1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

প্রকৃতির ধ্বনি নিয়ে অভিনব সংগীত

৩ জুন ২০২২

সুর সৃষ্টির ক্ষেত্রে প্রকৃতি থেকে প্রেরণার নানা দৃষ্টান্ত রয়েছে বটে, কিন্তু সরাসরি প্রকৃতির ধ্বনিকেই সংগীত হিসেবে পরিবেশনের প্রচেষ্টা অত্যন্ত বিরল৷ এমনই কিছু প্রচেষ্টা দর্শক-শ্রোতাদের নজর কাড়ছে৷

ছবি: DW

মিউনিখের উপকণ্ঠে এক জঙ্গলে ‘হার ট্রি’ প্রকল্পের গায়িকা আলেক্সান্ড্রা কুম্ফে মাশরুমের বদলে শব্দ সংগ্রহ করেন৷ তথাকথিত ফিল্ড রেকর্ডারের সাহায্যে তিনি প্রকৃতির ধ্বনি ধারণ করেন৷ নিজের উদ্ভট শখের ব্যাখ্যা দিতে গিয়ে আলেক্সান্ড্রা বলেন, ‘‘আমি নতুন ধ্বনি খুঁজতে খুব ভালোবাসি৷ সেগুলি দিয়ে অনেক পরীক্ষানিরীক্ষা করতে পারি৷ এ যেন খেলার এক বাক্স, যার মধ্যে ডালপালা ফেলে দেখা যায় কী বের হয়ে আসে৷’’

এভাবে প্রকৃতি সংগীতের রূপ পায়৷ ‘হার ট্রি’ প্রকল্পের জন্য আলেক্সান্ড্রা পুরোপুরি প্রচলিত বাদ্যযন্ত্র এড়িয়ে চলছেন৷ ২০২১ সালে তিনি তাঁর প্রথম অ্যালবাম প্রকাশ করেন৷ অনেক বছর ধরে ধারণ করা ধ্বনি তিনি স্টুডিওতে এডিট করেন৷ প্রডিউসার হিসেবে মাক্স স্পিন্ডলার সাউন্ড আলাদা করে প্রয়োজনীয় পরিবর্তন এনে নতুন করে সাজান৷ এভাবে পারকাশন, সুর অথবা বাসলাইন সৃষ্টি হয়৷ মাক্স মনে করেন, ‘‘ধ্বনি কখনো এক হয় না৷ কখনো নিখুঁতও হয় না৷ একেবারেই সাধ অনুযায়ী ফল পাওয়া যায় না৷ কিন্তু একইসঙ্গে অন্য কিছু ঘটে৷’’

আলেক্সান্ড্রা কুম্ফে জঙ্গলে গিয়ে মাশরুমের বদলে শব্দ সংগ্রহ করেনছবি: DW

প্রকৃতি অত্যন্ত সুরেলা হতে পারে৷ ভবিষ্যতে নিজের সংগীতে আরো বৈচিত্র্য আনতে আলেক্সান্ড্রা জীববিজ্ঞানীদের সঙ্গে কাজ করতে চান৷

মৌমাছি পালন এবং ডিজে-র পেশার মধ্যে আপাতদৃষ্টিতে কোনো সম্পর্ক খুঁজে পাওয়া কঠিন৷ বিয়োনি সেম্প কিন্তু সেই দুই কাজের মধ্যে মেলবন্ধন ঘটিয়েছেন৷ এর মাধ্যমে তিনি শুধু দারুণ ছন্দই সৃষ্টি করতে চান না৷ বিয়োনি বলেন, ‘‘আমার জীবদ্দশায় গত কয়েক বছরে বিশাল সংখ্যায় পোকা নিশ্চিহ্ন হয়ে গেছে৷ আমি এক অডিও পারফরমেন্সের মাধ্যমে সে বিষয়ে বিবৃতি দিয়ে চেয়েছিলাম৷ সেই সাউন্ড নিজস্ব কাহিনি তুলে ধরলে মানুষ তার মাধ্যমে সরাসরি প্রকৃতির সঙ্গে একাত্ম হতে পারবে৷’’

বিয়োনি আসলে শিল্পকলা ও ডিজাইন নিয়ে উচ্চশিক্ষা গ্রহণ করেছেন৷ সে সময়েই তিনি ‘ইনসেকটেক' নামে তাঁর পরীক্ষামূলক সংগীত চর্চা শুরু করেন৷ বিশেষ এক সফটওয়্যারের মাধ্যমে তিনি মৌমাছির বিভিন্ন তরঙ্গদৈর্ঘ্য আলাদা করেন৷ বিয়োনি বলেন, ‘‘কুইন বা রানির এক উচ্চ পিচের পাইপিং সাউন্ড রয়েছে৷ শ্রমিক মৌমাছির মাঝারি, মিড রেঞ্জ সাউন্ড এবং নর মৌমাছির সবচেয়ে গভীর বেস শব্দ রয়েছে৷’’

সংগীত হিসেবে প্রকৃতির ধ্বনি

04:35

This browser does not support the video element.

লন্ডনের পার্ক থেকে এবার বাসার স্টুডিওতে যাবার পালা৷ বিয়োনি মৌমাছির সাউন্ড বিশ্লেষণ করে নানা সিন্থেসাইজারের সাহায্যে এক ট্র্যাকে রূপান্তরিত করেন৷ ব্রিটেনের এই সংগীতশিল্পী তাঁর সাউন্ড ইনস্টলেশন নিয়ে গোটা বিশ্ব ঘুরেছেন৷ অস্ট্রিয়ার লিনৎস শহরে এআরএস ইলেকট্রনিকা নামের শিল্প উৎসব বা পোল্যান্ডের ভ্রৎসাফ শহরে মিডিয়া আর্ট বিয়েনালেতেও উপস্থিত ছিলেন তিনি৷ তরুণ প্রজন্ম তাঁর সাউন্ড খুব পছন্দ করে এবং মৌমাছির মৃত্যু সম্পর্কে আরো সচেতন হয়ে ওঠে৷

বিশেষ এক ওয়াইনও সংগীতের উৎস হতে পারে৷ ফ্রান্সের লিয়ঁ শহরে এক সাউন্ড স্টুডিওতে সংগীত ও ওয়াইন বিশেষজ্ঞ কারোলিন বুরজাড ও সুরকার মার্কো বুসেটা ওয়াইন থেকে ধ্বনি বের করার চেষ্টা করছেন৷ সেই লক্ষ্যে বিশেষ এক অ্যালগোরিদম সৃষ্টি করা হয়েছে৷ মার্কো বুসেটা বলেন, অ্যালগোরিদম আসলে দুই ভিন্ন ব্রহ্মাণ্ডের মধ্যে সংযোগমাত্র৷ ফর্মুলা ও অংকের এক প্রণালী, যা দুই ভিন্ন জগতের মধ্যে সম্পর্ক গড়ে তোলে৷ অ্যালগোরিদমের মাধ্যমে ওয়াইনের ধ্বনি ও রংয়ের মধ্যে সম্পর্ক স্থাপন করাই ছিল আমাদের আইডিয়া৷

অ্যালগোরিদমে অনেক তথ্য ভরতে হয়, যেমন আঙুরের খেতের ঢাল, উচ্চতা, গাছের কৌণিক বৃদ্ধি বা ওয়াইনের রং৷

ইয়ানা ওরটেল/এসবি

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ