1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

প্রচুর স্বর্ণ ও অলঙ্কারসহ বেন আলির ৩৩ জন আত্মীয় গ্রেফতার

২০ জানুয়ারি ২০১১

দেশদ্রোহের অভিযোগে টিউনিশিয়ার সাবেক প্রেসিডেন্ট জয়নাল আবেদিন বেন আলির পরিবারের ৩৩ সদস্যকে গ্রেফতার করেছে সে দেশের পুলিশ৷ বুধবার দেশ ছেড়ে পালানোর চেষ্টা করছিলেন তাঁরা৷

Zine El Abidine Ben Ali
টিউনিশিয়ার সাবেক প্রেসিডেন্ট জয়নাল আবেদিন বেন আলিছবি: picture alliance / dpa

টিউনিশিয়ার রাষ্ট্রীয় টেলিভিশনের ছবিতে গ্রেফতারকৃতদের বাড়িঘর এবং প্রাপ্ত সম্পদের ছবি দেখানো হয়েছে৷ তাতে দেখা গেছে স্বর্ণ এবং অলঙ্কারের স্তূপ৷ দেখানো হয়েছে দুর্লভ এবং পাথরের মূল্যবান গলার হার৷ অবৈধ অর্থ এবং উৎকোচের মাধ্যমে গড়া এই সম্পদ – এমন অভিযোগ করা হয়েছে টেলিভিশনের ঐ রির্পোটে৷

বেন আলি ব্যাপক জনরোষের মুখে দেশ ছেড়ে সৌদি আরবে আশ্রয় নিতে বাধ্য হলেও তাঁর পরিবারের বেশ কয়েকজন সদস্য দেশে থেকে যান৷ তাঁদের বিরুদ্ধে বেন আলির ক্ষমতাকালীন সময়ে বিভিন্ন রাষ্ট্রীয় তহবিল থেকে অবৈধভাবে অর্থ আত্মসাতসহ বিভিন্ন অভিযোগেই অভিযান পরিচালিত হচ্ছে বলে খবর৷ কর্তৃপক্ষ একে দেশের বিরুদ্ধে অপরাধ হিসাবে উল্লেখ করছে৷

গত দু’সপ্তাহে পুলিশের গুলিতে প্রায় ৭৮ ব্যক্তির মৃত্যু হয় টিউনিশিয়ায়ছবি: AP

বিদেশে পালিয়ে যাওয়া বেন আলি এবং তার স্ত্রী লায়লার বিরুদ্ধে অভিযোগ রয়েছে তারা প্রচুর স্বর্ণ এবং নগদ অর্থ নিয়ে বিমানে উঠেছেন৷ এরই মধ্যে সরকার এ বিষয়ে তদন্ত হবে বলে জানিয়েছে৷ অন্যদিকে সুইজারল্যান্ড সরকার জানিয়েছে, তারা বেন আলির সম্পদের উপর অবরোধ আরোপ করতে যাচ্ছে৷

এদিকে রাষ্ট্রীয় টেলিভিশনে জানানো হয়েছে, সরকার অতীতের সকল অনিয়মকে ভেঙে ফেলতে বদ্ধপরিকর৷ একটি স্বাধীন বিচার ব্যবস্থা ও গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করাই এখন তাদের অন্যতম লক্ষ্য৷ এছাড়া তিনি বেন আলির বিরুদ্ধে আন্দোলনে আটক এবং তার ক্ষমতাকালীন সময়ে গ্রেফতারকৃত রাজনৈতিক বন্দিদেরও মুক্তি দেয়া হচ্ছে বলেও খবর৷

উল্লেখ্য, দুই সপ্তাহেরও বেশি সময় ধরে চলা গণআন্দোলন, পুলিশের গুলিতে প্রায় ৭৮ ব্যক্তির মৃত্যুর পর দেশ ছেড়ে পালিয়ে যান বেন আলি৷

প্রতিবেদন: সাগর সরওয়ার

সম্পাদনা: সঞ্জীব বর্মন

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ