1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকা

১৭ মার্চ ২০১২

বিশ্বের জ্ঞানভাণ্ডার হিসেবে পরিচিত এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকা৷ কিন্তু সেই বই আকারে এটি আর বাজারে প্রকাশ করা হবে না বলে ঘোষণা দিয়েছে ব্রিটানিকা কর্তৃপক্ষ৷ এখন থেকে এটা পাওয়া যাবে কেবলি ডিজিটাল আকারে৷

ছবি: dapd

এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকা৷ নামটি শুনলেই চোখের সামনে ভেসে উঠে, তাকের 'পরে সাজিয়ে রাখা সারি সারি, মোটা-সোটা একগুচ্ছ বই৷

১৭৬৮ সাল৷ অর্থাৎ আজ থেকে ২৪৪ বছর আগের কথা৷ তখন পৃথিবীতে রেডিও, টিভি, ইন্টারনেট কোনোটারই জন্ম হয় নি৷ এমনকি দুনিয়ার বুকে আজকের অ্যামেরিকা নামের আধুনিক রাষ্ট্রটির কথাও সে সময় কেউ জানতো না৷ অথচ সে সময় পৃথিবীতে ছিলো বিশ্বকোশ - এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকা৷ এই দীর্ঘ আড়াই শতকে সারা দুনিয়ায় প্রায় ৭০ লাখ কপি বিক্রি হয়েছে তাদের৷

বলছি ব্রিটানিকা কোম্পানির সেই বিশ্বকোশের কথা৷ সত্যি, এ-তো শুধু যেনো-তেনো বই নয়৷ এর পাতায় পাতায় থরে থরে সাজানো আছে দুনিয়ার তথ্যভাণ্ডার৷ আকাশের তারা থেকে মাটির ফুল বা পাতালের খনিজ পদার্থ - সব কিছুই এই বইয়ে আছে৷ কিন্তু সম্প্রতি, ব্রিটানিকা কর্তৃপক্ষ ঘোষণা দিয়েছে যে, আর কোনো নতুন বই তারা প্রকাশ করবে না৷

এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকার প্রতিষ্ঠাতা ডেভিড ব্রিউস্টারছবি: Getty Images

এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকা'র প্রেসিডেন্ট জর্জ কজ জানিয়েছেন, এখন মানুষের হাতে আছে দ্রুতগতির ইন্টারনেট, আছে উইকিপিডিয়া'র মতো বিনামূল্যের সার্চ ইঞ্জিন৷ ফলে, ডিজিটাল উপায়ে যখন সব তথ্য পাওয়া যাচ্ছে হাতের কাছে, তখন বই কেনার প্রতি মানুষের আগ্রহ আর তেমন নেই৷

অর্থাৎ আধুনিক প্রযুক্তির ধুন্দুমার বিকাশের এই কালে, প্রকাশনা জগত যেন অনেকটাই পিছিয়ে পড়েছে৷ একদিকে প্রকাশনার প্রতি আগ্রহ কমছে, অন্যদিকে কম্পিউটার ও ইন্টারনেটের প্রতি আগ্রহটা বাড়ছে৷ আর এই পরিবর্তনটাকে প্রযুক্তিগত বিপ্লবেরই একটা প্রভাব হিসেবে দেখছেন ব্রিটানিকা'র প্রেসিডেন্ট৷ তাঁর কথায়, প্রযুক্তির প্রভাবে এই যে সামাজিক ও সাংস্কৃতিক পরিবর্তন ঘটছে - এটি একটি ঐতিহাসিক মুহূর্ত৷

অথচ ইন্টারনেট চালু হবার আগে, প্রতি বছর সারা দুনিয়া জুড়ে বিক্রি হয়েছে বিশ্বকোশ - এনসাইক্লোপিডিয়ার ব্রিটানিকা'র হাজার হাজার কপি৷ কিন্তু নব্বই দশকে ইন্টারেনেট আসার পর থেকে এর বিক্রি কমতে থাকে৷ আর এখন বিক্রিটা একেবারে তলানিতে এসে পড়েছে বলে জানান কজ৷

ভিকিপিডিয়ার লোগো - দ্যা ফ্রি এনসাইক্লোপিডিয়া

তাই সব দিক বিবেচনা করে, প্রকাশনা জগত থেতে নিজেদের গুটিয়ে নেবার সিদ্ধান্ত নিয়েছেন তিনি৷ তবে প্রকাশনার ইতি ঘটলেও, ব্রিটানিকা'র পথচলা কিন্তু এখানেই শেষ হয়ে যাবে না৷ বরং এখন থেকে আরো জোর কদমে নিজেকে প্রকাশ করবে ব্রিটানিকা৷ তবে এবার থেকে তার পুরো সংকলনটাই হবে ডিজিটাল৷

কয়েক খণ্ডের একটি ব্রিটানিকা কিনতে আগে খরচ হতো কয়েকশ ডলার৷ কিন্তু এখন, ব্রিটানিকা'র এক বছরের ইন্টারনেট সাবস্ক্রিপশনের জন্য মোটে ৭০ ডলার খরচ পরবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ৷

প্রযুক্তি বিশ্লেষকরা বলছেন, পরিবর্তনটা সময়েরই দাবি৷ বইয়ের জগত থেকে ব্রিটানিকা'র এই চিরবিদায়ের পর যদি কেউ দুঃখ পান, তাহলে তাদের জন্য একটা ছোট্ট সুখবর আছে৷ আর সেটা হলো, সর্বশেষ প্রকাশ হওয়া এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকা'র এখনো প্রায় ৪০০০ হাজার কপি বিক্রি হবার অপেক্ষায় রয়েছে৷ তারই একটি কপি সংগ্রহ করে আপনি রেখে দিতে পারেন নিজের গ্রন্থাগারে৷ কে জানে? শেষ সংস্করণের এই কপিটাই হয়তো একদিন ঐতিহাসিক গুরুত্ব পাবে৷

প্রতিবেদন: আফরোজা সোমা
সম্পাদনা: দেবারতি গুহ

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ