প্রকাশনাগুলোকে স্বত্বাধিকার আইন মেনে চলতে হবে - মেসবাহুদ্দীন
২৫ অক্টোবর ২০১১ বাংলাদেশের অন্যতম স্বনামধন্য প্রতিষ্ঠান অঙ্কুর প্রকাশনীর পরিচালক মেসবাহুদ্দীন আহমেদ ১৯৮৬ সাল থেকে নিয়মিত বিশ্বের বৃহত্তম বইমেলা ফ্রাঙ্কফুর্ট বইমেলা থেকে শুরু করে বিভিন্ন বইমেলা পরিদর্শন করেন৷ ফ্রাঙ্কফুর্ট বইমেলায় বাংলাদেশের অংশগ্রহণ না থাকা এবং প্রকাশনা জগতের নানা দিক নিয়ে কথা বললেন ডয়চে ভেলের সাথে৷
ফ্রাঙ্কফুর্ট বইমেলায় বাংলাদেশি প্রকাশনা প্রতিষ্ঠানের অংশগ্রহণ সম্পর্কে তিনি বলেন, ‘‘এই বইমেলায় কয়েকবার বাংলাদেশের স্টল ছিল৷ আমি নিজেও স্টল নিয়ে অংশগ্রহণ করেছি৷ তবে সেটা ছিল বইমেলা কর্তৃপক্ষের আমন্ত্রণে৷ তবে একটা বিষয় দেখে খুব কষ্ট হয় যে, বাংলাদেশের কিছু প্রকাশনী ফ্রাঙ্কফুর্টের বইমেলায় অংশগ্রহণের জন্য নাম লেখায়, অথচ মেলায় আসে না৷ এটা আরো খারাপ৷ এছাড়া ২০০৯ সালে দেখা গেছে, একটি প্রকাশনী মেলার প্রথমদিন শুধু ছিল৷ এরপর তারা স্টল বন্ধ করে চলে গেছে৷’’ এই বইমেলায় অংশ নিতে হলে বাংলাদেশ সরকার এবং প্রকাশক সমিতিকে যৌথভাবে দীর্ঘমেয়াদী প্রস্তুতি নিতে হবে বলে উল্লেখ করেন মেসবাহুদ্দীন আহমেদ৷
এছাড়া বাংলাদেশের অনেক প্রকাশনা প্রতিষ্ঠান স্বত্বাধিকার আইন মেনে অনুবাদ বই প্রকাশ না করায় বিশ্বের বিভিন্ন সংগ্রহশালা ও জাদুঘরে বাংলা ভাষা ও বাংলাদেশের নাম না থাকায় দুঃখ প্রকাশ করেন তিনি৷ ফ্রাঙ্কফুর্টের বইমেলায় আন্তর্জাতিক প্রকাশনা প্রতিষ্ঠান ও সংস্থাগুলো এ ব্যাপারে আরো সতর্কতা অবলম্বনের জন্য জোর দিয়েছে বলেও উল্লেখ করেন তিনি৷ কারণ তাতে বাংলা ভাষা ও বাংলাদেশের ভাবমূর্তি আরো উজ্জ্বল হবে এবং প্রকাশনা জগত হবে আরো সমৃদ্ধ৷
সাক্ষাৎকার: হোসাইন আব্দুল হাই
সম্পাদনা: সঞ্জীব বর্মন