1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

বাংলাদেশে প্রচণ্ড শীত

হারুন উর রশীদ স্বপন, ঢাকা১০ জানুয়ারি ২০১৩

বাংলাদেশের উত্তরাঞ্চলসহ সারা দেশে তীব্র শৈত্য প্রবাহ চলছে৷ আর এতে বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন৷ সবচেয়ে কষ্টে আছেন উত্তরের অভাবী মানুষ৷ বুধবার দিনজপুরের তাপমাত্রা ছিল ৪৫ বছরের ইতিহাসে সর্বনিম্ন৷

A rickshaw-bicycle driver rides in Dinajpur some 430km north form Bangladeshi capital Dhaka on December 22, 2010. The spell of cold weather that gripped the country, causes hardship for many of the population who aren't equipped to cope with colder temperatures. AFP PHOTO/Munir uz ZAMAN (Photo credit should read MUNIR UZ ZAMAN/AFP/Getty Images)
ছবি: AFP/Getty Images

তীব্র শীতে দেশের উত্তরাঞ্চলের মানুষ কষ্টে আছেন৷ কাজ নেই৷ নেই শীতবস্ত্র৷ তাই নানা রোগে আক্রান্ত হচ্ছেন তাঁরা৷

দিনাজপুরের আবহাওয়া কর্মকর্তা আশিকুর রহমান জানান, দিনাজপুরের ইতিহাসে গত ৪৫ বছরে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় বুধবার ৩.২ ডিগ্রি সেলসিয়াস৷ বাংলাদেশের ইতিহাসে এটা দ্বিতীয় সর্বনিম্ন৷ ১৯৬৮ সালে শ্রীমঙ্গলে তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল ২.৮ ডিগ্রি সেলসিয়াস৷

বাংলাদেশের পরিস্থিতি এখনো এরকম হয়নি, তবে ভবিষ্যতে হবে কিনা সেটা এক বড় প্রশ্নছবি: Reuters

এই শীতের কারণে দিনাজপুর, কুড়িগ্রাম, রংপুর ও পঞ্চগড়ে নানা রোগ-ব্যধি ছড়িয়ে পড়েছে৷ কুড়িগ্রামের সিভিল সার্জন ডা. লোকমান হোসেন জানান যে, পরিস্থিতি মোকাবেলায় নেয়া হয়েছে বিশেষ ব্যবস্থা৷

এদিকে, রাজধানী ঢাকায়ও চলছে শৈত্য প্রবাহ৷ আবহাওয়া অফিসের কর্মকর্তা শাহ আলম জানান, বুধবার ঢাকার তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৭.২ ডিগ্রি সেলসিয়াস৷

অন্যদিকে, তীব্র শীতের কারণে রাজধানীসহ সারা দেশে শীতবস্ত্রের দাম বেড়ে গেছে৷ স্বাভাবিকভাবেই, এতে দেশের গরিব মানুষ পড়েছেন চরম বিপাকে৷

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ