1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

জলবায়ু পরিবর্তন

২৮ নভেম্বর ২০১৫

ফ্রান্সের প্যারিসে সোমবার থেকে জাতিসংঘের আয়োজনে শুরু হতে যাচ্ছে জলবায়ু পরিবর্তন বিষয়ক সম্মেলন৷ বিশ্বকে বাঁচাতে একটি চুক্তি স্বাক্ষরের লক্ষ্যে সেখানে উপস্থিত হবেন বিশ্বনেতারা৷

Schwäbische Alb - Filsenberg bei Mössingen
ছবি: imago/Arnulf Hettrich

১২ দিনব্যাপী এই সম্মেলন শুরুর আগে কয়েকটি তথ্য জেনে নেয়া যেতে পারে৷ ইউনিসেফ-এর হিসেবে, বিশ্বের প্রায় ৫৩ কোটি শিশু মাত্রাতিরিক্ত বন্যাপ্রবণ এলাকায় বাস করে৷ এর মধ্যে ৩০ কোটি শিশু বাস করে এমন দেশগুলোতে যেখানকার অর্ধেক বা তারও বেশি মানুষ দরিদ্র৷ এছাড়া প্রায় ১৬ কোটি শিশুর বাস অত্যধিক খরাপ্রবণ অঞ্চলে৷ আর ১৫ কোটি শিশুর বাস এমন সব এলাকায় যেগুলোতে সাইক্লোনের প্রবণতা রয়েছে৷

একটি সংক্ষিপ্ত ইমেল পাঠানো মানে বায়ুমণ্ডলে ৪ গ্রাম কার্বন-ডাই অক্সাইড ছড়িয়ে দেয়া৷ সে হিসেবে ৬৫টি ইমেল পাঠানো মানে আপনি একটি মাঝারি আকারের গাড়ি এক কিলোমিটার চালিয়ে পরিবেশের যে ক্ষতি করতেন, সেটা করা৷

বিশ্বব্যাংকের এক প্রতিবেদন বলছে, আগামী ১৫ বছরে বিশ্বের আরও প্রায় ১০ কোটি মানুষকে দরিদ্রতার দিকে ঠেলে দেয়ার ক্ষমতা আছে জলবায়ু পরিবর্তনের৷

১৯৯৫ সাল থেকে ২০১৪ পর্যন্ত বিশ্বের দেশগুলো জলবায়ু পরিবর্তনের সঙ্গে খাপ খাইয়ে নেয়ার ক্ষমতা কতটা অর্জন করেছে তার হিসাব করেছে নোত্র দাম বিশ্ববিদ্যালয়৷

এবার প্রসঙ্গ বাংলাদেশ৷ জলবায়ু পরিবর্তনের শিকার হওয়া দেশের তালিকায় নাম আছে বাংলাদেশের৷ প্যারিস সম্মেলনকে ঘিরে ব্রিটেনের চ্যানেল ফোর বাংলাদেশের উপর একটি প্রতিবেদন তৈরি করেছে৷ এতে বলা হয়, বাংলাদেশের উপর জলবায়ু পরিবর্তনের প্রভাব ইতিমধ্যেই বেশ ভালভাবে পড়েছে৷

সংকলন: জাহিদুল হক

সম্পাদনা: সঞ্জীব বর্মন

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ