1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

প্যারিস সম্মেলন সম্পর্কে হাসান

জাহিদুল হক২৮ নভেম্বর ২০১৫

ভোলার মোহাম্মদ হাসান৷ জলবায়ু পরিবর্তনের শিকার হয়ে তাঁকে এখন পর্যন্ত ছয়বার বসবাসের স্থান পরিবর্তন করতে হয়েছে৷ প্রতিবারই বন্যার পানি এসে তাঁর ও তাঁর পরিবারের থাকার জায়গায় ভাসিয়ে নিয়ে গেছে৷

Bangladesch Überschwemmungen
ছবি: picture-alliance/dpa

ডয়চে ভেলের সঙ্গে সাক্ষাৎকারে হাসান জানান, এখন আর তাঁর কাছে টাকা নেই৷ অর্থের অভাবে তাঁকে ও তাঁর পরিবারকে প্রায়সময় না খেয়ে থাকতে হচ্ছে৷ জীবন বাঁচাতে অন্যের মাছ ধরার নৌকায় শ্রমিক হিসেবে কাজ করছেন হাসান৷

মেঘনা নদীর তীরে হাসানের বাস৷ জলবায়ু পরিবর্তনের কারণে হিমালয়ের বরফ গলে মেঘনার পানি বেড়ে যাওয়ায় ঘরবাড়ি ভেঙে যাওয়া নিয়মিত ব্যাপার হয়ে দাঁড়িয়েছে৷ চলতি শতাব্দীতে পানির উচ্চতা চার মিটার পর্যন্ত বেড়ে গিয়ে ভোলার অধিকাংশ এলাকা ডুবে যাওয়ার আশঙ্কা রয়েছে৷

Bangladesh: Bhola threatened with submersion

05:14

This browser does not support the video element.

হাসান বলেন, সরকার অনেক সময় সাহায্য করার কথা বললেও এখনও কিছু করেনি৷ হাসানের মতো গত দুই বছরে প্রায় বিশ হাজার পরিবার নিজেদের ঘর ছাড়তে বাধ্য হয়েছেন৷ তাদের অনেকে চাকরিও হারিয়েছেন৷

জলবায়ু পরিবর্তনের শিকার হওয়া অনেক ভোলাবাসী জীবন বাঁচাতে ঢাকা চলে যাচ্ছেন, তাঁরা জলবায়ু শরণার্থী হয়ে পড়ছেন৷

ভোলা ছেড়ে সুদূর প্যারিসে জলবায়ু পরিবর্তন নিয়ে যে সম্মেলন হচ্ছে সেটা জানেন হাসান৷ তাঁর শুধু আশা, সেখানে যেন এমন কিছু হয় যা তাঁর জীবনে পরিবর্তন আনবে৷

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ