প্যারিস হামলার দায় স্বীকার করেছিল তথাকথিত ইসলামিক স্টেট৷ সপ্তাহান্তে ফ্রান্সের আঞ্চলিক নির্বাচনে তারই ফায়দা তুললো ন্যাশানাল ফ্রন্ট দল৷ চরম ইসলামপন্থি ও চরম দক্ষিণপন্থিদের অদ্ভুত সম্পর্ক দেখতে পাচ্ছেন অনেকে৷
বিজ্ঞাপন
সন্ত্রাসী হামলার ঠিক পরেই নির্বাচন অনুষ্ঠিত হলে কী হয়, তা এর আগে স্পেন সহ ইউরোপের একাধিক দেশে টের পাওয়া গেছে৷ ইসলাম-বিরোধী হাওয়া কাজে লাগিয়ে বিশাল সাফল্য অর্জন করেছে চরম দক্ষিণপন্থি ন্যাশানাল ফ্রন্ট দল৷ আঞ্চলিক নির্বাচনে তাদের সাফল্য ফ্রান্স সহ গোটা ইউরোপকে দুশ্চিন্তায় ফেলেছে৷
ইউরোপে দক্ষিণপন্থিদের সাফল্য এই প্রথম নয়৷ সম্প্রতি পোল্যান্ডে নির্বাচনে জিতে ক্ষমতায় এসেছে এমনই এক দল৷ পোল্যান্ড ও ফ্রান্সের মতো গুরুত্বপূর্ণ দেশে ভোটাররা মূল স্রোতের রাজনৈতিক দলগুলির প্রতি আস্থা হারিয়ে যেভাবে দক্ষিণপন্থিদের শরণাপন্ন হচ্ছে, তাকে অশনি সংকেত হিসেবে দেখছেন অনেকে৷
ফ্রান্সে ইদানীংকালে চরম ইসলামপন্থি ও চরম দক্ষিণপন্থিদের দৌরাত্ম্যের মধ্যে অদ্ভুত এক সম্পর্ক নিয়েও দুশ্চিন্তায় পড়ছেন শুভবুদ্ধিসম্পন্ন অনেক মানুষ৷
ব্যঙ্গচিত্রের মাধ্যমেও সেই হতাশা প্রকাশিত হচ্ছে৷
ফ্রান্সের দক্ষিণে প্রশাসনিক অঞ্চল কোৎ দাজুর-এ প্রায় ৪০ শতাংশ ভোট পেয়েছেন ন্যাশানাল ফ্রন্ট নেত্রী মারিন ল্য পেন-এর আত্মীয় মারিয়ন মারেশাল ল্য পেন৷
আগামী রবিবার আঞ্চলিক পর্যায়ের দ্বিতীয় দফার ভোট অনুষ্ঠিত হবে৷ এই অবস্থায় নিজেদের ভেদাভেদ ভুলে ন্যাশানাল ফ্রন্ট-এর বিরুদ্ধে একযোগে রুখে দাঁড়ানোর প্রস্তুতি শুরু করেছে মূল স্রোতের রাজনৈতিক দলগুলি৷ সমাজতান্ত্রিক দল সোমবার কিছু এলাকায় নিজেদের প্রার্থী প্রত্যাহার করে প্রতিদ্বন্দ্বী রক্ষণশীল দলের প্রার্থীদের শক্তিশালী করে তোলার সিদ্ধান্ত নিয়েছে৷
‘আমিই প্যারিস’
কোটি কোটি মানুষ সহমর্মিতা প্রকাশ করছে প্যারিসের প্রতি৷ শিল্পীরা আঁকছেন ছবি৷ যে শহরে প্রতি বছর কোটি মানুষ যায় মুগ্ধ হতে, সেই শহরের বুকে ১২৯টি নিরীহ প্রাণ কেড়ে নেয় সন্ত্রাসীরা৷ দেখুন প্যারিসের দুঃখে কাতর শিল্পীদের ছবি৷
ছবি: Twitter/@Zeli50/Chaunu
প্যারিসের জন্য শান্তি কামনা
বৃত্তের মধ্যে আইফেল টাওয়ারের এই ছবিটি এঁকেছেন শিল্পী জঁ জুলিয়েন৷ ছবির শিরোনাম, ‘পিস ফর প্যারিস’৷ প্যারিসের আক্রান্ত হওয়ার খবর জানার পরই আঁকা এই ছবিটি #PeaceForParis নামে ছড়িয়ে পড়েছে সারা বিশ্বে৷ অনেকেই উল্কি এঁকে শরীরে রাখছেন #PeaceForParis, কেউ কেউ আবার পড়ছেন #PeaceForParis সম্বলিত টি-শার্ট৷
ফ্রান্সের কেরিক্যাচার শিল্পী #Baudry-ও তাঁর প্রিয় শহরে শত মানুষের আর্তনাদ দেখে ব্যথিত৷ তাঁর তুলিতে প্যারিস তাই রক্তে আবৃত৷ রক্তাক্ত প্যারিসের মাঝখান দিয়ে ক্ষীণ রেখা হয়ে বয়ে চলেছে সেন নদী৷ এ নদী অনমনীয়তার প্রতীক৷ শিল্পী যেন বোঝাতে চেয়েছেন সন্ত্রাসীরা বর্বরোচিত হামলায় যত রক্তই ঝরাক প্যারিসের জীবন নদীর মতো বয়ে যাবেই৷
ছবি: Twitter/@cyrilrtour/@hervebaudry
রক্তাক্ত পতাকা
#JeSuisParis নাম দিয়ে রক্তাক্ত পতাকার এই ছবিটি সামাজিক যোগাযোগের মাধ্যমে ছড়িয়ে দিয়েছেন আরেক ক্যারিকেচার শিল্পী কার্লোস লাটুফ৷ এটিও ভীষণ সাড়া জাগিয়েছে৷
ছবি: Twitter/@ClaudeGaignard/@LatuffCartoons
দৈত্যের কবলে...
আলাদীনের চেরাগের সেই দৈত্যও উঠে এসেছে শিল্পীর আঁকা ছবিতে৷ প্যারিসের আর কিছু না হোক আইফেল টাওয়ারটা তো সবাই চেনে৷ প্যারিসের প্রতীকই আইফেল টাওয়ার৷ গল্পের দৈত্যকে প্রদীপ ঘষে ডেকে আনলে সে তার মনিবের আদেশ পালন করতো৷ ছবিতে শিল্পী #MarianKamensky অশুভ শক্তি হিসেবে আইএস-কেই বানিয়েছেন দৈত্য৷ সেই দৈত্য গলা টিপে ধরেছে আইফেল টাওয়ারের৷
ছবি: Twitter/@DonzelliX/@MarianKamensky1
শোকে নুয়ে পড়া আইফেল টাওয়ার
শিল্পী চাউনু-র আঁকা এই ছবিতে সকল প্যারিসবাসীর সঙ্গে একাত্ম হয়ে আইফেল টাওয়ারও নুয়ে পড়েছে শোকে৷ নুয়ে এক প্যারিসবাসীকে জড়িয়ে ধরে সমবেদনা জানাচ্ছে৷ নারীর মাথায় জ্যাকোবিন টুপি৷ ফরাসি বিপ্লবের স্মৃতি স্মরণ করিয়ে ফরাসিদের উদ্বুদ্ধ করে এই টুপি৷