1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান
পরিবেশগ্রিস

প্রচণ্ড গরম, গ্রিসে অ্যাক্রোপলিস বন্ধ

১৪ জুন ২০২৪

প্রচণ্ড গরমের জন্য এথেন্সের ইউনেসকো হেরিটেজ সাইট অ্যাক্রোপলিস পরপর দুই দিন বন্ধ রাখা হলো।

ছাতা নিয়ে পার্থেননের সামনে হাঁটছেন দুই নারী পর্যটক।
প্রচণ্ড গরমের জন্য বুধ ও বৃহস্পতিবার পার্থেনন বন্ধ রাখা হয়েছিল। ছবি: Petros Giannakouris/AP/picture alliance

কর্তৃপক্ষের আশঙ্কা ছিল, মধ্য ও দক্ষিণ গ্রিসে তাপমাত্রা ৪০ ডিগ্রি ছাড়িয়ে যাবে। এই অবস্থায় অ্যাক্রোপলিস দুপুর থেকে বিকেল পাঁচটা পর্যন্ত বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে সংস্কৃতি মন্ত্রক। শুধু তাই নয় এথেন্স, ক্রিট, পেলোপনেসাস-সহ বেশ কয়েকটি জায়গায় পুরাতাত্ত্বিক জায়গাগুলি বন্ধ রাখা হয়েছে। ফলে পর্যটকরা ওই সময় পাহাড়ের উপরে ছায়াহীন পার্থেনন এবং অন্য দ্রষ্টব্যগুলি দেখতে যেতে পারবেন না

দাবানলের আশঙ্কা

সাম্প্রতিক বছরগুলিতে গ্রিসে বারবার দাবানল ছড়িয়েছে। তাই সরকারি কর্মকর্তারা এবার দাবানল নিয়ে সতর্ক।

সরকারের তরফ থেকে জানানো হয়েছে, অনেক আগে থেকে তাপপ্রবাহ শুরু হয়ে গেছে। ফলে আগুন লাগার ক্ষেত্রে এই মরশুমে তাদের কঠিন পরিস্থিতির মুখে পড়তে হবে।

প্রচুর পর্যটক প্রতিবছর পার্থেনন দেখতে যান। কিন্তু এবার গরমে তাদের অনেকেই কাহিল পয়ে পড়েছিলেন। ছবি: Petros Giannakouris/AP/picture alliance

দমকল বিভাগ বলেছে, শুক্রবার দাবানলের আশঙ্কা খুবই বেশি থাকবে। আবহাওয়াবিদরা জানিয়েছেন, তিন বছর আগে গ্রিসের তাপমাত্রা এই সময় ৩৮ ডিগ্রি ছাড়িয়েছিল। শুক্রবার ও শনিবার তাপমাত্রা কম হতে পারে।

কর্তৃপক্ষ ইতিমধ্যেই সাধারণ মানুষের জন্য কিছু এলাকায় এসি চালু করেছে। পড়ুয়াদের জন্য ফ্যানের ব্যবস্থা করা হয়েছে।

২০২৩-এর তাপপ্রবাহের সময়ও গ্রিসের দ্রষ্টব্য জায়গাগুলি বন্ধ রাখা হয়েছিল।

গ্রিসে রোদের তাপে ডিম ভাজি

01:57

This browser does not support the video element.

জিএইচ/এসজি(এপি, এএফপি)

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ