1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

প্রজন্ম চত্বরে নারী

সমীর কুমার দে, ঢাকা১১ ফেব্রুয়ারি ২০১৩

কাদের মোল্লাসহ যুদ্ধাপরাধীদের ফাঁসির দাবিতে শাহবাগ চত্বরের আন্দোলন রবিবার ষষ্ঠ দিনের মতো চলেছে৷ আন্দোলনে পুরুষদের পাশাপাশি যোগ দিয়েছেন অনেক নারী৷

ছবি: Reuters

কখনো ধীর লয়ে, কখনো ধারালো কণ্ঠে, কখনো বা গগনবিদারী স্লোগানে শাহবাগ চত্বর ভাসছে এক সুরে৷ স্লোগানের সঙ্গে সঙ্গে মুষ্টিবদ্ধ হাত যেন গুঁড়িয়ে দিতে চায় গোলাম আযম, নিজামী, মুজাহিদ, কাদের মোল্লা আর কামারুজ্জামানদের সম্পদ আর ক্ষমতা৷ গভীর আবেগে মুছে দিতে চায় রাজাকারের গাড়িতে দেশের পতাকা ওড়ানোর লাঞ্ছনা৷ এর মধ্যেই কিছুক্ষণ পরপর মাইকে ভেসে আসছে নারী কন্ঠের সব স্লোগান৷ এসব স্লোগানই মনে করিয়ে দিচ্ছে বাংলাদেশের নারী মুক্তিযোদ্ধাদের ত্যাগ আর সংগ্রামের কথা৷

আরো নতুন প্রজন্মের নারীরাও সামিলছবি: Reuters

শুধু স্লোগান নয়, শাহবাগ চত্বরে নারীদের উপস্থিতি ক্রমেই বাড়ছে৷ শনিবারও স্কুল-কলেজ থেকে দলে দলে যোগ দিয়েছেন ছাত্রীরা৷ তাদের মুখে যুদ্ধপরাধীদের ফাঁসির দাবি৷ কেউ কেউ বলছেন, নতুন মুক্তিযুদ্ধ শুরু হয়েছে, এখান থেকে জয় নিয়েই ফিরবেন তারা৷ তাতে যতদিন রাজপথে থাকতে হয়, তার জন্য তারা প্রস্তুত৷

শুধু ছাত্রীরাই নয়, আন্দোলনে যোগ দিয়েছেন আগের প্রজন্মের নারীরাও৷ আছেন বীরাঙ্গনা আর মুক্তিযোদ্ধা নারীরাও৷ তারা এসেছেন নতুন প্রজন্মকে উৎসাহ দিতে৷ নতুন প্রজন্মের এই প্রতিনিধিদের সঙ্গে শেষ পর্যন্ত রাজপথে থাকার প্রত্যয় তাদেরও৷

কাদের মোল্লাসহ যুদ্ধাপরাধীদের ফাঁসির দাবিতে শাহবাগ চত্বরে শনিবার পঞ্চম দিনের গণআন্দোলনের শুরুর দিকে ভারতের পশ্চিমবঙ্গের শিল্পী কবীর সুমনের শাহবাগ নিয়ে লেখা গানটি বাজানো হয়৷ আন্দোলনকারীদের সঙ্গে দেশের মানুষের পাশাপাশি গানের সুরে সংহতি জানিয়ে সুমন গানটি লিখে ও সুরারোপ করে পাঠিয়েছেন৷ মাঝে মধ্যেই বাজছে গানটি৷

কখনো ধীর লয়ে, কখনো ধারালো কণ্ঠে, কখনো বা গগনবিদারী স্লোগানে শাহবাগ চত্বর ভাসছে এক সুরেছবি: Reuters

এদিকে, আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনাল আইন-৭৩ এর ২১ অনুচ্ছেদের ২ ধারা সংশোধনের উদ্যোগ নিয়েছে সরকার৷ এর ফলে ট্রাইবুনালের রায়ের বিরুদ্ধে আপিল করার এখতিয়ার পাবে সরকার৷ শনিবার সকালে আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলাম সাংবাদিকদের এ কথা জানিয়েছেন৷ তিনি বলেন, ভিকটিম ও প্রসিকিউশন উভয়ই যাতে করে আপিল করার সমান সুযোগ পায়, সে বিষয়ে সরকার চিন্তা-ভাবনা করেছে৷

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ