1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

প্রকাশনাগুলোকে স্বত্বাধিকার আইন মেনে চলতে হবে - মেসবাহুদ্দীন

২৫ অক্টোবর ২০১১

বিশ্বের বিভিন্ন ভাষার জনপ্রিয় বইয়ের অনুবাদ করা হয়েছে বাংলা ভাষায়৷ অথচ বিশ্বের মানুষ জানতেই পারেন না যে বাংলা ভাষায় এসব বই অনুবাদ করা হয়েছে৷ স্বত্বাধিকার আইন না মানার কারণে এমন অবস্থা বলে জানালেন মেসবাহুদ্দীন আহমেদ৷

Mesbahuddin Ahmed, Chef von Ankur Prakashani und Nazmunnesa in Frankfurter Buchmesse in 2011 Datum: 15.10.2011 Eigentumsrecht: Ain o Shalish Kendra, Dhaka, Bangladesch
ফ্রাঙ্কফুর্ট বইমেলা ঘুরে দেখছেন মেসবাহুদ্দীন আহমেদ ও নাজমুন নেসাছবি: Ain o Shalish

বাংলাদেশের অন্যতম স্বনামধন্য প্রতিষ্ঠান অঙ্কুর প্রকাশনীর পরিচালক মেসবাহুদ্দীন আহমেদ ১৯৮৬ সাল থেকে নিয়মিত বিশ্বের বৃহত্তম বইমেলা ফ্রাঙ্কফুর্ট বইমেলা থেকে শুরু করে বিভিন্ন বইমেলা পরিদর্শন করেন৷ ফ্রাঙ্কফুর্ট বইমেলায় বাংলাদেশের অংশগ্রহণ না থাকা এবং প্রকাশনা জগতের নানা দিক নিয়ে কথা বললেন ডয়চে ভেলের সাথে৷

ফ্রাঙ্কফুর্ট বইমেলায় বাংলাদেশি প্রকাশনা প্রতিষ্ঠানের অংশগ্রহণ সম্পর্কে তিনি বলেন, ‘‘এই বইমেলায় কয়েকবার বাংলাদেশের স্টল ছিল৷ আমি নিজেও স্টল নিয়ে অংশগ্রহণ করেছি৷ তবে সেটা ছিল বইমেলা কর্তৃপক্ষের আমন্ত্রণে৷ তবে একটা বিষয় দেখে খুব কষ্ট হয় যে, বাংলাদেশের কিছু প্রকাশনী ফ্রাঙ্কফুর্টের বইমেলায় অংশগ্রহণের জন্য নাম লেখায়, অথচ মেলায় আসে না৷ এটা আরো খারাপ৷ এছাড়া ২০০৯ সালে দেখা গেছে, একটি প্রকাশনী মেলার প্রথমদিন শুধু ছিল৷ এরপর তারা স্টল বন্ধ করে চলে গেছে৷’’ এই বইমেলায় অংশ নিতে হলে বাংলাদেশ সরকার এবং প্রকাশক সমিতিকে যৌথভাবে দীর্ঘমেয়াদী প্রস্তুতি নিতে হবে বলে উল্লেখ করেন মেসবাহুদ্দীন আহমেদ৷

মেসবাহুদ্দীন আহমেদছবি: DW

এছাড়া বাংলাদেশের অনেক প্রকাশনা প্রতিষ্ঠান স্বত্বাধিকার আইন মেনে অনুবাদ বই প্রকাশ না করায় বিশ্বের বিভিন্ন সংগ্রহশালা ও জাদুঘরে বাংলা ভাষা ও বাংলাদেশের নাম না থাকায় দুঃখ প্রকাশ করেন তিনি৷ ফ্রাঙ্কফুর্টের বইমেলায় আন্তর্জাতিক প্রকাশনা প্রতিষ্ঠান ও সংস্থাগুলো এ ব্যাপারে আরো সতর্কতা অবলম্বনের জন্য জোর দিয়েছে বলেও উল্লেখ করেন তিনি৷ কারণ তাতে বাংলা ভাষা ও বাংলাদেশের ভাবমূর্তি আরো উজ্জ্বল হবে এবং প্রকাশনা জগত হবে আরো সমৃদ্ধ৷

সাক্ষাৎকার: হোসাইন আব্দুল হাই
সম্পাদনা: সঞ্জীব বর্মন

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ