1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

প্রজাপতি উড়তে পারে চার হাজার কিলোমিটার!

কাটিয়া লশ/এআই১১ মার্চ ২০১৫

প্রজাপতি নিশ্চয়ই দেখেছেন৷ কিন্তু জানেন কি, এক প্রজাতির প্রজাপতি কোনো এক অদৃশ্য টানে চার হাজার কিলোমিটার উড়ে চলে যায় এক জঙ্গলে৷ অথচ তাদের সেখানকার পথ দেখানোর কেউ নেই৷ তবুও কী ভাবে যায় তারা?

Tagpfauenauge Schmetterling
ছবি: picture-alliance/dpa/R. Hirschberger

‘‘আপনি ঈশ্বরে বিশ্বাস না করলেও প্রজাপতিগুলোর আচরণ দেখার পর ঈশ্বরের অস্তিত্ব নিয়ে ভাবতে শুরু করবেন৷ এদের সৌন্দর্য বিস্ময়কর, ''বলেন গ্লোরিয়া টাভেরা৷ মেক্সিকোর মিচোয়াকানে মনার্ক বাটাইফ্লাই বা প্রজাপতির অভয়াশ্রমের দায়িত্বে রয়েছেন তিনি৷ বেশ কয়েক বছর ধরে এই দায়িত্বে থাকলেও প্রজাপতির আচরণ এখনও বিস্মিত করে তাঁকে৷

প্রতি বছর চার হাজার কিলোমিটার পথ পাড়ি দিয়ে কোটি কোটি প্রজাপতি এখানে আসে৷ ‘মারিপোসা মনার্কা'-র প্রধান গ্লোরিয়া টাভেরা বলেন, ‘‘তাদের মৌসুমী দেশান্তর তিন দেশে বিস্তৃত: ক্যানাডা, যুক্তরাষ্ট্র এবং মেক্সিকো৷ মনার্ক বাটারফ্লাই হচ্ছে একমাত্র পতঙ্গ, যারা অল্প সময়ের মধ্যে দীর্ঘপথ পাড়ি দিতে পারে৷ এই আচরণ অনেক প্রশ্নের জন্ম দেয়৷ তারা কীভাবে এমন এক জায়গায় আসে, যেখানে তারা আগে কখনো আসেনি? তাদের পূর্বপুরুষের পথ ধরেই তারা আসে৷ আর এটাই তাদের মাইগ্রেশনের অসাধারণ দিক৷ একই প্রজাপতি কখনো দ্বিতীয়বার আসে না৷''

ইকোসিস্টেমের উপর প্রজাপতির প্রভাব

প্রজাপতিরা অবশ্যই সুন্দর৷ কিন্তু ইকোসিস্টেমের উপর তারা কি কোনো প্রভাব ফেলছে? অবশ্যই৷ জার্মানির অর্থায়নে এবং ইন্টারন্যাশনাল ক্লাইমেট ইনিশিয়েটিভের উদ্যোগে পরিচালিত এক পাইলট প্রকল্পের মাধ্যমে প্রকৃতিতে প্রজাপতির অবদান তথ্য, উপাত্ত দিয়ে প্রমাণের চেষ্টা চলছে৷

জিআইজেড এর ফিডেরিকো স্টার্নফেল্ড এই বিষয়ে বলেন, ‘‘মনার্ক বাটারফ্লাই একটি প্রতীক৷ আর স্থানীয়দের কাছে এই জঙ্গল এক প্রাকৃতিক চিড়িয়াখানা৷ তবে এটার অন্যান্য গুরুত্বও রয়েছে৷ এখানকার গাছগুলো কার্বন ডাই অক্সাইড শুষে নিয়ে আমাদের উপকার করছে৷ এখানে নিউট্রিয়েন্ট সাইকেল সচল রয়েছে৷ তাছাড়া পানি পরিশোধন ব্যবস্থাসহ সকল প্রাকৃতিক প্রক্রিয়াই এখানকার জঙ্গল এবং পর্বতমালায় ঠিকভাবে কাজ করছে৷''

মনার্ক বাটারফ্লাই অল্প সময়ে দীর্ঘপথ পাড়ি দিতে পারেছবি: picture-alliance/dpa

জঙ্গলের অর্থনৈতিক গুরুত্ব

তবে জঙ্গলটির অর্থনৈতিক গুরুত্ব অনেক৷ মোনার্ক বাটারফ্লাই দেখতে অনেক পর্যটক এখানে আসেন৷ তাদের কেউ কেউ মনে করেন, এটা অনেকটা রূপকথার জঙ্গল৷

মনার্ক বাটাইফ্লাইয়ের আবাসনের আশেপাশে বসবাসরত মানুষদের অর্থ আয়ের এক উৎস এই পর্যটকরা৷ ফলে এই জঙ্গলকে রক্ষা করা নিজেদের দায়িত্ব মনে করে তারা৷

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ