1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

প্যারিস সম্মেলন সম্পর্কে হাসান

জাহিদুল হক২৮ নভেম্বর ২০১৫

ভোলার মোহাম্মদ হাসান৷ জলবায়ু পরিবর্তনের শিকার হয়ে তাঁকে এখন পর্যন্ত ছয়বার বসবাসের স্থান পরিবর্তন করতে হয়েছে৷ প্রতিবারই বন্যার পানি এসে তাঁর ও তাঁর পরিবারের থাকার জায়গায় ভাসিয়ে নিয়ে গেছে৷

Bangladesch Überschwemmungen
ছবি: picture-alliance/dpa

ডয়চে ভেলের সঙ্গে সাক্ষাৎকারে হাসান জানান, এখন আর তাঁর কাছে টাকা নেই৷ অর্থের অভাবে তাঁকে ও তাঁর পরিবারকে প্রায়সময় না খেয়ে থাকতে হচ্ছে৷ জীবন বাঁচাতে অন্যের মাছ ধরার নৌকায় শ্রমিক হিসেবে কাজ করছেন হাসান৷

মেঘনা নদীর তীরে হাসানের বাস৷ জলবায়ু পরিবর্তনের কারণে হিমালয়ের বরফ গলে মেঘনার পানি বেড়ে যাওয়ায় ঘরবাড়ি ভেঙে যাওয়া নিয়মিত ব্যাপার হয়ে দাঁড়িয়েছে৷ চলতি শতাব্দীতে পানির উচ্চতা চার মিটার পর্যন্ত বেড়ে গিয়ে ভোলার অধিকাংশ এলাকা ডুবে যাওয়ার আশঙ্কা রয়েছে৷

Bangladesh: Bhola threatened with submersion

05:14

This browser does not support the video element.

হাসান বলেন, সরকার অনেক সময় সাহায্য করার কথা বললেও এখনও কিছু করেনি৷ হাসানের মতো গত দুই বছরে প্রায় বিশ হাজার পরিবার নিজেদের ঘর ছাড়তে বাধ্য হয়েছেন৷ তাদের অনেকে চাকরিও হারিয়েছেন৷

জলবায়ু পরিবর্তনের শিকার হওয়া অনেক ভোলাবাসী জীবন বাঁচাতে ঢাকা চলে যাচ্ছেন, তাঁরা জলবায়ু শরণার্থী হয়ে পড়ছেন৷

ভোলা ছেড়ে সুদূর প্যারিসে জলবায়ু পরিবর্তন নিয়ে যে সম্মেলন হচ্ছে সেটা জানেন হাসান৷ তাঁর শুধু আশা, সেখানে যেন এমন কিছু হয় যা তাঁর জীবনে পরিবর্তন আনবে৷

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ