ফ্রান্সের প্যারিসে সোমবার থেকে জাতিসংঘের আয়োজনে শুরু হতে যাচ্ছে জলবায়ু পরিবর্তন বিষয়ক সম্মেলন৷ বিশ্বকে বাঁচাতে একটি চুক্তি স্বাক্ষরের লক্ষ্যে সেখানে উপস্থিত হবেন বিশ্বনেতারা৷
বিজ্ঞাপন
১২ দিনব্যাপী এই সম্মেলন শুরুর আগে কয়েকটি তথ্য জেনে নেয়া যেতে পারে৷ ইউনিসেফ-এর হিসেবে, বিশ্বের প্রায় ৫৩ কোটি শিশু মাত্রাতিরিক্ত বন্যাপ্রবণ এলাকায় বাস করে৷ এর মধ্যে ৩০ কোটি শিশু বাস করে এমন দেশগুলোতে যেখানকার অর্ধেক বা তারও বেশি মানুষ দরিদ্র৷ এছাড়া প্রায় ১৬ কোটি শিশুর বাস অত্যধিক খরাপ্রবণ অঞ্চলে৷ আর ১৫ কোটি শিশুর বাস এমন সব এলাকায় যেগুলোতে সাইক্লোনের প্রবণতা রয়েছে৷
একটি সংক্ষিপ্ত ইমেল পাঠানো মানে বায়ুমণ্ডলে ৪ গ্রাম কার্বন-ডাই অক্সাইড ছড়িয়ে দেয়া৷ সে হিসেবে ৬৫টি ইমেল পাঠানো মানে আপনি একটি মাঝারি আকারের গাড়ি এক কিলোমিটার চালিয়ে পরিবেশের যে ক্ষতি করতেন, সেটা করা৷
বিশ্বব্যাংকের এক প্রতিবেদন বলছে, আগামী ১৫ বছরে বিশ্বের আরও প্রায় ১০ কোটি মানুষকে দরিদ্রতার দিকে ঠেলে দেয়ার ক্ষমতা আছে জলবায়ু পরিবর্তনের৷
১৯৯৫ সাল থেকে ২০১৪ পর্যন্ত বিশ্বের দেশগুলো জলবায়ু পরিবর্তনের সঙ্গে খাপ খাইয়ে নেয়ার ক্ষমতা কতটা অর্জন করেছে তার হিসাব করেছে নোত্র দাম বিশ্ববিদ্যালয়৷
এবার প্রসঙ্গ বাংলাদেশ৷ জলবায়ু পরিবর্তনের শিকার হওয়া দেশের তালিকায় নাম আছে বাংলাদেশের৷ প্যারিস সম্মেলনকে ঘিরে ব্রিটেনের চ্যানেল ফোর বাংলাদেশের উপর একটি প্রতিবেদন তৈরি করেছে৷ এতে বলা হয়, বাংলাদেশের উপর জলবায়ু পরিবর্তনের প্রভাব ইতিমধ্যেই বেশ ভালভাবে পড়েছে৷
জলবায়ু পরিবর্তন যা করেছে, যা করবে
রবিবার থেকে প্যারিসে জাতিসংঘের আয়োজনে শুরু হচ্ছে জলবায়ু সম্মেলন৷ চলুন এর আগে জলবায়ু পরিবর্তনের কিছু ক্ষতিকর প্রভাব সম্পর্কে জেনে নিই৷
ছবি: gemeinfrei
তবুও আমস্টারডাম ডুবে যাবে!
বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধি ২ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে রাখা নিয়ে আসন্ন প্যারিস জলবায়ু সম্মেলনে আলোচনা হবে৷ সেক্ষেত্রে সবাই একমত হলেও সমুদ্রের পানির উচ্চতা এক মিটারের বেশি বেড়ে যাওয়ার আশঙ্কা রয়েছে৷ আর সেটা হলে ডুবে যাবে নেদারল্যান্ডসের আমস্টারডাম শহর ৷
ছবি: CC BY 2.0 Duncan Hull
কোরাল রিফ
অস্ট্রেলিয়ার গ্রেট ব্যারিয়ার রিফে স্নরকেলিং করতে নেমে নিমো-র সঙ্গে সেলফি তুলতে চান? তাহলে এখনই যেতে হবে৷ কারণ তাপমাত্রা ২ ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পেলে প্রবালপ্রাচীর নিশ্চিহ্ন হয়ে যাবে৷ এখনই পানির তাপমাত্রা বৃদ্ধি পাওয়ার কারণে প্রবালপ্রাচীর ক্ষয় হয়ে যাচ্ছে৷
ছবি: picture-alliance/ dpa
স্কি আর নয়?
ওইসিডি-র হিসেবে জলবায়ু পরিবর্তনের কারণে তুষারের স্তর কমে যাওয়ায় আল্পসে স্কি করার জায়গা কমে যাচ্ছে৷ ফলে ইতিমধ্যে স্কি এলাকার অনেক রিসোর্ট বন্ধ হয়ে গেছে৷ অন্যরা ব্যবসা টিকিয়ে রাখতে গরমের সময় হিমবাহগুলো ঢেকে রাখার ব্যবস্থা করে৷
ছবি: picture-alliance/chromorange
ভেনিস সহ আরও যেসব শহর
জলবায়ু পরিবর্তনের ফলে যেসব শহর হুমকির মুখে রয়েছে তার মধ্যে ইটালির ভেনিস একটি৷ আরও আছে ঢাকা, মিয়ামি, নিউ ইয়র্ক, ব্যাংকক, হং কং, হো চি মিন সিটি, টোকিও, মুম্বই ইত্যাদি৷
ছবি: picture-alliance/dpa
নর্থওয়েস্ট প্যাসেজ
একসময় এই রুট পাড়ি দেয়া ছিল অভিযাত্রীদের স্বপ্ন৷ এটা করতে গিয়ে অনেকের মৃত্যু হয়েছে৷ তবে জলবায়ু পরিবর্তনের কারণে বরফ গলে যাওয়ায় প্রমোদতরী কোম্পানিগুলো লাভবান হচ্ছে৷
ছবি: DW/I.Quaile
ঘুরে বেড়ানোর এখনই সময়
জলবায়ু পরিবর্তনের কারণে ক্যালিফোর্নিয়ায় প্রায়ই খরা দেখা দিচ্ছে৷ গত তিন বছর সেখানে রেকর্ড পরিমাণ উচ্চ তাপমাত্রা ছিল৷ ফলে আপনি যদি ক্যালিফোর্নিয়ার কাঠবাদামের গাছের নীচে কিংবা ব্রাজিলের কফি ও ভিয়েতনামের ধানক্ষেতে ঘুরে বেড়াতে চান তাহলে এখনই করে ফেলা ঠিক হবে৷
ছবি: Reuters/L. Nicholson
গ্লেসিয়ার ন্যাশনাল পার্ক
১৯ শতকের মাঝামাঝি যুক্তরাষ্ট্রের মনটানা রাজ্যের ‘গ্লেসিয়ার ন্যাশনাল পার্ক’ এ প্রায় দেড়শোটির মতো হিমবাহ ছিল৷ কিন্তু ২০১০ সালের হিসেবে সেখানে এখন হিমবাহের সংখ্যা মাত্র ২৪৷ ২০৩০ সাল নাগাদ সংখ্যাটা শূন্যের কোটায় নেমে আসতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে৷