1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

প্রকাশ্যে ট্রাম্পের বিপক্ষে ওবামা

১৫ এপ্রিল ২০২০

অ্যামেরিকার প্রেসিডেন্ট নির্বাচনের আগে জো বাইডেনের প্রতি খোলাখুলি সমর্থনের মাধ্যমে প্রাক্তন প্রেসিডেন্ট বারাক ওবামা প্রেসিডেন্ট ট্রাম্পের সামনে কঠিন চ্যালেঞ্জ খাড়া করলেন৷

ছবি: Reuters/J. Reed

করোনা সংকটে বিপর্যস্ত মার্কিন যুক্তরাষ্ট্রের হাল ধরতে চাই সুযোগ্য নেতৃত্ব৷ প্রেসিডেন্ট হিসেবে ডনাল্ড ট্রাম্পের চরম ব্যর্থতার পর ডেমোক্র্যাট পদপ্রার্থী জো বাইডেন দেশকে সঠিক পথে চালনা করতে পারেন৷ তাই আগামী ৩রা নভেম্বর প্রেসিডেন্ট নির্বাচনে তাঁরই জয় কাম্য৷ বাইডেনের প্রতি প্রকাশ্যে সমর্থন জানিয়ে পরোক্ষভাবে এমনটাই বুঝিয়ে দিলেন প্রাক্তন প্রেসিডেন্ট বারাক ওবামা৷

ডেমোক্র্যাটিক দলের মধ্যে প্রেসিডেন্ট পদপ্রার্থী হবার লড়াই থেকে বাকি সব প্রার্থী সরে যাবার পর প্রাক্তন ভাইস প্রেসিডেন্ট জো বাইডেন ট্রাম্পকে চ্যালেঞ্জ করতে চলেছেন৷ এতকালের নীরবতা কাটিয়ে এবার তাঁর প্রতি খোলাখুলি সমর্থন জানালেন ওবামা৷ এক ভিডিও বার্তায় তিনি বলেন, ভাইস প্রেসিডেন্টের পদে জো বাইডেনকে বেছে নেওয়াই প্রেসিডেন্ট হিসেবে তাঁর অন্যতম সেরা সিদ্ধান্ত ছিল৷ তারপর তাঁরা বন্ধু হয়ে ওঠেন৷ ওবামা বলেন, এই মুহূর্তে একজন প্রেসিডেন্টের যে সব গুণাগুণ থাকা উচিত, জো বাইডেনের সে সব রয়েছে৷

সোমবার প্রধান প্রতিদ্বন্দ্বী বার্নি সান্ডার্সের প্রকাশ্য সমর্থনের পর মঙ্গলবার ওবামার সমর্থন বাইডেনকে আরও চাঙ্গা করে তুলেছে৷ দলের আনুষ্ঠানিক মনোনয়নের পর প্রচার অভিযানের জন্য তাঁর পক্ষে অর্থ সংগ্রহের কাজও অনেক সহজ হয়ে উঠবে বলে ধরে নেওয়া হচ্ছে৷ যদিও বর্তমান পরিস্থিতিতে দুজনকে একসঙ্গে একই মঞ্চে কবে দেখা যাবে, তা বলা কঠিন৷

জনপ্রিয় নেতা হিসেবে ওবামা আবার প্রকাশ্যে বক্তব্য রাখায় তাঁর সঙ্গে ট্রাম্পের তুলনা উঠে আসছে৷ উল্লেখ্য, সিএনএন-এর এক জনমত সমীক্ষা অনুযায়ী ৩৪ বছরের কমবয়সি প্রায় ৭০ শতাংশ ভোটার ওবামা সম্পর্কে উচ্চ ধারণা পোষণ করেন৷ করোনা সংকটের ফলে কোণঠাসা ট্রাম্পের দুর্বল নেতৃত্বের বিরুদ্ধে সমালোচনা আরও তীব্র হলে আখেরে বাইডেনেরই লাভ হবে বলে বিশেষজ্ঞরা মনে করছেন৷

ওবামা এতদিন প্রকাশ্যে বাইডেনের প্রতি সমর্থন প্রকাশ না করায় ট্রাম্প শিবির প্রাক্তন ভাইস প্রেসিডেন্টের যোগ্যতা নিয়ে প্রশ্ন তুলছিল৷ দুর্বল প্রার্থী হিসেবে বাইডেন ডেমোক্র্যাটিক দলের জন্য বোঝা হয়ে উঠবেন, এমন প্রচার চালানো হচ্ছিল৷ এবার সেই সুযোগ আর রইলো না৷

করোনা সংকট অ্যামেরিকার প্রেসিডেন্ট নির্বাচনকে নতুন মাত্রা দিচ্ছে৷ ক্ষমতায় আসার পর থেকে ডনাল্ড ট্রাম্প নিজের সাফল্য জাহির করে এসেছেন৷ শক্তিশালী অর্থনীতি ও ব্যাপক কর্মসংস্থানকে হাতিয়ার করে তিনি দ্বিতীয় বারের মতো প্রেসিডেন্ট হবার স্বপ্ন দেখছিলেন৷ বর্তমান সংকট সেই লক্ষ্যের পথে বিশাল বাধা সৃষ্টি করছে৷ করোনা ভাইরাসের সংক্রমণের আশঙ্কাকে লঘু করে দেখিয়ে এবং ঠিক সময়ে প্রয়োজনীয় সিদ্ধান্ত না নিয়ে ট্রাম্প প্রবল চাপের মুখে পড়েছেন৷ পরোক্ষভাবে ট্রাম্পের সমালোচনা করে ওবামা বলেছেন, দেশের অন্যতম কঠিন সময়ে নেতৃত্ব দেবার জন্য প্রয়োজনীয় চারিত্রিক দৃঢ়তা ও অভিজ্ঞতা বাইডেনের রয়েছে৷

এসবি/কেএম (রয়টার্স, এপি, এএফপি)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ