1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

প্রজাপতি যান নিয়ে সৌরবিদ্যুতের প্রচার

২৭ জানুয়ারি ২০২৩

জলবায়ু সংকট মোকাবিলার ক্ষেত্রে সৌরশক্তির গুরুত্ব নিয়ে কোনো সংশয় নেই৷ কিন্তু সেই শক্তি প্রয়োগের নানা উপায় সবার সামনে স্পষ্ট নয়৷ এক ফরাসি অ্যাক্টিভিস্ট বিশ্ব ভ্রমণ করে এ ক্ষেত্রে আদানপ্রদানের পথ বেছে নিয়েছেন৷

Deutschland Freiburg Solarzellen
ছবি: imago stock&people

পরিবেশ সংরক্ষণের পথপ্রদর্শক হিসেবে পরিচিত সুইজারল্যান্ডের লুই পামার তার টিন টন ওজনের সহচরকে নিয়ে পৃথিবী বাঁচানোর স্বপ্ন দেখছেন৷ সেই লক্ষ্য তিনি বিশ্ব সফর করছেন৷ বার্লিনেও পা রেখেছেন তিনি৷

লুই বলেন, ‘‘যারা এই বিশ্বে জলবায়ু পরিবর্তন মোকাবিলা করছেন, আমরা তাদের সঙ্গে দেখা করতে চাই৷ অনেক কোম্পানি ও ব্যক্তির দারুণ সব আইডিয়া রয়েছে৷ আমরা তাদের ভিডিও স্টুডিওতে আমন্ত্রণ জানাই৷ সেখানে ভিডিও তৈরি করে সোশাল মিডিয়ার মাধ্যমে গোটা বিশ্বে ছড়িয়ে দেই৷ বলি দেখো, গোটা বিশ্বে কত সমাধানসূত্র রয়েছে! কার্বন-ডাই-অক্সাইড নির্গমনের কারণে পৃথিবী যেভাবে নষ্ট হয়ে যাচ্ছে, তা সত্যি অবিশ্বাস্য৷ অথচ আমাদের কাছে কত সমাধানসূত্র রয়েছে!’’

লুই পামারের সমাধানসূত্র হচ্ছে সোলার বাটারফ্লাই৷ চাকার উপর স্বাবলম্বী ছোট্ট খাঁচা প্রজাপতির মতো ৭০ বর্গ মিটার জুড়ে সৌর প্যানেলের ডানা মেলে ধরতে পারে৷ সেখান থেকে পাওয়া সৌর বিদ্যুৎ দিয়েই সঙ্গের ইলেকট্রিক গাড়িটি চালানো হয়৷ সেটি দিনে প্রায় ৩০০ কিলোমিটার অতিক্রম করতে পারে৷ বাকি জ্বালানি যানের মধ্যে ৩০ বর্গ মিটার বড় জায়গায় কাজে লাগে৷ লুই পামার বলেন, ‘‘সেই বিদ্যুৎ কাজে লাগিয়ে আমরা শুধু কফি মেশিনই চালাই না, এখানে সব কিছুই সেই বিদ্যুতে চলে৷ অর্থাৎ টিভি স্টুডিও, চুলা, ওভেন, মাইক্রোওয়েভ, শাওয়ার, সব ক্যামেরা, কম্পিউটার-জীবনে যা কিছু দরকার সবই চালানো হয়৷’’

পরিবেশ সুরক্ষায় দুই লাখ কিলোমিটার ভ্রমণের লক্ষ্য যার

03:33

This browser does not support the video element.

লুৎসার্ন বিশ্ববিদ্যালয়ের সঙ্গে সহযোগিতার মাধ্যমে লুই পামার ১৫ মাস ধরে সেই প্রকল্পের জন্য কাজ করেছেন৷ এটি বিশ্বের প্রথম যান, যা মূলত সমুদ্রে ফেলে দেওয়া প্লাস্টিক রিসাইকেল করে তৈরি করা হয়েছে৷ সব কিছু নির্গমন ছাড়াই কাজ করে৷ বর্তমান সৌরচালিত যানটি সত্যি প্রজাপতির মতো দেখতে৷ পরিবেশ অ্যাক্টিভিস্ট লুই পামার এর কারণ ব্যাখ্যা করে বলেন, ‘‘আমরা ইচ্ছা করেই প্রজাপতি বেছে নিয়েছি, কারণ প্রাণী হিসেবে প্রজাপতি নিজের রূপান্তর ঘটাতে পারে৷ শুঁয়োপোকা হিসেবে জীবন শুরু করে মাটি থেকে সব খেয়ে নেয়৷ একেবারে আমাদের সমাজ, মানবজাতির মতো৷ আমরাও সব সাবাড় করে দিচ্ছি৷ মাটির নীচ থেকে  পেট্রোলিয়াম, গ্যাস, কয়লা তুলে নিচ্ছি৷ মানবজাতি হিসেবে আমাদের যা করতে পারা উচিত, শুঁয়োপোকা তা পারে৷ সেটির হঠাৎ ডানা গজায়, উড়তে উড়তে এক ফুল থেকে অন্য ফুলে পৌঁছে যায়৷ ঠিক সেভাবেই মানুষ হিসেবে আমাদের আচরণ বদলে কয়লা, গ্যাস ও তেল ত্যাগ করে পুনর্ব্যবহারযোগ্য জ্বালানির পথে অগ্রসর হওয়া উচিত৷’’

বিশ্বভ্রমণের সময় লুই পামার ও তার টিম চার বছরের মধ্যে দুই লাখ কিলোমিটারের বেশি পথ অতিক্রম তে চান৷ জলবায়ু পরিবর্তন মোকাবিলার লক্ষ্যে নতুন প্রকল্পের খোঁজে ছয়টি মহাদেশে ৯০টি দেশের মধ্য দিয়ে তারা চলেছেন৷ তার মতে, ‘‘বৈশ্বিক উষ্ণায়নের প্রেক্ষাপটে একমাত্র সৌরশক্তিই চরম পরিণতি থেকে বাঁচাতে পারে৷ বাড়িঘর গরম রাখতে, গাড়ি চালাতে, বিদ্যুৎ উৎপাদন করতে-এমনকি হাইড্রোজেন উৎপাদন ও বিমান ওড়াতেও এই শক্তি কাজে লাগানো যায়৷ মোটকথা সমস্যার তিন-চতুর্থাংশই সৌরশক্তির মাধ্যমে সমাধান করা সম্ভব৷’’

বিশ্ব ভ্রমণ শেষ করে ২০২৫ সালের ১২ই ডিসেম্বর সোলার বাটারফ্লাইয়ের প্যারিসে ফেরার কথা৷ প্যারিস জলবায়ু চুক্তির ১০ বছর উপলক্ষে এই দিনটি বেছে নেওয়া হয়েছে৷

ইয়োসেফিনে গ্যুন্টার/এসবি

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ