflict Zone

26:04

This browser does not support the video element.

এসি/ডিজি (ডিডাব্লিউ)

প্রিয় পাঠক, আপনার কী মনে হয়? প্যরিস সন্ত্রাসের সাথে উদ্বাস্তুদের কি সম্পর্ক রয়েছে ? নীচের মন্তব্যের ঘরে লিখে জানান ৷

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ