1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

প্রকৃতির কাছে থেকে পড়াশোনার সুযোগ রসটক বিশ্ববিদ্যালয়ে

২২ আগস্ট ২০১১

জার্মানির পূর্বে অবস্থিত রসটক বিশ্ববিদ্যালয়ের কথা৷ কেন এই বিশ্ববিদ্যালয়ে পড়বেন, কীভাবে ভর্তি হবেন, কীভাবে নিজেকে তৈরি করবেন - তা জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের ফরেন স্টুডেন্ট অফিসের একজন অধ্যাপিকা৷

HRO_Uni_CMS.jpg
ছবি: picture-alliance/ ZB

রসটক বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয় ১৪১৯ সালে৷ প্রায় ৬০০ বছর ধরে বিশ্ববিদ্যালয়টি ধরে রেখেছে পড়াশোনা এবং গবেষণার ধারা৷ বর্তমানে এই বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছে প্রায় ১৫ হাজার ছাত্র-ছাত্রী৷ বাল্টিক সমুদ্রতীরে অবস্থিত রসটক বিশ্ববিদ্যালয়৷ পড়াশোনার জন্য যে কোন ছাত্র-ছাত্রীর বিশ্ববিদ্যালয়টি যে পছন্দ হবে - তা এক বাক্যেই বলে দেয়া যায়৷

সব মিলিয়ে প্রায় নয়টি অনুষদ রয়েছে রসটক বিশ্ববিদ্যালয়ে৷ এই অনুষদগুলোর অধীনে প্রায় কয়েক'শ বিষয় নিয়ে গ্রাজুয়েশন, মাস্টার্স এবং পিএইচডি করার সুযোগ দিচ্ছে এই বিশ্ববিদ্যালয়৷ অনুষদগুলো হচ্ছে কৃষি এবং পরিবেশ বিজ্ঞান, কম্পিউটার সায়েন্স এবং ইলেকট্রিকাল ইঞ্জিনিয়ারিং, আইন, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং ও মেরিন টেকনলজি, গণিত ও সাধারণ বিজ্ঞান, চিকিৎসাবিদ্যা, মানবিক, ধর্মতত্ত্ব এবং অর্থনীতি ও সমাজ বিজ্ঞান৷ এই অনুষদগুলো ছাড়াও রয়েছে একটি ইন্টারডিসিপ্লিনারি অনুষদ৷

রসটক বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকছবি: transit-Archiv

অধ্যাপিকা উরসুলা ফান রিনেন ১৯৯৭ সাল থেকে রসটক বিশ্ববিদ্যালয়ে কাজ করছেন৷ তিনি বিদেশি ছাত্র-ছাত্রীদের বিষয়টি দেখাশোনা করেন৷ বলেন, ‘‘সব মিলে প্রায় ৩৩৬ জন বিদেশি ছাত্র-ছাত্রী আমাদের এখানে পড়াশোনা করছে৷ কম্পিউটার সায়েন্স অনুষদে রয়েছে ১৮৪ জন এবং কম্পিউটেশনাল ইঞ্জিনিয়ারিং বিভাগে রয়েছে ১১৮ জন৷''

রসটক খুব ছোট একটি শহর৷ মাত্র দুই লক্ষ মানুষের বসবাস৷ এর মধ্যে ১৫ হাজারই হলো ছাত্র-ছাত্রী৷ রসটক বিশ্ববিদ্যালয়ের বার্ষিক বাজেট ৪৭ মিলিয়ন ইউরো৷ বিশ্ববিদ্যালয়ের কল্যাণে কয়েক'শ কোম্পানি প্রতিষ্ঠিত হয়েছে রসটক শহরে৷ আর এ কারণেই, বিশ্ববিদ্যালয়টিকে বলা হচ্ছে রিজিওনাল পাওয়ার হাউজ৷ প্রথমবারের মতো যারা জার্মানিতে আসেন, তাঁদের কীভাবে সাহায্য-সহযোগিতা করা হয় এখানে? এ প্রশ্নের উত্তরে অধ্যাপিকা ফান রিনেন জানান, ‘‘আমাদের বিশ্ববিদ্যালয় বিদেশি ছাত্র-ছাত্রীদের জন্য বেশ কয়েকটি অনুষ্ঠানের আয়োজন করে থাকে, শুরুতেই৷ প্রতিটি অনুষ্ঠানই এক থেকে দু'সপ্তাহ পর্যন্ত স্থায়ী হয়৷ এর দায়িত্ব নেয় বিশ্ববিদ্যালয়ের ফরেন স্টুডেন্ট অফিস৷ এছাড়া, সেমেস্টার শুরুর এক সপ্তাহ আগে শুরু হয় আরেকটি অনুষ্ঠান৷ সেই অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের পুরো চিত্রটি স্পষ্ট করে তুলে ধরা হয়৷ প্রতিটি ফ্যাকাল্টি ঘুরিয়ে দেখানো হয়৷ ভাষা শিক্ষা অনুষদ, গ্রন্থাগার - সব কিছুই এর মধ্যে পড়ে৷ ঐ অনুষ্ঠানে শুধু বিদেশি ছাত্র-ছাত্রী নয়, জার্মান ছাত্র-ছাত্রীরাও অংশগ্রহণ করতে পারে৷

আলোকময় রসটক বিশ্ববিদ্যালয়ের ভবনছবি: ZB - Fotoreport

ভর্তির জন্য বছরে মাত্র একবার আবেদন পত্র জমা নেয় রসটক বিশ্ববিদ্যালয়৷ শীতকালীন সেমেস্টারের জন্য আবেদনপত্র জমা নেয়ার শেষ তারিখ ১৫ই জুলাই৷ আর আবেদনপত্র গ্রহণ করা শুরু হয় ১লা মে থেকে৷ রসটক বিশ্ববিদ্যালয় কীভাবে বিদেশি ছাত্র-ছাত্রীদের আকৃষ্ট করে? বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞাপন কীভাবে, কোথায় করা হয়? অধ্যাপিকা ফান রিনেন'এর মন্তব্য, ‘‘রসটক বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞাপনের জন্য বেশ কিছু অঞ্চলে নির্দিষ্টভাবে আমরা বৃত্তি প্রদানকারী সংস্থা ডিএএডি-র সঙ্গে কাজ করছি৷ প্রকল্পের নাম ‘ডিএএডি গেইট'৷ এছাড়া, আমাদের নিজেদের ব্রশিউর রয়েছে যেখানে আমাদের বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার বিভিন্ন সুযোগ সুবিধার কথা বলা হয়েছে৷ আর ইন্টারনেট তো রয়েছেই৷ রসটক ইউনিভার্সিটি দিয়ে সার্চ করলেই আমাদের বিশ্ববিদ্যালয়ের পেইজ চলে আসবে৷ আমরা বিশ্বাস করি, ইন্টারনেটের এবং ব্রশিউরের সাহায্যে যেভাবে আমরা বিজ্ঞাপনের কজ চালাচ্ছি - তাতে আমরা বেশ সফল হয়েছি৷ এর পাশাপাশি রয়েছে আমাদের ব্যক্তিগত আলাপ-পরিচয়ের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের কথা জানানো৷ যে সব সংস্থার সঙ্গে আমরা কাজ করি তারাও আমাদের প্রচারাভিযানে সাহায্য করে৷ এদের মধ্যে ডিএএডি উল্লেখযোগ্য৷''

একজন বিদেশি ছাত্র বা ছাত্রী কেন রসটক বিশ্ববিদ্যালয়ে ভর্তি হবেন? রসটক বিশ্ববিদ্যালয়ের বৈশিষ্ট্য কী? ফান রিনেন'এর কথায়, ‘‘এই বিশ্ববিদ্যালয়টি খুবই পুরনো একটি শিক্ষা প্রতিষ্ঠান৷ ১৪১৯ সালে বিশ্ববিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয়৷ উত্তর ইউরোপের প্রাচীনতম বিশ্ববিদ্যালয় হলো এই রসটক বিশ্ববিদ্যালয়৷ একটি পরিপূর্ণ বিশ্ববিদ্যালয় এটি৷ পরিপূর্ণ কারণ, এখানে অন্যান্য অনুষদের পাশাপাশি চিকিৎসাবিদ্যা অনুষদ রয়েছে৷ আর ক্ল্যাসিক্যাল বিষয়ের পাশাপাশি আধুনিক বিষয়গুলোও এই বিশ্ববিদ্যালয়ে পড়ানো হচ্ছে৷ এটা আমাদের অনেক বড় একটি সুবিধা৷ যে কোনো বিষয় নিয়ে গবেষণারও সুযোগ দিচ্ছে রসটক বিশ্ববিদ্যালয়ে৷ আমাদের বিশ্ববিদ্যালয়টি মাঝারি আকারের৷ আর এ কারণেই প্রতিটি ছাত্র-ছাত্রীর পড়াশোনার দিকে আমরা নজর দিতে পারি৷ শিক্ষক এবং ছাত্র-ছাত্রীদের সম্পর্ক খুবই ভালো৷ বড় আকারের বিশ্ববিদ্যালয়গুলোতে দেখা যায় যে প্রফেসরের সঙ্গে কোনো ছাত্র-ছাত্রীই দেখা করতে পারছে না৷ দেখা যায় যে তাঁদের অপেক্ষা করতে হচ্ছে তিন থেকে চার সপ্তাহ৷ আর সবচেয়ে বড় কথা হলো, আমাদের বিশ্ববিদ্যালয় বাল্টিক সমুদ্রের কাছে অবস্থিত৷ শহরের মাঝখানেই বন্দর৷ প্রকৃতির খুব কাছে থেকে পড়াশোনার সুযোগ পাবে ছাত্র-ছাত্রীরা৷''

ভারত-বাংলাদেশ-পাকিস্তান থেকে কেউ যদি পড়তে আসতে চান, তাহলে কীভাবে তাঁকে তৈরি হতে হবে? বিশ্ববিদ্যালয় কী আশা করে বিদেশি ছাত্র-ছাত্রীদের কাছ থেকে? অধ্যাপিকা ফান রিনেন বললেন, ‘‘সবার আগে জানতে হবে ছাত্র বা ছাত্রী কোন ভাষায় পড়তে চাচ্ছেন৷ জার্মান ভাষায় পড়তে চাইলে অবশ্যই তাঁকে খুবই ভাল জার্মান জানতে হবে৷ আমরা খুব ভালভাবে বিষয়টির দিকে নজর দেই৷ ইংরেজি মাধ্যম নিয়ে পড়তে চাইলেও একই কথা বলবো৷ আরো বলবো বিশ্ববিদ্যালয় সম্পর্কে ভালো মতো খোঁজ-খবর নেয়ার জন্য৷ ফরেন স্টুডেন্ট অফিসের সঙ্গে যোগাযোগ করার জন্য৷ আর যে বিষয়ের পড়তে আগ্রহী সেই বিষয়ের একজন অধ্যাপকের সঙ্গে যোগাযোগ করা, যোগাযোগ রাখা৷ আমরা বেশ কিছু শর্ত দিয়ে থাকি৷ আর তার সবগুলোই পূরণ করা জরুরি৷ তাই সেদিকে নজর রাখতে হবে৷ জার্মানির শিক্ষা ব্যবস্থা কীরকম, সে বিষয়ে ভালো জ্ঞান থাকলে ছাত্র-ছাত্রীরাই যে লাভবান হবে৷''

প্রতিবেদন: মারিনা জোয়ারদার

সম্পাদনা: দেবারতি গুহ

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ