1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

আবদেসালামের বিচার শুরু

৫ ফেব্রুয়ারি ২০১৮

দু'বছর আগে ব্রাসেলসে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে জড়িত থাকার অভিযোগে বিচার শুরু হচ্ছে সালাহ আবদেসালামের৷ একাধিক জঙ্গি হামলায় জড়িত থাকার অভিযোগে মরোক্কান বংশোদ্ভূত এই ফরাসি নাগরিককে প্যারিসেও বিচারের মুখোমুখি হতে হবে৷

Belgien Zeitung Het Nieuwsblad Salah Abdeslam
ছবি: picture-alliance/maxpp/A. Marchi

২০১৫ সালে ভয়াবহ এক হামলায় ফ্রান্সের রাজধানী প্যারিসে ১৩০ জন নিহত হয়৷ এরপর ২০১৬ সালের মার্চে বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে এক বন্দুকযুদ্ধে তিন পুলিশ কর্মকর্তা আহত এবং এক সন্দেহভাজন জঙ্গি নিহত হয়৷ ২৮ বছর বয়সি সালাহ আবদেসালাম দু'টি ঘটনাতেই জড়িত বলে সন্দেহ করা হচ্ছে৷ এছাড়া ব্রাসেলসের আত্মঘাতি বোমা হামলাতে তার হাত থাকতে পারে বলে সন্দেহ করা হচ্ছে৷ সেই হামলায় নিহত হয়েছিল ৩২ জন৷

 ২০১৫ সালের প্যারিস হামলার পর থেকেই সালাহ আবদেসালাম ইউরোপের সব দেশের পুলিশের কাছেই  ‘মোস্ট ওয়ান্টেড'৷ ২০১৬ সালের ব্রাসেলস হামলার কয়েকদিন পর তাকে আটক করা হয়৷ তারপর থেকে এতদিন তিনি ফ্রান্সের এক কারাগারে ছিলেন৷ প্যারিসের কাছের সেই কারাগারে অনেকবার জিজ্ঞাসাবাদ করা হয়েছে তাকে৷ কিন্তু তদন্তকাজে কোনো সহায়তা করেননি তিনি, বরং গোয়েন্দাদের সঙ্গে কথা বলতেও অস্বীকৃতি জানিয়েছেন বারবার৷

সোমবার কঠোর প্রহরায় সালাহ আবদেসালামকে প্যারিস থেকে ব্রাসেলসে নিয়ে আসা হয়৷ ব্রাসেলস এখন নিরাপত্তার চাদরে ঢাকা৷ যে কোনো সময় সন্ত্রাসী হামলা হতে পারে – এমন আশঙ্কায় পুলিশ সর্বোচ্চ সতর্কাবস্থায় রয়েছে৷ ব্রাসেলসের আদালতের মুখোমুখি হওয়ার পর আবদেসালামকে আবার ফিরে যেতে হবে প্যারিসে৷ ফ্রান্সের আদালতেও জঙ্গি হামলায় জড়িত সন্দেহে বিচার হবে তার৷

এসিবি/ডিজি (এএফপি, ডিপিএ, এপি)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ